সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সদস্য সাত্তার মোল্লাকে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত রাহুল বসু ও তাঁর ভাই রানা এবং তরুণ দাস নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। জেলার পুলিশ সুপার লক্ষ্মীনারায়ণ মিনা বলেন, “রবিবার রাহুল ও তার ভাইকে সোনারপুর থেকে এবং তরুণকে ভাঙড়ের বোদরা এলাকা থেকে গ্রেফতার করা হয়। ধৃতেরা এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত।” শনিবার বোদরায় এক অসুস্থ দলীয় কর্মীকে দেখতে গিয়ে বোদরা পঞ্চায়েত অফিসের কাছেই প্রহৃত হন সাত্তার। সিপিএমের বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লার সামনেই তৃণমূলের লোকজন সাত্তারকে মারধর করে বলে অভিযোগ।
|
গাঁজা-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে কাকদ্বীপ বাজার থেকে লিটন দাস নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। তাঁর কাছে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
|
রবিবার গাইঘাটার চাঁদপাড়া পঞ্চায়েত সমিতির অফিস চত্বরে একটি স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হল। ‘সৃষ্টি’ নামে দোতলা প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। প্রশাসন সূত্রের খবর, গাইঘাটায় বর্তমানে ১৬৬২টি স্বনির্ভর গোষ্ঠী আছে। ওই সব গোষ্ঠীর সদস্যদের এখানে পাট, মাটি ও কাঠের কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। অনুষ্ঠানে জ্যোতিপ্রিয়বাবু ছাড়াও উপস্থিত ছিলেন উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন দফতরের প্রতিমন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর, বনগাঁ উত্তর ও দক্ষিণ কেন্দ্রের দুই বিধায়ক বিশ্বজিৎ দাস, সুরজিৎ বিশ্বাস, মহকুমাশাসক সঞ্জয় মুখোপাধ্যায় প্রমুখ। |