|
|
|
|
মমতার উৎসাহে দিনভর রবীন্দ্র-স্মরণ |
নিজস্ব সংবাদদাতা |
রবীন্দ্র-প্রয়াণ দিবস উপলক্ষে সোমবার ২২ শ্রাবণ ছিল সরকারি ছুটি। তার সঙ্গে রাত থেকে বৃষ্টি। তবু শহর এ দিন পথে নামল, মিছিলে হাঁটল, ভিজল এবং অল্প হলেও যানজটে ভুগল।
এ দিন ২২ শ্রাবণ উপলক্ষে সকালে শহরের চারটি জায়গা থেকে পাঁচটি মিছিল আসে মেট্রো চ্যানেলে। পুলিশ জানায়, এ দিন সব থেকে বড় মিছিলটি শুরু হয় হরিশ পার্ক থেকে, ১০টার কিছু পরে। তাতে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হরিশ মুখার্জি রোড থেকে ক্যাথিড্রাল রোড, জওহরলাল নেহরু অ্যাভিনিউ হয়ে মিছিল মেট্রো চ্যানেলে এসে মিলিত হয়।
প্রায় আট হাজার মানুষ ওই মিছিলে অংশগ্রহণ করেন। মূলত ওই মিছিলের জেরেই দক্ষিণ কলকাতার হরিশ মুখার্জি রোড ও শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে বেশ কিছুক্ষণ যান চলাচলে চাপ ছিল। এ দিকে, কলেজ স্কোয়ার ও জোড়াসাঁকো থেকে একটি করে এবং পার্ক সার্কাস থেকে দু’টি মিছিল যায় মেট্রো চ্যানেলে। |
...শ্রাবণ হয়ে এলে ফিরে
|
বৃষ্টি ভেজা মেট্রো চ্যানেলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে
দেবশ্রী রায়, তাপস পাল প্রমুখ। সোমবার। ছবি অশোক মজুমদার |
কলেজ স্কোয়ারের মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং জোড়াসাঁকোর মিছিলে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মিছিলগুলি মেট্রো চ্যানেলে পৌঁছলে সেখানে বেশ কিছুক্ষণ অনুষ্ঠান চলে। বৃষ্টিতে ভিজে নাচ-গান করে স্কুলপড়ুয়ারা। গান করেন মুখ্যমন্ত্রী মমতা থেকে অভিনেত্রী-বিধায়ক দেবশ্রী রায়, সাংসদ তাপস পাল-সহ রাজ্যের বহু মন্ত্রীও।
রাজ্যের উদ্যোগে সন্ধ্যায় আর একটি বড় অনুষ্ঠান হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানেও ছিলেন মুখ্যমন্ত্রী। গান করেন দ্বিজেন মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, বিশ্বজিৎ, লোপামুদ্রা মিত্র, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত প্রমুখ। |
|
|
|
|
|