টুকরো খবর |
|
ডিভিসি চাঙ্গা করতে ঋণের ব্যবস্থা করে দিতে পারে কেন্দ্র
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
দামোদর ভ্যালি কর্পোরেশনের (ডিভিসি) আর্থিক সঙ্কট কাটাতে ঋণের ব্যবস্থা করে দিতে পারে কেন্দ্র। সংসদে আজ অতিরিক্ত বাজেট বরাদ্দ নিয়ে বিতর্কের জবাবে এ কথা জায়িয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। ডিভিসি-র আর্থিক সঙ্কটের বিষয়টি গতকালই লোকসভায় তুলেছিলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। তিনি বলেছিলেন, ডিভিসি পূর্ব ভারতের সম্পদ। বিদ্যুৎ উৎপাদন ছাড়াও বন্যা নিয়ন্ত্রণ-সহ একাধিক ভূমিকা পালন করে তারা। কিন্তু এখন অর্থাভাবে এতটাই দুর্বল হয়ে পড়েছে যে অবিলম্বে কেন্দ্রের সাহায্য প্রয়োজন। নইলে বিপদে পড়বেন ১১ কর্মী ও ১৪ হাজার পেনশনভোগী। এই পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী আজ জানান, “ডিভিসি-র সমস্যা হল নগদ জোগানের অভাব। এ নিয়ে কথা হয়েছে। সংস্থা চায় শেয়ার মূলধন হিসেবে অর্থ জোগানো হোক। তা সম্ভব নয়। তবে সরকার ব্যাঙ্ক ঋণের জন্য ‘গ্যারান্টর’ হতে পারে।” অর্থমন্ত্রীর প্রস্তাবে অবশ্য খুশি নন অধীর চৌধুরী। সংসদের বাইরে তিনি বলেন, এতে সুরাহা হবে না। মূলধন জোগানোর দায়িত্ব সরকারের। তার বদলে ঋণ দিলে ওই টাকা পরে ডিভিসি-কে শোধ করতে হবে। সেটা কী ভাবে সম্ভব? বরং সে ক্ষেত্রে সংস্থার আরও রুগ্ণ হয়ে পড়ার আশঙ্কা। তাতে ভবিষ্যতে বিলগ্নিকরণ ছাড়া উপায় থাকবে না। তবে তাঁর কথায়, “বিষয়টি এত সহজে ছেড়ে দেব না। এ ব্যাপারে ফের অর্থমন্ত্রকের সঙ্গে কথা বলব।”
|
মামলা খারিজ রজত গুপ্তর বিরুদ্ধে
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
উপদেষ্টা সংস্থা ম্যাকিনসে-র প্রাক্তন কর্ণধার রজত গুপ্তর বিরুদ্ধে প্রশাসনিক মামলা তুলে নিল মার্কিন শেয়ার বাজার নিয়ন্ত্রক সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। পরিবর্তে গুপ্তও এসইসি-র বিরুদ্ধে তাঁর মামলা প্রত্যাহার করেছেন। হেজ ফান্ড সংস্থা গ্যালিয়ন-কে বেআইনি ভাবে দু’টি সংস্থার গোপন তথ্য পাচারের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। তবে এসইসি নির্দেশিকায় জানিয়েছে ভবিষ্যতে মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টে ফের গুপ্তর বিরুদ্ধে মামলা দায়েরের পথও খোলা রাখা হয়েছে। এ দিন ফের তাঁর বিরুদ্ধে সব অভিযোগ ভিত্তিহীন বলে জানান গুপ্তর আইনজীবী। সেই সঙ্গে তাঁর দাবি, ভবিষ্যতে মামলা করলে, তা যেন হয় ফেডারেল কোর্টে। প্রসঙ্গত, প্রশাসনিক মামলায় অভিযুক্ত ব্যক্তি আদালতে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য বিভিন্ন প্রমাণ পেশের সুবিধা নিতে পারেন না। কিন্তু ফেডারেল কোর্টে তা সম্ভব।
|
গাড়ি ফেরাবে হোন্ডা
সংবাদসংস্থা • টোকিও |
আমেরিকা ও চিনে ২০ লক্ষেরও বেশি গাড়ি ফেরাচ্ছে হোন্ডা মোটর। সংস্থা জানিয়েছে, ২০০৪ থেকে ২০০৯-এর মধ্যে তৈরি অ্যাকর্ড, সিআর-ভি, এলিমেন্ট, ওডিসি ও স্পিরিয়র মডেলের গাড়িগুলিতে সফটওয়্যারের সমস্যার জন্য কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। তবে, এখনও এর জন্য কোনও দুর্ঘটনার খবর আসেনি বলে দাবি সংস্থার। তার আগেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী সোমবার থেকেই গাড়ি ফেরাতে শুরু করছে সংস্থা।
|
ইউরিয়ার দামে নিয়ন্ত্রণ উঠল
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
ইউরিয়া সারের দামে নিয়ন্ত্রণ তুলে আর্থিক সংস্কারের লক্ষ্যে আরও এক ধাপ এগোল কেন্দ্রীয় সরকার। অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠী আজ এই সিদ্ধান্ত নিয়েছে। সার উৎপাদক সংস্থাগুলি প্রথম বছরে দশ শতাংশ পর্যন্ত কৃষিতে বহুল ব্যবহৃত এই ইউরিয়ার দাম বাড়াতে পারবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজকের সিদ্ধান্তে সিলমোহর বসালে প্রতি টন ইউরিয়ার দাম ৫০০ টাকা মতো বাড়বে। দ্বিতীয় বছর থেকে উৎপাদনকারী সংস্থাগুলিই সারের দাম ঠিক করবে। গত বছর পটাশ, ফসফেট সারের মূল্য নিয়ন্ত্রণমুক্ত করা হয়।
|
বাংলাদেশে আলু পাঠাতে চায় রাজ্য
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
রাজ্যের বাড়তি আলু বাংলাদেশে রফতানি করতে কেন্দ্রের দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ। সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বাংলাদেশে যাচ্ছেন। সে সময়ে প্রধানমন্ত্রী যাতে বিষয়টি তোলেন, সে জন্য আজ কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মার কাছে আর্জি জানান রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়। বর্তমানে রাজ্যে প্রায় এক কোটি মেট্রিক টন আলু উৎপাদিত হয়। কিন্তু বাজারের অভাবে ওই উৎপাদনের প্রায় ২০% নষ্ট হয়। অতিরিক্ত আলু প্রতিবেশী রাষ্ট্রকে বিক্রির কথা ভাবছে রাজ্য। অরূপ রায় বলেন, “কেন্দ্রীয় মন্ত্রী উৎসাহ দেখিয়েছেন। আশা করছি কেন্দ্রের কাছ থেকে ইতিবাচক সাড়া পাব।” |
|