দুর্নীতির জেরে বেহাল রাস্তার ফের শিলান্যাস
জামশেদপুর লাগোয়া শিল্পাঞ্চল আদিত্যপুরে যোগাযোগ ব্যবস্থা ‘মসৃণ’ করতে আদিত্যপুর-কান্দ্রা রোডে মেরামতির কাজে অবশেষে হাত দিল ঝাড়খণ্ড সরকার। আজ মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা এই প্রকল্পের শিলান্যাস করেন।
১৫. ১৩ কিলোমিটারের ছোট রাস্তাটি নিয়ে গত কয়েক বছরে ঝাড়খণ্ডের রাজ্য-রাজনীতিতে ঝড় বয়ে গিয়েছে। আমজনতার ভোগান্তি তো কহতব্য নয়। ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত ২৫ কোটি টাকা খরচে রাস্তাটি নির্মাণের এক বছরের মধ্যে তা ভেঙেচুরে খানা-খন্দে ভরে উঠেছে। ২০০৮-এ রাস্তা নিয়ে একটি জনস্বার্থ মামলার জেরে তুলকালাম শুরু হয়। দোষী ইঞ্জিনিয়ার ও ঠিকাদারদের বিরুদ্ধে পুলিশি অভিযোগের ভিত্তিতে মামলা চলছে। রাঁচি হাইকোর্টের ভর্ৎসনায় ঝাড়খণ্ড সরকার এপ্রিলে হলফনামা দিয়ে সড়ক মেরামতির আশ্বাস দেয়।
আজকের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মুন্ডা জানিয়েছেন, সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে দু’বছরে ১৩৫ কোটি টাকা খরচ করে রাস্তাটির সংস্কার হবে। আদিত্যপুর শিল্পাঞ্চলের অন্তর্গত গুরুত্বপূর্ণ জায়গাগুলি সবই এই রাস্তার লাগোয়া। এখন যা পরিস্থিতি, ছোট গাড়ি এই রাস্তায় যেতেই পারে না। বড় গাড়িও হিমশিম খায়। মুখ্যমন্ত্রী আজ বলেন, “শুধু রাস্তা নির্মাণ নয়, রাস্তার গুণগত মান রক্ষা করাটা বড় কথা।” তবে রাস্তাটি যখন প্রথম তৈরি হয়, সেই সময় ঝাড়খণ্ডের মসনদে ছিলেন এই অর্জুন মুন্ডাই। এই নিয়ে রাজনৈতিক বিরোধীদের কটাক্ষও তাই মুন্ডাকে হজম করতে হয়েছে। সম্প্রতি জামশেদপুর ও আদিত্যপুরের মধ্যে সংযোগকারী টোল ব্রিজ-এরও উদ্বোধন করা হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.