টুকরো খবর
|
পৃথক রাজ্যের দাবি, ১৮ই থেকে যন্তরমন্তরে |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
পৃথক রাজ্যের দাবি জোরদার করতে কোচবিহারের কর্মী-সমর্থকদের দিল্লিতে গিয়ে অনশনে সামিল করানোর সিদ্ধান্ত নিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। ১৮ জুলাই থেকে সংগঠনের সভাপতি নির্মল রায়ের নেতৃত্বে দিল্লির যন্তরমন্তরের সামনে ও কোচবিহার শহরে জিসিপিএ সম্পাদক নমিতা বর্মনের নেতৃত্বে অনশন শুরু করেন কর্মী-সমথর্র্করা। শনিবার রাতে কোচবিহারের জেলাশাসকের সঙ্গে আলোচনার পর ১৩ দিনের মাথায় জেলা শহরের চলা অনশন প্রত্যাহারের কথা ঘোষণা করেন জিসিপিএ নেতৃত্ব। পাশাপাশি দিল্লির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দাবি পূরণে আলোচনার আশ্বাস না পেলে দিল্লির অনশন কর্মসূচিতে জমায়েত বাড়াতে কোচবিহারের সমর্থকদের সেখানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। জিসিপিএ’র সভাপতি নির্মল রায় বলেছেন, “২ অগস্টের মধ্যে কেন্দ্রীয় স্তরে আলোচনাস্থলে সামিল করানোর কাজে নামব। ইতিমধ্যেই এ ব্যাপারে প্রস্তুতি শুরু হয়েছে। তাছাড়া আমাদের দাবির ব্যাপারটিও কেন্দ্রের বিষয়। দিল্লিতেই লড়ব।” কোচবিহারের ভারত ভুক্তি চুক্তির সঠিক রূপায়ন, কোচবিহারকে ‘গ’ শ্রেণির রাজ্যের মর্যাদা দেওয়া ও জিসিপি’র মাধ্যমে তত্বাবধায়ক সরকার গঠনের দাবিতে ১৮ জুলাই একযোগে ওই অনশন শুরু হয়। কোচবিহারে প্রথম থেকে বিপুল জমায়েতও ছিল। তবে দিল্লির যন্তর মন্তরের সামনে ৮০ জন নেতা-কর্মী অনশনে বসেছেন। শনিবার রাতে জেলাশাসকের সঙ্গে আলোচনার পর কোচবিহারের কর্মসূচি প্রত্যাহার করে নেন জিসিপিএ নেতৃত্ব। সংগঠন সম্পাদক নমিতা বর্মনের দাবি, “ইতিবাচক সাড়া পেয়ে অনশন তুলে নেওয়া হয়েছে।” জেলাশাসক স্মারকী মহাপাত্র বলেন, “ওদের আর্জি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।”
|
হতাশ রায়গঞ্জ |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
গত রেল বাজেটে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাধিকাপুর-নিউ জলপাইগুড়ি ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেন চালুর ঘোষণা করায় মহকুমা শহরে খুশির আবহ তৈরি হয়েছিল। ৩০ জুন রেল বিজ্ঞাপন দিয়ে ওই ট্রেনের যাতায়াতের সময়সূচি জানায়। ৬ জুলাই পুরভোটের প্রচারে এসে রায়গঞ্জে রেল প্রতিমন্ত্রী মুকুল রায় আশ্বাস দেন অল্প দিনের মধ্যে ডিএমইউ পরিষেবা চালু হবে। এত কিছুর পরেও কিছুইু না-হওয়ায় নাগরিক সমিতি রেলমন্ত্রীকে চিঠি দিয়ে দ্রুত ট্রেন চালুর দাবি জানিয়েছে। আগামী সপ্তাহ থেকে আন্দোলনের হুমকি দিয়েছে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। রায়গঞ্জ নাগরিক সমিতি সম্পাদক তপনকুমার চৌধুরী বলেন, “আমরা ট্রেন চালুর দাবিতে রেলমন্ত্রী এবং উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলনে নামব।” রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী বলেন, “ট্রেন চালুর বিষয়ে রেল কর্তৃপক্ষকে কয়েক দফায় চিঠি দেওয়া হয়েছে। কিন্তু আশ্বাস মেলেনি। আগামী সপ্তাহ থেকে আন্দোলনে নামছি।” ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেন ইস্যুতে চুপ নেই রাজনৈতিক মহলও। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সম্পাদক পবিত্র চন্দ বলেন, “দ্রুত ডিএমইউ চালু না হলে বাসিন্দাদের স্বার্থে আন্দোলনে নামব।” জেলা বামফ্রন্টের সচিব অপূর্ব পাল বলেন, “১৫ অগস্টের আগে ট্রেন চালুর দাবিতে মহকুমা জুড়ে আন্দোলনে নামছি।” তৃণমূল জেলা সভাপতি অসীম ঘোষ ডিএমইউ ট্রেন নিয়ে বাসিন্দাদের আবেগ ও ক্ষোভের কথা স্বীকার করে বলেন, “ট্রেন চালু না হওয়ায় ক্ষোভের কথা রেলমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে।” যদিও আগামী বছরের আগে ডিএমইউ প্যাসেঞ্জার চালুর সম্ভাবনা দেখছে না রেল। উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম ভূষণ পটেল বলেন, “চেন্নাইয়ে ট্রেনের কোচ তৈরির কাজ চলছে। তাই দেরি হচ্ছে। আশা করছি, ২০১২ সালের ৩১ মার্চের আগে ট্রেন চালু করা সম্ভব হবে।”
|
মন্ত্রীর নির্দেশ |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
কালিয়াচক ১-এর বিএমওএইচকে সাসপেন্ড করার জন্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ দিলেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র। অভিযোগ, পর্যাপ্ত স্যালাইন থাকা সত্ত্বেও সিলামপুর ব্লক স্বাস্থকেন্দ্রের ওই বিএমওএইচ ‘সালাইন নেই’ নোটিস টাঙিয়ে রোগীদের বাইরে থেকে স্যালাইন ও ওষুধ কিনে আনতে বলেছিলেন। এ নিয়ে কালিয়াচকে রোগী,পরিবারের লোকেরা ফুঁসছিলেন। রবিবার দুপুরে কালিয়াচকে রক্তদান শিবিরে গিয়ে সেই অসন্তোষের আঁচ পেতেই নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী আচমকা সিলামপুর ব্লক প্রাথমিক স্বাস্থকেন্দ্রে হানা দেন। সেখানে বিএমওএইচের দেখা পাননি। হাসপাতালে দেওয়ালে কাগজে লেখা স্যালাইন নেই নোটিশ দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সাবিত্রী দেবী। হাসপাতালে দাঁড়িয়েই তিনি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে বলেন, “বিএমওএইচকে এখনই সাসপেন্ড করুন।” মন্ত্রীর নির্দেশ পেয়ে নড়েচড়ে বসেছে জেলা স্বাস্থ্য দফতর। মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্রীকান্ত রায় বলেন, “জেলায় পর্যাপ্ত স্যালাইন আছে। তাও কালিয়াচক-১ বিএমওএইচ এ নোটিস দিলেন কেন স্পষ্ট নয়।” অভিযুক্ত বিএমওএইচ গৌরাঙ্গ বিশ্বাসের বক্তব্য, “স্যালাইন নেই বলে কে নোটিস দিল জানি না। হাসপাতালের জন্য ৪০০০ সালাইন চেয়েছিলাম। পেয়েছি ২০০ বোতল। মন্ত্রী আসবেন জানলে হাসপাতালে থাকতাম। শনিবার রাতে আমার উপর কিছু লোক হামলার চেষ্টা করে। সেই জন্য আমি হাসপাতাল ছেড়ে পালিয়ে গিয়েছিলাম।”
|
গৃহবধূর অপমৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। রবিবার ঘটনাটি ঘটে করণদিঘির গোপালপুর হলদিবাড়িতে। মৃতার নাম রিনা বিবি (২৮)। এদিন বাড়ি থেকে ওই বধূর দেহ উদ্ধার করে পুলিশ। কী কারণে ওই গৃহবধূর মৃত্যু হল জানতে দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি মৃতার পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
|
বিষক্রিয়ায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
বিষক্রিয়ায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে ইটাহার থানার পোরসায়। মৃতের নাম সুভাষ দাস (৪৫)। ওই এলাকাতেই তাঁর বাড়ি। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, পারিবারিক বিবাদের জেরে এদিন ওই ব্যক্তি জমিতে গিয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন। রায়গঞ্জ জেলা হাসপাতালে তাঁকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
|
খুন-আত্মহত্যার চেষ্টা |
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
স্ত্রীকে নোড়া দিয়ে মেরে জখম করার পরে চালের বস্তা ফুটো করার যন্ত্র দিয়ে পেটে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। রবিবার ঘটনাটি ঘটে চাঁচল থানার কাশেমপুরে। জখম দম্পতিকে মালদহ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই দম্পতির ৪ ও ৬ বছরের দুটি সন্তান রয়েছে। এই ঘটনায় বিপাকে পড়েছে তারা। পড়শিরা তাদের আগলে রেখেছেন।
|
অবরোধ, বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
বাস স্টপের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। রবিবার সকাল ৯টা থেকে টানা দুই ঘন্টা এলাকার কয়েকশো বাসিন্দা রায়গঞ্জ থানার রূপাহার এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পড়ুয়ারাও বিক্ষোভে যোগ দেয়। পরে পুলিশ ও প্রশাসনের কর্তাদের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
|
ডাকাতিতে ধৃত দুই |
নিজস্ব প্রতিবেদন |
বুনিয়াদপুরে ডাকাতির ঘটনায় মালদহের রতুয়া থেকে দুই দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র-সহ ধরল পুলিশ। শনিবার রাতে রতুয়ার মীরজাতপুর থেকে ওই দু’জনকে ধরা হয়। ধৃতদের একজন ঝাড়খণ্ড ও অন্য জন মালদহের কৃষ্ণপল্লির বাসিন্দা। পুলিশ জানায়, শুক্রবার রাতে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে পর পর ২টি সোনার দোকান লুঠপাট চালায় ১০-১৫ জনের একটি দুষ্কৃতী দল।
|
স্মারকলিপি পেশ |
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
বকেয়া ভাতার দাবিতে জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী আব্দুল করিম চৌধুরীকে স্মারকলিপি দিলেন সাক্ষর ভারত জনশিক্ষা কর্মী সমিতি। রবিবার সমিতির পক্ষে অবিনাশচন্দ্র রায় বলেন, “দশ মাসের ভাতা বকেয়া। জনশিক্ষা কেন্দ্রে গ্রন্থাগার তৈরির দাবিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না।” মন্ত্রী বলেন, “এই নিয়ে কেন্দ্রের সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলে অবিলম্বে ব্যবস্থা নেব।”
|
ধৃত ওষুধ ব্যবসায়ী |
কলেজের ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সকালে রায়গঞ্জের উকিলপাড়া এলাকা থেকে ওই ব্যবসায়ীকে ধরা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যবসায়ীর নাম অমিতাভ দে। বাড়ির সামনেই তাঁর দোকান। শনিবার রায়গঞ্জ ইউনির্ভাসিটি কলেজের এক ছাত্রীকে পূর্ত দফতরের আবাসনের সামনে বিবাহিত ওই ব্যবসায়ী উত্যক্ত করে বলে অভিযোগ করা হয়। |
|