|
|
|
|
রবীন্দ্র সার্ধশতবর্ষে অনুষ্ঠান সংসদেও |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষ উপলক্ষে চলতি বাদল অধিবেশনেই সংসদে একটি অনুষ্ঠান করার ব্যাপারে উদ্যোগী হল তৃণমূল কংগ্রেস। এ ব্যাপারে আজ অনুমতিও দিয়েছেন স্পিকার মীরা কুমার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ অনুযায়ী তৃণমূল সাংসদরা আজ রবীন্দ্রনাথের মৃত্যুদিবসেই সংসদের সেন্ট্রাল হলে অনুষ্ঠান করার অনুমতি নিতে গিয়েছিলেন স্পিকারের কাছে। কিন্তু সংসদে কারও মৃত্যুবার্ষিকী পালনের নজির না থাকায় স্পিকার সম্মতি দিতে পারেননি। তখন স্পিকার নিজেই প্রস্তাব দেন, অন্য দিনে অনুষ্ঠান করার বিষয়ে।
তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “ঠিক হয়েছে এ মাসের শেষ দিকে সংসদের অ্যানেক্সে ওই অনুষ্ঠান হবে। স্পিকার ওই অনুষ্ঠান উদ্বোধন করবেন বলে কথা দিয়েছেন।” তৃণমূলের সাংসদদের মধ্যে শতাব্দী রায়, রত্না দে নাগ, তাপস পালরা নাচ-গান-আবৃত্তি করবেন। গান গাইতে অনুরোধ করা হবে কবীর সুমনকে। বাম-সহ অন্যান্য দলের সাংসদেরও অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আবেদন জানাবেন তৃণমূল সাংসদরা। কলকাতা ও দিল্লির কিছু সাংস্কৃতিক গোষ্ঠীকেও আমন্ত্রণ জানানোর কথা ভাবা হয়েছে।
কেন্দ্রীয় সংস্কৃতি সচিব জহর সরকারের সঙ্গে ইতিমধ্যেই অনুষ্ঠানটির বিষয়ে কথা বলেছেন সৌগত রায়, দীনেশ ত্রিবেদীরা। |
|
|
|
|
|