খেলা
সাফল্য অব্যাহত
নূর্ধ্ব ১৭, অনূর্ধ্ব ১৯-এর পরে এ বার অনূর্ধ্ব ২২ বিভাগেও বাংলার সেরা ক্রিকেটার হলেন হাওড়ার ঋতম পোড়েল। শুধু বর্ষসেরা হওয়াই নয়, নর্থ হাওড়া ক্রিকেট ক্লিনিকের এই ছাত্র এ বার সি কে নাইডু ট্রফিতে বাংলার হয়ে সবচেয়ে বেশি রান করে পেলেন সিএবি চ্যালেঞ্জ কাপ।
বাবা সুব্রত পোড়েল এক সময় বাংলার ক্রিকেটার ছিলেন। পরে আম্পায়ার হিসেবেও পরিচিতি পান। সালকিয়ায় সুব্রতবাবুর তৈরি নর্থ হাওড়া ক্রিকেট ক্লিনিকেই ঋতমের ক্রিকেটে হাতেখড়ি। হাওড়া ময়দানের সেন্ট টমাস চার্চ স্কুলে ছাত্র থাকাকালীনই ক্রিকেট হয়ে ওঠে ঋতমের সবচেয়ে ভাললাগার বিষয়। স্কুল দলের হয়ে দাত্তু ফাদকার ট্রফি-সহ একাধিক প্রতিযোগিতায় ভাল খেলার সুবাদেই এসে যায় বয়স-ভিত্তিক বাংলা দলে ঢুকে পড়ার সুযোগ।
ছবি: উৎপল সরকার
মূলত ব্যাটসম্যান। তবে অফস্পিন বোলিংয়েও হাত পাকাচ্ছেন ঋতম। নরসিংহ দত্ত কলেজের চূড়ান্ত বর্ষের এই ছাত্রটি কলকাতা ময়দানে ক্লাব ক্রিকেট শুরু করেছিলেন ঐক্য সম্মিলনীর হয়ে। টানা তিন বছর খেলার পর নাম লেখান স্পোর্টিং ইউনিয়নে। গত তিন বছর সে ইস্টবেঙ্গল দলের ক্রিকেটার। আগামী মরসুমেও তাঁকে লাল হলুদ দলের হয়েই মাঠে নামতে দেখা যাবে। এ বারের ঘরোয়া ক্রিকেটে চারটি শত রান করেছেন। সিএবি লিগে কোয়ার্টার ফাইনালে কালীঘাটের বিরুদ্ধে সর্বোচ্চ ১৪২ রানের চমৎকার একটি ইনিংস খেলেন। বিপক্ষে ছিলেন অশোক দিন্দা, সৌরাশিস লাহিড়ি, লক্ষ্মীরতন শুক্ল, সৌরভ সরকারের মতো বোলার। সারা মরসুমে দলের হয়ে ঋতম করেছেন ৯৫০ রান। উইকেট পেয়েছেন তিনটি। এ বছর লিগ এবং জে সি মুখার্জি ট্রফিতে রানার্স হলেও নকআউট এবং এ এন ঘোষ ট্রফি ঘরে তুলেছে ইস্টবেঙ্গল।
সি কে নাইডু ট্রফিতে বাংলা এ বার গ্রুপ পর্যায়েই হেরে বিদায় নিয়েছে। তবে চারটি ম্যাচে ঋতম ৪২৭ রান করেন। কর্নাটকের বিরুদ্ধে বাংলা হেরে গেলেও তিনি শতরান করেছিলেন। ধারাবাহিক ভাল খেলার জন্য এ বার রঞ্জি ট্রফিতে বাংলা দলে সুযোগ পান। প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ঋতম সর্বোচ্চ ৭৮ রান করেন।
আগামী মরসুমে আরও ভাল খেলতে চান ঋতম। ব্রায়ান চার্লস লারার ভক্ত এ জন্য প্রথম কোচ ভক্তি দাস, বাবা ছাড়াও ইস্টবেঙ্গল কোচ প্রণব নন্দীর পরামর্শ মতো এগোতে চান। ঋতমের কথায়: “কোচ ছাড়াও পরিবারের নানা সদস্য ও বন্ধুরা নানা ভাবে সাহায্য করেন। ভারতীয় দলে সুযোগ পাওয়ার স্বপ্ন দেখছি। আগামী পাঁচ বছর আমি টানা রঞ্জি খেলতে চাই।”
Previous Item

Howrah

Next Item




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.