এসপ্লানেড স্টেশনে একটি ট্রেনে আগুনের ফুলকি বেরোতে থাকায় সোমবার রাতে মেট্রো চলাচল বিঘ্নিত হয়। মেট্রো সূত্রের খবর, রাত ৮টা ৪০ মিনিট নাগাদ একটি বাতানুকূল ট্রেনের পিছনের কামরা থেকে আগুনের ফুলকি বেরোতে দেখা যায়। যাত্রীরা আতঙ্কিত হয়ে ওঠেন। ওই স্টেশনে ট্রেনটি থামিয়ে যাত্রীদের স্টেশনে নামিয়ে দেওয়া হয়। আগুনের ফুলকি বেরোনোর কারণ জানা যায়নি।
|
একটানা বৃষ্টির জেরে বেলগাছিয়ায় সোমবার রাতে একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। পুলিশ জানায়, কুণ্ডু লেনের ওই পুরনো তেতলা বাড়ির অংশবিশেষ পিছনের বাড়ির সামনে ভেঙে পড়ায় সেখানকার জনা বারো বাসিন্দা বেশ কিছু ক্ষণ আটকে পড়েন। তাঁদের উদ্ধার করতে দমকল আসে। স্থানীয় তৃণমূল কাউন্সিলর ব্রজেন্দ্রকুমার বসু বলেন, “পুলিশের সাহায্যে সকলকেই উদ্ধার করা হয়েছে।” |
প্রতারণার অভিযোগে এক যুবক গ্রেফতার হয়েছে। সোমবার কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) দময়ন্তী সেন জানান, ধৃত সুরঞ্জন নন্দীকে আদালত ২২ অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজত দেয়। যুগ্ম কমিশনার জানান, বেসরকারি আর্থিক সংস্থার কর্মী পরিচয়ে ২০০৯ থেকে ব্যবসা শুরু করে সুরঞ্জন। তার কাছে টাকা লগ্নি করলে বেশি হারে সুদের আশ্বাস দিত সে। প্রথমে ২৫-৩০ শতাংশ হারে সুদের টাকা মিলত। অভিযোগ, ২০১০-এর মাঝামাঝি টাকা দেওয়া বন্ধ হয়। অনেকেই সুরঞ্জনকে নগদ টাকা দেন। শুধু যাঁরা চেক দেন, তাঁরা পুলিশে অভিযোগ করেন। যুগ্ম কমিশনার জানান, সুরঞ্জন আনুমানিক প্রায় ৫০ লক্ষ টাকা লোপাট করেছে।
|