|
|
|
|
আর্থিক সাহায্য নিয়ে কেন্দ্রকে চাপ নীতীশের |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
বিহারের সঙ্গে ‘রাজনীতি’ করছে কেন্দ্রের ইউপিএ সরকার। এমনটাই মনে করছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর দাবি, ইউপিএ শরিক দলের হাতে থাকা রাজ্যগুলিকে কেন্দ্র সাহায্য করতে সর্বদাই প্রস্তুত। অথচ বিহারের জন্য কেন্দ্রের ইউপিএ সরকার কখনও সাহায্যের হাত বাড়ায় না। বিহারের দাবি না মানলে এ বার তিনি যে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামবেন, তা-ও আজ সাফ করে দিয়েছেন নীতীশ।
সম্প্রতি পশ্চিমবঙ্গকে কেন্দ্র যে ২১ হাজার কোটি টাকার প্যাকেজ দেওয়ার কথা ঘোষণা করেছে, সে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে নীতীশ বলেন, “আমিও খবরের কাগজে পড়েছি। বাংলাকে কেন্দ্র সাহায্য করুক, তাতে আমার কোনও আপত্তি নেই। কিন্তু কেন্দ্র তো বিহারের জন্য কিছু করতেই নারাজ। কেন্দ্র একমাত্র নিজেদের বন্ধু সরকারগুলির প্রতিই সদয়। ইউপিএ সরকারের মতো এ রকম ভেদাভেদ আগে কোনও কেন্দ্রীয় সরকার করেছে বলে তো আমার মনে পড়ছে না।” নীতীশের দাবি, বিহার সরকারের গত পাঁচ বছর ধরে তোলা ‘বিশেষ মর্যাদা’-র দাবি ইতিমধ্যেই কেন্দ্র ঠান্ডা ঘরে পাঠানোর চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, “সংসদে ইউপিএ সরকার জানিয়েছে, বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার ব্যাপারে বিচার করার জন্য বিশেষ মন্ত্রীগোষ্ঠী তৈরি হবে। এ সব যে আসলে এড়িয়ে যাওয়ার ফন্দি তা কি আর আমরা বুঝি না!” একই সঙ্গে নীতীশ বলেন, “বিশেষ মর্যাদা দেওয়ার কথা তো ছেড়েই দিন, এ রাজ্যে জাতীয় সড়ক তৈরির খরচের বেশির ভাগটাই রাজ্য সরকারকে বহন করতে হয়। কোশী নদীর বন্যার পরে প্রধানমন্ত্রী তাকে রাষ্ট্রীয় বিপর্যয় বলে
ঘোষণা করলেও আর্থিক সাহায্য এখনও আসেনি।”
নীতীশ আজ জানিয়ে দিয়েছেন, তিনি মন দিয়ে কেন্দ্রের বিভিন্ন পদক্ষেপ পর্যবেক্ষণ করছেন। তিনি আরও কিছু দিন সময় কেন্দ্রকে দিতে চান। তাঁর কথায়, “আরও কিছু দিন দেখতে চাই, কেন্দ্র কী করে। শেষ পর্যন্ত দাবি না মানলে বাধ্য হয়ে আমাদেরও আন্দোলনে নামতে হবে।” |
|
|
|
|
|