|
|
|
|
পোশাক নিয়ে দুর্নীতির অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
ছাত্রীদের পোশাক তৈরি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে রঘুনাথগঞ্জ-২ ব্লকের গোবিন্দপুর হাইস্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। সর্বশিক্ষা মিশন থেকে স্কুলের ১৩০২ ছাত্রীর পোশাক তৈরির জন্য ৫ লক্ষ ৩২ হাজার টাকা দেওয়া হয়েছিল। সরকারি নির্দেশ, প্রতি ছাত্রীকে দু’সেট পোশাক তৈরি করে নেওয়ার জন্য নগদ ৪০০ টাকা করে দেওয়া হবে।
অভিভাবকদের অভিযোগ, তিন মাস আগে সে টাকা হাতে পেলেও তা ছাত্রছাত্রীদের না দিয়ে স্কুল ফান্ডে ফেলে রাখা হয়েছিল। পোশাক না পাওয়ায় গত এক মাসে দফায় দফায় স্কুলে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। কিন্তু স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় তারাই ওই টাকা দিয়ে ছাত্রীদের পোশাক তৈরি দেবে। সেই মতো গত জুন মাসে এক সেট পোশাক ছাত্রীদের মধ্যে বিলি করা হয়। তাতে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সব ছাত্রীর জন্য একই মাপের পোশাক তৈরি করা হয়েছে। ফলে অনেকেই তা পড়তে পারছে না। তা ছাড়া অত্যন্ত নিম্নমানের কাপড় দিয়ে পোশাক তৈরি হয়েছে বলে অভিযোগ। তাই পোশাক বিলির পরদিনই তা স্কুলে ফিরিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকেরা।
স্কুল পরিচালন সমিতির সম্পাদক হেফাজুর রহমান বলেন, “যা হয়ে গিয়েছে তা তো আর ফেরানো যাবে না। তাই পরিচালন সমিতি সিদ্ধান্ত নিয়েছে ওই এক সেট পোশাকের সঙ্গে ১৭৫ টাকা করে দেওয়া হবে। সোমবার থেকে পোশাক ও টাকা বিলি শুরু হবে।” প্রধান শিক্ষক এমাজুদ্দিন বিশ্বাস বলেন, “আমি এ ভাবে এক সেট করে পোশাক তৈরি করে দেওয়ার বিরোধিতা করেছিলাম। ছাত্রীদের হাতে টাকা দিলে এমন অভিযোগ উঠত না। কিন্তু পরিচালন সমিতি আমার কথা শোনেনি। সমস্ত টাকা পরিচালন সমিতিকে দিয়েছিলাম। তারাই পোশাক তৈরি করেছেন।” তাঁর কথায়, “এ ব্যাপারে বেশ কয়েকবার সভা ডেকে বিরোধের মীমাংসার চেষ্টা হয়। কিন্তু কিছুই হয়নি। ফলে ক্ষোভ বেড়েছে।” |
|
|
|
|
|