টুকরো খবর |
|
প্রশিক্ষণ শিবিরে হাজির মৌসম
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
খড়্গপুরে যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী। নিজস্ব চিত্র। |
দু’টি লোকসভা কেন্দ্রে প্রশিক্ষণ শিবির করল যুব কংগ্রেস। রবিবার ঘাটাল ও খড়গপুরের এই শিবিরে এসেছিলেন যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা সাংসদ মৌসম বেনজির নূর। দু’টি শিবিরই শুরু হয়েছিল শনিবার। লক্ষ্য যুব কংগ্রেস কর্মীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও কর্মসূচি নির্ধারণ। ঘাটালে ৫৮ ও খড়গপুরে ৪২ জন প্রশিক্ষণ নেন। সংগঠনের মেদিনীপুর লোকসভা কমিটির সভাপতি অলকেশ মহাপাত্র বলেন, “এই ধরনের শিবিরের ফলে কর্মীরা আরও সচেতন হবেন। দায়িত্বের সঙ্গে কাজ করবেন।” এ দিকে, দলবদল করেছেন খড়ারের তৃণমূলকর্মী অসিত চক্রবর্তী। কর্মী-সমর্থকদের নিয়ে এ দিন তিনি কংগ্রেসে যোগ দেন। জেলা কংগ্রেসের সহ-সভাপতি জগন্নাথ গোস্বামীর উপস্থিতিতেই তাঁর এই দলবদল। অসিতবাবুর দাবি, “দুর্নীতির প্রতিবাদেই দল ছেড়েছি।” খড়ার পুরসভার উপ-প্রধান তৃণমূলের অরূপ রায় অবশ্য বলেন, “ওই কর্মীকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।” কুড়ান-সহ একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা থেকেও বেশ কয়েকজন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন।
|
মাস্টারপ্ল্যান নিয়ে বৈঠক সেচমন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
বন্যা নিয়ন্ত্রণের জন্য ঘাটাল মাস্টারপ্ল্যান যাতে দ্রুত কাযর্কর হয়, সে জন্য শনিবার ঘাটালে এসে বৈঠক করে গেলেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া। ঘাটাল মহকুমাশাসকের দফতরে ওই বৈঠকে উপস্থিত ছিলেন হুগলি ও মেদিনীপুরের প্রশাসনিক আধকারিকরা, ঘাটাল মহকুমার তিন বিধায়ক, সব পুরসভার চেয়ারম্যান ও পঞ্চায়েত সমিতির সভাপতি এবং হুগলির খানাকুলের বিধায়কও। ঘণ্টা দেড়েকের বৈঠকে সেচমন্ত্রী জানান, বহু প্রতীক্ষিত মাস্টারপ্ল্যানটি শুধু কেন্দ্রের ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে। উল্লেখ্য, প্রায় দেড় বছর ধরে কেন্দ্রীয় সরকারেরই একটি সংস্থা সমীক্ষা করে সম্প্রতি ডিপিআর (ডিটেল প্রজেক্ট রিপোর্ট) জমা দিয়েছে গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনের পটনা দফতরে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পশ্চিম মেদিনীপুর ও হুগলির ১২টি ব্লকের মানুষ উপকৃত হবেন। মোট খরচ ধরা হয়েছে ১৭৪০ কোটি টাকা।
সেচমন্ত্রী জানান, আগামী ১ অগস্ট মহাকরণের রোটান্ডায় আরও একটি উচ্চ পর্যায়ের বৈঠক হবে। ৭ অগস্টও একটি বৈঠক হবে। তার পরেই চূড়ান্ত অনুমোদনের জন্য দিল্লিতে যোগাযোগ করা হবে। ঘাটাল মহকুমা বন্যা ও খরা প্রতিরোধ কমিটির পক্ষ থেকে মন্ত্রীর সঙ্গে দেখা করে দ্রুত প্রকল্পের কাজ শুরুর দাবি জানানো হয়। মানসবাবুর আশ্বাস, “আগামী ছ’মাস থেকে এক বছরের মধ্যেই হয়তো প্রকল্পটির কাজ শুরু হয়ে যাবে।” সেচমন্ত্রীকে এ দিন ঘাটাল মহকুমা কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনাও দেওয়া হয়।
|
দিঘায় দু’দিনের সফর মৎস্যমন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
|
জুনপুটে সুব্রত গুহের তোলা ছবি। |
দিঘায় দু’দিনের সফর শেষ হল মৎস্যমন্ত্রীর। শেষ দিন, রবিবারে শঙ্করপুর মৎস্যবন্দর, জুনপুট, পেটুয়াঘাট মৎস্যবন্দর-সহ মৎস্য দফতরের চালু প্রকল্পগুলি ঘুরে দেখেন মৎস্যমন্ত্রী আবু হেনা। এ দিকে, শনিবার সন্ধ্যায় দিঘা মোহনায় রাজ্যের মৎস্যমন্ত্রী আবু হেনাকে সংবর্ধনা জানায় দিঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন। সংবর্ধনা সভায় মৎস্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বেনফিশের চেয়ারম্যান তথা রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি, জেলা মৎস্য কর্মাধ্যক্ষ বুদ্ধদেব ভৌমিক, জেলা পরিষদ সদস্য অশোক বিশাল, অবন্তী মণ্ডল, মধুরিমা মণ্ডল প্রমুখ। আয়োজক সংগঠনের সম্পাদক শ্যামসুন্দর দাস জানান, সমুদ্র সংযোগকারী খালগুলি সংস্কার, সমুদ্র ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা-সহ ১২ দফা দাবি জানিয়ে মৎস্যমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়েছে।
|
ব্যাগে বোমাতঙ্ক গোপীবল্লভপুরে
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
রাস্তার ধারে পড়ে থাকা একটি কালো ব্যাগ ঘিরে রবিবার বোমাতঙ্ক ছড়ায় পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুরে। এ দিন সকালে স্থানীয় হাতিবাড়ি মোড়ে ব্যাগটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বোমাতঙ্ক ছড়াতে দেরি হয়নি। মেদিনীপুর থেকে সিআইডির বম্ব স্কোয়াড এসে অবশ্য দেখে ব্যাগটিতে বই-খাতা রয়েছে। জানা যায়, ব্যাগটি সস্মিতা নায়েক নামে খড়্গপুর আইআইটি-র এক ছাত্রীর। তাঁর বাড়ি ওড়িশার বারিপদায়। এ দিন বারিপদা থেকে বাসে বাবা-মায়ের সঙ্গে আইআইটির হস্টেলে ফিরছিলেন সস্মিতা। বাসটি গোপীবল্লভপুরের হাতিবাড়ি মোড়ে থামলে ভুল করে অন্য এক যাত্রীর মালপত্রের সঙ্গে সস্মিতার ব্যাগটিও নামিয়ে দেন বাসের খালাসি। খড়্গপুরে পৌঁছে সস্মিতা দেখে ব্যাগটি নেই। বিকেলে গোপীবল্লভপুর থানা থেকে ব্যাগটি ফেরত নিয়ে গিয়েছেন সস্মিতার বাবা গৌতম নায়েক।
|
সমুদ্রে তলিয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হল এক পর্যটকের। শনিবার দুপুরে মন্দারমণির সৈকতে ঘটনাটি ঘটে। মৃত সন্দীপ দে-র (৩৫) বাড়ি দমদমে। তিনি জীবনবিমা নিগমের কর্মী ছিলেন। পুলিশ জানিয়েছে, গত শুক্রবার দমদম থেকে ১৫ জনের একটি দল মন্দারমণি বেড়াতে আসে। শনিবার দুপুরে উত্তাল সমুদ্রে তাঁদের নামতে বারণ করেছিলেন স্থানীয় মৎস্যজীবীরা। কিন্তু নিষেধ উপেক্ষা করেই সমুদ্রে নামেন ওই পর্যটকেরা। স্নান করার সময় বড় একটি ঢেউয়ের তোড়ে ভেসে যান সন্দীপ। পরে তাঁর দেহ ভেসে ওঠে সৈকতে। পুলিশ দেহটি ময়না-তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
|
বিজ্ঞান শিবির
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
৫ দিন ব্যাপী বিজ্ঞান শিবির শেষ হয়ে গেল কাঁথি প্রভাতকুমার কলেজে। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অর্থানুকূল্যে আয়োজিত এই শিবিরে পূর্ব মেদিনীপুর জেলার ১২টি বিদ্যালয়ের মাধ্যমিকে ৮৫ শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া ১২০ জন ছাত্রছাত্রী যোগ দেয়। উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের অধিকর্তা সন্তোষকুমার ঘোড়ই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাঁথির পুরপ্রধান সৌমেন্দু অধিকারী। স্বগত ভাষণ রাখেন প্রভাতকুমার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমিতকুমার দে। সমগ্র শিবিরটি পরিচালনা করেন প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী ও গৌতম মান্না। শিবির শেষ হয় শনিবার।
|
হলদিয়ার স্কুলে চুরি
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
শিল্পশহরের শতাব্দী প্রাচীন এক স্কুলে এক মাসের মধ্যে দু’দুবার চুরির ঘটনা ঘটল। হলদিয়া পেট্রোকেম সংলগ্ন পরাণচক হাইস্কুলে শুক্রবার রাতে চুরি হয়। ফিজিক্স ল্যাব লন্ডভন্ড করে দুষ্কৃতীরা। জিনিসপত্র ভাঙচুর করা হয়। চুরি যায় লক্ষাধিক টাকার অনুবীক্ষণ যন্ত্র, এমনকী পেতলের ঘণ্টা। স্কুলের অফিসঘরও লন্ডভন্ড করা হয়। প্রধানশিক্ষক দীপনারায়ণ জানা জানান, এর আগে গত ৩ জুলাইও স্কুলে চুরি হয়েছিল। ১৪০০ পড়ুয়া রয়েছে এই উচ্চমাধ্যমিক স্কুলে। কোনও নিরাপত্তা রক্ষী নেই।
|
ধিক্কার দিবস
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
১৫ অগস্ট জঙ্গলমহলে ধিক্কার দিবস পালনের ডাক দিল ‘সন্ত্রাস, দুর্নীতি ও সাম্রাজ্যবাদী আগ্রাসন বিরোধী মঞ্চ’। মঞ্চের নেতা অশোক জীবন বলেন, “জঙ্গলমহল থেকে যৌথ বাহিনী প্রত্যাহার করতে হবে। সব রাজনৈতিক বন্দিকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। এই দাবিতেই আমাদের আন্দোলন” ওই দিন মাওবাদী সন্দেহে ধৃত জেল বন্দিরাও অনশন কর্মসূচি পালন করবেন।
|
বোমা উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শতাধিক বোমা উদ্ধার হল পশ্চিম মেদিনীপুরের শালবনি থেকে। সব মিলিয়ে ১০৭টি বোমা উদ্ধার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি বলেন, “তদন্তে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।” রবিবার সকালে গ্রামবাসীরা লক্ষ করেন, গোবরু সেতুর নীচে প্রচুর বোমা ছড়িয়ে- ছিটিয়ে রয়েছে। মেদিনীপুর শহর সংলগ্ন এলাকার উপর দিয়ে গোবরু হয়ে চন্দ্রকোনা রোডের দিকে চলে গিয়েছে ৬০ নম্বর জাতীয় সড়ক। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, বোমাগুলি অনেক পুরনো। র্দীর্ঘদিন পড়ে থাকায় নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। পুলিশ এসে ১০৭টি বোমা উদ্ধার করে জলে ফেলে দেয়। শালবনিতে এক সময় মাওবাদী তৎপরতা ছিল। পরে ‘প্রতিরোধ’ গড়ে তোলে সিপিএম। অভিযোগ, সেই সময় প্রচুর বোমা- বন্দুক মজুত করা হয়। রাজ্যে পালাবদলের পর এমন বহু অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে।
|
গোষ্ঠীদ্বন্দ্ব, বোমাবাজি
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
শিল্পশহর হলদিয়ায় গোয়েন্কাদের প্রস্তাবিত বিদ্যুৎ প্রকল্পের অধিগৃহীত জমিতে সংঘর্ষে জমিয়ে পড়ল তৃণমূলের দু’টি গোষ্ঠী। জমিদাতাদের চাকরির দাবিতে রবিবার সন্ধ্যায় দক্ষিণ বানেশ্বরচকে অধিগৃহীত এলাকার মধ্যেই জড়ো হয়েছিলেন স্থানীয় নেতা স্বপন নস্করের অনুগামীরা। অভিযোগ, সেখানে হামলা চালায় মিলন মণ্ডল গোষ্ঠীর লোকজন। বোমাবাজি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্বপন-গোষ্ঠীর লোকজন। |
|