|
|
|
|
ইস্টবেঙ্গল জন্মদিনে ‘উপহার’ টিম বাস |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দুই প্রধানের কোচ ডার্বি ও মর্গ্যান। রবিবার।-নিজস্ব চিত্রভাড়া করা বাসে করে আর নয়। বার্সেলোনা, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ-দের মতোই এ বার থেকে নিজেদের টিম বাসেই ম্যাচ খেলতে যাবে ইস্টবেঙ্গল।
ক্লাবের ৯১তম প্রতিষ্ঠা দিবসের জমকালো অনুষ্ঠান শুরুর আগের দিনই এই ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল। কলকাতা লিগ শুরুর আগেই ক্লাবের লোগো-সহ লাল-হলুদ রঙের শীততাপনিয়ন্ত্রিত টিম বাস এসে যাবে বলে রবিবার সাংবাদিক সম্মেলন করে জানালেন ইস্টবেঙ্গল কর্তারা। গোয়ার কয়েকটি অফিস ক্লাবের নিজস্ব লোগো লাগানো টিম বাস থাকলেও কলকাতার কোনও ক্লাবেরই এত দিন তা ছিল না। শুধু নতুন টিম বাসই নয়, ক্লাবকে পেশাদারিত্বের পথে নিয়ে যাওয়ার জন্য নিজস্ব লোগো লাগানো জার্সি থেকে ঘড়ি, স্কুল ব্যাগ, টুপি-সহ নানা সামগ্রী বিপণনের জন্য ‘কিয়স্ক’ তৈরি করছে ইস্টবেঙ্গল। ক্লাব সচিব কল্যাণ মজুমদার বললেন,“প্রথম কিয়স্কটা ক্লাব তাঁবুতে খোলা হয়েছে। ধাপে ধাপে কলকাতা এবং বাংলার বিভিন্ন শহরে আরও কিয়স্ক খোলা হবে। যেখান থেকে আমাদের সমর্থকরা তাঁদের প্রিয় ক্লাবের জিনিসপত্র কিনতে পারবেন।” |
|
তারকা সমাবেশ: ফুটবলারদের সংস্থার অনুষ্ঠানে ব্যারেটো-ভাইচুংয়ের সঙ্গে |
সোমবার ইস্টবেঙ্গল দিবস পালনের জন্য ক্লাব তাঁবুই বেছেছেন কর্তারা। তৈরি বিশাল মঞ্চও। লাল-হলুদ আলোয় মুড়ে দেওয়া হয়েছে তাঁবু সংলগ্ন রাস্তা-মাঠ। লেসলি ক্লডিয়াস, সুকুমার সমাজপতি, সুধীর কর্মকার, মেহতাব হোসেনকে ‘সম্মান’ জানানোর পাশাপাশি দুই প্রাক্তন রেফারি দিলীপ সেন ও প্রদীপ নাগকেও সংবর্ধনা জানানো হবে। দু’জন ক্রীড়া সাংবাদিককেও সম্মান জানানো হবে। পুরস্কার দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে আসার কথা সন্ধ্যা সাড়ে সাতটায়। কর্তারা চান, মুখ্যমন্ত্রীর হাত দিয়ে ক্লডিয়াসের হাতে ‘ভারতগৌরব’ পুরস্কার তুলে দিতে। মমতা যখন কেন্দ্রে ক্রীড়ামন্ত্রী ছিলেন তখনই তাঁকে সাম্মানিক সদস্যপদ দেয় ইস্টবেঙ্গল। এ বার মুখ্যমন্ত্রী মমতার হাতে একটি চমকপ্রদ উপহার তুলে দিতে চান কর্তারা। ইস্টবেঙ্গল সচিব বললেন, “কোচ মর্গ্যান-সহ সব ফুটবলার হাজির থাকবে। তবে মরসুমের পুরো টিম ঘোষণা করা হবে ৮ অগস্ট সিসিএফ সি-তে ক্লাব স্পনসরদের অনুষ্ঠানে।” |
|
|
|
|
|