শেষমেশ আলোচনার মাধ্যমেই মেদিনীপুর আর্ট কলেজের সমস্যা সমাধানের প্রক্রিয়া শুরু হল। কলেজের ছাত্রছাত্রীদের অনশন শুক্রবার পঞ্চম দিনে পড়ল। এ দিন প্রশাসনের ডাকে সাড়া দিয়ে আলোচনার টেবিলেও বসলেন ছাত্র-প্রতিনিধিরা। মেদিনীপুরের মহকুমাশাসক (সদর) সুরজিৎ রায়ের দফতরে আলোচনা হয়। ছাত্রছাত্রীদের বক্তব্য, “আলোচনা ফলপ্রসূই হয়েছে। মহকুমাশাসক সমস্যা সমাধানে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন।” তবে লাগাতার অনশন কর্মসূচি এখনই প্রত্যাহার হচ্ছে না। ছাত্রছাত্রীদের মতে, আলোচনা হোক। তবে অনশন চলবে। সমস্যার সমাধান হলে তবেই এই কর্মসূচি প্রত্যাহার করা হবে। তার আগে নয়। এ দিকে, শুক্রবার কলেজে আসে জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল। শান্তি দত্ত, সৌমেন খানরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। যে সব দাবিতে আন্দোলন চলছে, তা যুক্তিসঙ্গত বলে স্পষ্ট ঘোষণা করেন কংগ্রেস নেতারা। সমস্যা সমাধানে প্রশাসনিক হস্তক্ষেপেরও দাবি তোলেন তাঁরা। টানা পাঁচ দিনের অনশনে কয়েক জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে সোমা ভট্টাচার্য নামে এক ছাত্রীকে এ দিন মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করতে হয়।
|
সম্প্রতি দিন-রাতের ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল খড়্গপুর শহরের সাউথ ডেভেলপমেন্ট এলাকায়। ‘অভিযাত্রী’ আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ১৬টি দল যোগ দিয়েছিল। ফাইনালে ‘অয়ন ইলেভেন’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ‘ম্যাক্স ইলেভেন’। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপ্রধান জহরলাল পাল, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লতা আচার্য।
|
রাজ্যে পালাবদলের পরে ক্রমান্বয়েই টলছে দলবদলের পালা। খড়্গপুর শহরের কৌশল্যা এলাকায় মেটালা কারখানার স্থায়ী-অস্থায়ী মিলিয়ে মোট ১৮১ জন শ্রমিক সিটু ছেড়ে তৃণমূল কংগ্রেস প্রভাবিত শ্রমিক সংগঠন আইএনটিটিইউসিতে যোগ দিলেন। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে দলবদল হয়। সেই সভায় উপস্থিত ছিলেন শশাঙ্ক পাত্র, বিবেকানন্দ দাসচৌধুরী-সহ স্থানীয় তৃণমূল নেতারা।
|
যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে মোহনপুরের শিয়ালসাই থেকে দাঁতন ২ ব্লকের গড়হরিপুর পযর্ন্ত পাঁচ কিলোমিটার রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় এনে পাকা করার দাবি তুলেছেন বাসিন্দারা। এই রাস্তাটি পাকা হলে মোহনপুর ও দাঁতন ব্লকের সঙ্গে এগরা মহকুমা সদরের যোগাযোগ অনেক সহজ হয়ে যাবে। স্থানীয় তৃণমূল নেতা প্রদীপ পাত্র বলেন, “প্রায় এক দশক ধরে এলাকাবাসী এই দাবি জানিয়ে আসছেন। কিন্তু কোনও লাভ হয়নি। দলীয় ভাবে নতুন সরকারের কাছে এই প্রস্তাব রাখা হয়েছে।” এ প্রসঙ্গে আশ্বাস দিয়েছেন দাঁতনের বিধায়ক অরুণ মহাপাত্রও। তিনি বলেন, “ওই রাস্তাটি পাকা করার প্রস্তাব জেলা পরিষদের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। টাকা বরাদ্দ হলেই কাজ শুরু হয়ে যাবে।” |