টুকরো খবর

পাওয়ারলুম খুলল
টানা পাঁচ দিন বন্ধ থাকার পরে রবিবার থেকে নবদ্বীপের স্বরূপগঞ্জ সহ সংলগ্ন এলাকার পাওয়ারলুমে আবার উৎপাদন শুরু হয়েছে। গত বুধবার সকালে স্বরূপগঞ্জের প্রায় ১২টি পাওয়ার লুমে একদল শ্রমিক হামলা চালায়। মারধর করা হয় অনেককে। এর ফলে প্রায় পাঁচশো পাওয়ার লুম বন্ধ হয়ে যায়। পুজোর বাজারের দিকে যাঁরা তাকিয়ে থাকেন, সেই কয়েক হাজার শ্রমিক কাজ হারান। ভাগীরথীর পূর্ব পাড় তাঁতশিল্প সমিতির তরফে অভিযোগ করা হয়েছিল সিটুর উপরে। সিটু সেই অভিযোগ অস্বীকার করেছে। তাঁত শিল্প সমিতি তথা মালিকদের সংগঠনের সম্পাদক মণীন্দ্র দেবনাথ বলেন, “রবিবার থেকে এলাকার সব বন্ধ পাওয়ার লুমে উৎপাদন শুরু হয়ে গিয়েছে। শুক্রবার তৃণমূল এবং সিটু ইউনিয়নের সঙ্গে আমরা আলোচনায় বসেছিলাম। আগামী মঙ্গলবার আবার মজুরি বৃদ্ধি নিয়ে আলোচনা হবে।”

পাট পচানো নিয়ে বিবাদে খুন যুবক
পুকুরে পাট পচানো নিয়ে গণ্ডগোলের জেরে খুন করা হল এক ব্যক্তিকে। তাঁর নাম বাসুদেব ঘোষ (৪০)। বাড়ি চাপড়া থানার লক্ষ্মীগাছা এলাকায়। রবিবার বেলা সাড়ে বারোটা নাগাদ বাড়ির কাছেই জনবহূল এলাকায় তাঁকে লাঠিপেটা করে পুকুরের জলে ডুবিয়ে খুন করা হয়। পুলিশ তদন্ত শুরু করলেও অভিযুক্তদের কাউকেই গ্রেফতার করা যায়নি। তদন্ত চলছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানতে পেরেছে, গ্রামের ওই পুকুরের জলে পাট পচানো নিয়ে বেশ কয়েকদিন ধরেই গণ্ডগোল চলছিল। রবিবার সকাল থেকে তা নিয়ে নতুন করে বচসা শুরু হয়। পরে হাতাহাতিও হয়। আচমকা কয়েকজন বাসুদেবাবাবুর উপরে ঝাঁপিয়ে পড়ে তাঁকে লাঠিপেটা করতে শুরু করে। তারপরে তাঁকে জলে ডুবিয়ে খুন করা হয়। নিহতের ভাই কৃষ্ণ ঘোষ বলেন, “পাট পচানো নিয়ে গণ্ডগোল চলছে কয়েকদিন ধরেই। কিন্তু ওরা যে ভাইকে খুন করে দেবে, তা ভাবতে পারিনি।”

ভাঙচুরের অভিযোগ নবদ্বীপে
নবদ্বীপ বাসস্ট্যান্ডে তৃণমূল শ্রমিক ইউনিয়নের অফিসঘর ভাঙচুরের অভিযোগ উঠল বিরোধী এক শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, সিটু সমর্থিত ইউনিয়নের সদস্যেরা এই ভাঙচুর চালিয়েছে। সিটু অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে। শনিবার রাতে নবদ্বীপ বাসস্ট্যান্ডে তৃণমূল ইউনিয়ন এবং সিটু ইউনিয়নের সদস্যদের মধ্যে প্রবল বচসা হয়। অভিযোগ, রবিবার সকালে তারই জেরে ভাঙচুর করা হয়েছে। তৃণমূল ইউনিয়নের স্থানীয় নেতা গৌর ঘোষ বলেন, “দুই শ্রমিক ইউনিয়নের অফিস ঘরের মাঝখানে আর একটি ঘর রয়েছে বাসস্ট্যান্ডে। যেখানে রাতে মদ, গাঁজার আসর বসে। এই নিয়ে আমরা বারবার আপত্তি করেছি। শনিবার রাতে ওই ঘরে যখন আসর বসেছে তখন আমি কয়েকজন সঙ্গী নিয়ে গিয়ে আপত্তি করি। তখনই বচসা হয়। রাতে আমাকে ফোন করে খুনের হুমকি দেওয়া হয়। রবিবার সকালে তার জেরেই ওই ঘটনা ঘটেছে।” তৃণমূল ইউনিয়নের ঘরের চেয়ার টেবিল তছনছ করে দেওয়া হয়েছে। যদিও তাঁদের বিরোধী পক্ষের শ্রমিক ইউনিয়নের সম্পাদক সৌম্যেন অধিকারী বলেন, “এই ঘটনার সঙ্গে আমাদের কেউ জড়িত নন। কার্যত এখানে সকলেই প্রায় তৃণমূলের সদস্য। আমাদের গোলমাল করার মতো লোকই নেই। যা ঘটেছে তা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফল।” পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা বলেন, “নবদ্বীপ সহ গোটা রাজ্যে বাম কর্মচারী ইউনিয়নের পায়ের তলায় মাটি নেই। এই সব হিংসাত্মক কার্যকলাপের মধ্য দিয়ে তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছে।”

বাস বন্ধ নওদায়
রবিবার সকালে নওদা থানার আমতলা পাটিকাবাড়ি রাজ্য সড়কে একটি পণ্য বোঝাই যন্ত্রচালিত ভ্যান লছিমনের চালকের সঙ্গে একটি বেসরকারি বাসের চালকের বচসার জেরে মারধর শুরু হয়। তার প্রতিবাদে নওদার পাটিকাবাড়িতে রাজ্য সড়কের উপরে অবরোধ করে বাসকর্মীরা। পরে অভিযুক্তকে গ্রেফতার করার দাবিতেআমতলা-পাটিকাবাড়ি রাস্তায় বাস চলাচলও বন্ধ হয়ে যায়। মুর্শিদাবাদ জেলা বাস মালিক সমিতির সম্পাদক তপন অধিকারী বলেন, “দীর্ঘ দিন ধরেই এই বেআইনি লছিমন চালানোর বিরোধিতা করা হচ্ছে। তারপরেও আমাদের দাবি মানা হচ্ছে না। আমরা অগস্টে বড় আন্দোলনে নামছি। রবিবার সকালে আমাদের এক কর্মীকে মারধরের প্রতিবাদে এলাকায় পথ অবরোধ ও বাস চলাচল বন্ধ রয়েছে।”
Previous Story Murshidabad First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.