টুকরো খবর
|
জেলা সম্মেলন |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
রবিবার জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্সে অল বেঙ্গল ফিজিক্যাল এডুকেশন ট্রেন্ড অ্যান্ড ট্রেনি আসোসিয়েশনের জেলা কনভেনশন অনুষ্ঠিত হয়। গত দু’বছর ধরে শারীরশিক্ষা বিষয়কে মাধ্যমিক স্তরে আবশ্যিক করার দাবিতে আন্দোলন চালাচ্ছে ওই সংগঠন। ১৯৯৬ সালের পরে বিষয়টিকে ঐচ্ছিক করে দেয় রাজ্য সরকার। সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্চশিক্ষা মন্ত্রী শরীরশিক্ষাকে আবশ্যিক করার আশ্বাস দিয়েছেন। সংগঠনের রাজ্য সম্পাদক রাজা বৈদ্য বলেন, “অসম, কেরল, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ-সহ বেশ কিছু রাজ্যে শারীরশিক্ষাকে আবশ্যিক করা হয়েছে। একই দাবি আমাদের রাজ্য সরকারকেও জানানো হয়েছে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র, উচ্চশিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু আমাদের আশ্বাস দিয়েছেন। এখন সরকারি আদেশের অপেক্ষায় রয়েছি।”
|
বিরোধিতায় ব্লক কংগ্রেস |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
জলপাইগুড়ি ভাগের বিরুদ্ধে সিদ্ধান্ত নিল জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস কমিটি। রবিবার ব্লক কংগ্রেস কমিটির বৈঠকে লিখিত ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলার উন্নয়নের নানা দাবি দাওয়া নিয়ে আগামী ৫ অগস্ট থেকে আন্দোলনে নামার সিদ্ধান্তও হয়। ১১ সেপ্টেম্বর গণ কনভেনশনের ডাক দেওয়া হয়েছে। রবিবার ব্লক কংগ্রেসের সভায় ৭০ জনের একটি কমিটি গঠন করা হয়েছে। সভায় জলপাইগুড়ির বিধায়ক সুখবিলাস বর্মা উপস্থিত ছিলেন। ব্লক কংগ্রেসের সভাপতি তথা জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান পিনাকী সেনগুপ্ত বলেন, “জলপাইগুড়ি জেলাকে যাতে ভাগ করা না হয় তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলাকে ভাগ করলেই উন্নয়ন হবে না। জেলার সার্বিক উন্নয়নের দাবিতে একগুচ্ছ কর্মসূচি এদিনের সভায় গ্রহন করা হয়।
|
স্মারকলিপি পেশ |
নিজস্ব সংবাদদাদা • ফাঁসিদেওয়া |
ফাঁসিদেওয়ার জালাসের নয়নজোত থেকে ভুষিভিটা প্রাথমিক স্কুল পর্যন্ত রাস্তা সংস্কারে ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতিকে স্মারকলিপি দিলেন বাসিন্দারা। তাদের অভিযোগ, ওই রাস্তা দিয়ে বাচ্চারা স্কুলে যাওয়া-আসা করে। ভুষিভিটা প্রাথমিক স্কুলের এক শিক্ষক দীলিপ রায় বলেন, “বর্ষার সময় সবচেয়ে সমস্যা হয়।” ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণবেশ মণ্ডল বলেন, “বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”
|
সংগঠন গড়ল সাফাই-কর্মীরা |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
পুরসভার ১১২ জন সাফাই কর্মীকে নিয়ে বাপুজি কর্মী সংঘ নামে একটি নতুন সংগঠন রবিবার গঠন করা হল। আইএনটিইউসি অনুমোদিত এই সংগঠনে ৭ জনের একটি কমিটিও গঠন করা হয়েছে। পুরসভার স্থায়ী ও অস্থায়ী ১১২ সাফাই কর্মীকে নিয়ে গঠিত এই সংগঠন কর্মীদের দাবি দাওয়া ও পারিবারিক সুরক্ষার দাবিতে টানা আন্দোলন চালাবে।
|
অস্থায়ীদের দাবি |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
নুমালিগড় রিফাইনারি লিমিটেডের রাঙাপানি টার্মিনালে কর্মরত অস্থায়ী কর্মীদের প্রভিডেন্ট ফান্ড-সহ অন্য সুবিধার দাবি জানাল আইএনটিইউসি নিয়ন্ত্রিত এনআরএল ওয়ার্কস মেন ইউনিয়ন। রবিবার সাংবাদিক বৈঠক করে তারা অভিযোগ তোলেন, ঠিকাদারের মাধ্যমে কাজে যুক্ত হলেও তাদের বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে না। ৮ অগস্টের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে লাগাতার ধর্মঘটের হুমকি দিয়েছেন তারা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রাঙাপানি ডিপো থেকে পেট্রেল, ডিজেল, কেরোসিন সরবরাহ বন্ধ হলে বাজারে সমস্যা দেখা দিতে পারে। সেই দায় প্রশাসন এবং এনআরএল-কেই নিতে হবে বলে তারা সরব। টার্মিনাল সিনিয়র ম্যানেজার সুব্রত দাস বলেন, “ঠিকাদার ঠিক মতো না দেওয়ায় কয়েক জনের পিএফ জমা পড়েনি বলে শুনেছি।”
|
আজ শুরু পঠনপাঠন |
নিজস্ব সংবাদদাতা • ফাঁসিদেওয়া |
আজ, সোমবার থেকে কেবলজোত জুনিয়র হাইস্কুলে পঠনপাঠন শুরু হচ্ছে। স্কুলের নিজস্ব ভবন তৈরি না হওয়া পর্যন্ত কেবলজোত প্রাথমিক স্কুলে ১টি ঘরে জন্য ২৫ স্কুলছুটকে নিয়ে স্কুল চলবে। মাস ছ’য়েক হল কেবলজোত এলাকায় ওই জুনিয়র হাই স্কুলটি অনুমোদিত হয়েছে। স্কুল সার্ভিস কমিশন থেকে দু’জন শিক্ষকও নিয়োগ করা হয়েছে।
|
নিশ্চিহ্ন হল কংগ্রেস |
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
নিশ্চিহ্ন হয়ে গেল কংগ্রেস। শুক্রবার শামুকতলা পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান, উপপ্রধান, ১২ পঞ্চায়েত ও ৩ পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের সামনে দলবদলের এ ঘটনার পরে শামুকতলায় কংগ্রেস অফিস খোলার মতো কর্মীও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন সরকার বলেন, “এ ঘটনায় শামুকতলা থেকে কংগ্রেস মুছে গেল ভাবা ঠিক নয়। কয়েকজন এবং প্রধান, উপ-প্রধান এবং পঞ্চায়েত সদস্য দল ছেড়ে দিলে দল শেষ হয় না। শীঘ্রই শামুকতলার কংগ্রেসের সাধারণ সমর্থকদের নিয়ে আলোচনায় বসা হবে।” তৃণমূলের ব্লক সভাপতি অরুণ দাস বলেন, “ব্লকের সমস্ত রাজনৈতিক দলেরই বহু নেতা যোগাযোগ করেছেন। আমরা তাদের স্বাগত জানাচ্ছি। তবে দলের নেতাদের নির্দেশ মেনেই নতুনদের দলে নেওয়া হচ্ছে।”
|
কড়া নজর বৈঠকে |
নিজস্ব প্রতিবেদন |
৪ অগস্টের ত্রিপাক্ষিক বৈঠকে ফল না-দেখে চা বাগান অবরোধ তুলবে না আদিবাসী বিকাশ পরিষদ। রাজ্য সম্পাদক তেজ কুমার টোপ্পো রবিবার বলেন, “রাজ্য সরকারের অনুরোধে বন্ধ প্রত্যাহার করেছি। কিন্তু চা বাইরে যেতে না দেওয়ার আন্দোলন মালিক পক্ষের বিরুদ্ধে।” বৈঠক ফলপ্রসূ না-হলে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে ১০ অগস্ট থেকে চা বাগানে ধর্মঘটের কথা জানিয়েছে আইএনটিইউসিও। সম্প্রতি কো অর্ডিনেশন কমিটি অব প্ল্যান্টেশন ওয়ার্কার্স এবং ডিফেন্স কমিটি ফর টি প্ল্যান্টেশন ওয়ার্কার্সের উদ্যোগে ২৬টি শ্রমিক সংগঠন শিলিগুড়িতে সভা করে। ২৫-৩০ জুলাই পর্যন্ত বাগানে শ্রমিকদের নিয়ে গেট মিটিংয়ে সামিল হয় চা সংগঠনগুলি। আইএনটিইউসি জেলা সভাপতি ন্যাশনাল ইউনিয়ন অব প্ল্যান্টেশন ওয়ার্কার্সের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী বলেন, “বৈঠক ফলপ্রসূ না হলে ঐক্যবদ্ধ আন্দোলনে নামা হবে।”
|
আগ্রাসী বুড়ি বালাসন |
নিজস্ব সংবাদদাতা • বিধাননগর |
টানা বৃষ্টির জেরে শনিবার রাতে বুড়ি বালাসন নদীর বাঁধ ভেঙে প্লাবিত হল ফাঁসিদেওয়ার বিধাননগর ১-এলাকার বুধারুগাঁও, ভাতিগছ ও মহিববানগর। এই ঘটনায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। ৬০০ একর খেত জলের নীচে। বেশ কিছু বাড়িতেও জল ঢুকেছে। রাতে বাঁধ ভেঙে ওই গ্রামগুলিতে জল ঢুকতে শুরু করায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চা বাগান, ধান ও আনারস খেত জলের তলায়। রবিরার এলাকায় যান ফাঁসিদেওয়ার পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণবেশ মণ্ডল ও কষি কর্মাধ্যক্ষ অলক ঘোষ। সভাপতি প্রণবেশবাবু জানান, নদীর জলের ধাক্কায় প্রায় ৫০ ফুট মাটির বাঁধ ভেঙে যায়। ৬০০ একর জমির ফসল নষ্ট। জরুরি ভিত্তিতে বালির বস্তা দিয়ে মেরামত শুরু করা হবে।
|
নয়া কমিটি |
রাজগঞ্জ ব্লক স্বাস্থ্য দফতরের কর্মীদের একটি নতুন কমিটি তৈরি করা হল। শনিবার স্থানীয় কমিউনিটি হলে তৃণমূল সমর্থিত ওই কমিটির সভাপতি ও সম্পাদক নির্বাচিত হন বলেনচন্দ্র রায় ও মণি পাল। ছিলেন জেলা কমিটির সভাপতি জয়ন্ত চক্রবর্তী, সম্পাদক নিবেশ রায়, আহ্বায়ক অমূল্য রায় সহ ৫০ জন। ছিলেন তৃণমূলের ব্লক কার্যকরী কমিটির সভাপতি কর্মদেব রায়, সহ-সভাপতি রবীন্দ্রনাথ রায়।
|
নালিশ |
কোনও আধিকারিক কর্মীদের হেনস্থা করছেন, কারও পদোন্নতি আটকে রাখা হয়েছেএমনই অভিযোগ তুলল ফেডারেশন অব ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশন -এর দার্জিলিং জেলা শাখা। রবিবার শিলিগুড়ি প্রধান ডাকঘরের সামনে এ দিন সংগঠনের তরফে বিধায়ক সংবর্ধনা সভায় এমনই অভিযোগ জানানো হয়। বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, প্রতিমন্ত্রী সুনীল তিরকি, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার, মেয়র গঙ্গোত্রী দত্তকে সংবর্ধনা জানানো হয়। শঙ্করবাবু অসুস্থ থাকায় উপস্থিত ছিলেন না। |
|