|
|
|
|
লোকায়ুক্ত আদালত সমন পাঠাল ইয়েদুরাপ্পাকে |
সংবাদসংস্থা • বেঙ্গালুরু |
কর্নাটকের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা এবং এইচ ডি কুমারস্বামীকে সমন পাঠাল লোকায়ুক্ত আদালত।
কর্নাটকের লোকায়ুক্তের রিপোর্টে অভিযোগ করা হয়, বেআইনি খনন সংক্রান্ত কাজকর্ম বন্ধ করতে কোনও ব্যবস্থা নেননি ইয়েদুরাপ্পা। বরং বেআইনি খনি সংস্থার কাছ থেকে ঘুষ নিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। তার পরে ইস্তফা দিতে বাধ্য হন ইয়েদুরাপ্পা। লোকায়ুক্ত আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শ্রীরাজিন বাশা ও কে এন বলরাজ নামে দু’জন আইনজীবী। তাঁদের অভিযোগ, নিয়ম ভেঙে ছেলের হাতে ৫ একরের বেশি জমি তুলে দিয়েছিলেন ইয়েদুরাপ্পা।
জে ডি এস নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর বিরুদ্ধেও লোকায়ুক্ত আদালতে অভিযোগ জমা পড়েছে। অভিযোগকারীর দাবি, জনটাক্কাল এন্টারপ্রাইজেস নামে একটি সংস্থাকে কুমারস্বামী বেআইনিভাবে খনি সংক্রান্ত কাজের অনুমতি দিয়েছিলেন। একটি আবাসন সোসাইটিকে বেআইনিভাবে তিনি জমি পাইয়ে দিয়েছিলেন বলেও অভিযোগ।
কুমারস্বামী ছাড়াও এই অভিযোগের ভিত্তিতে তাঁর স্ত্রী অনীতা ও জনটাক্কাল এন্টাপ্রাইজেসকে সমন পাঠিয়েছে আদালত। এই বিষয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেব গৌড়ার বিরুদ্ধেও অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু তা আদালত গ্রহণ করেনি। |
|
|
|
|
|