|
|
|
|
আজ মাঠে নামছেন ব্যারেটো, মর্গ্যানও |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সিঙ্গাপুরের মতো কলকাতাতেও গল্প-আড্ডায় মাতলেন দুই কোচ। ইস্টবেঙ্গলের ট্রেভর মর্গ্যান এবং তাঁর দশ বছরের পুরোনো বন্ধু নতুন মোহনবাগান কোচ স্টিভ ডার্বি। রবিবার বিকেলে সিসিএফসি মাঠে অনেক দিন পর পাশাপাশি দেখা গেল ভাইচুং ভুটিয়া এবং হোসে ব্যারেটোকেও।
ক’দিন পর যাঁরা খেলবেন নানা দলের জার্সিতে, তাঁরা এ দিন খেললেন একসঙ্গে। মেহতাব-রহিম নবি, সুনীল ছেত্রী-পেন ওরজিরা তো ছিলেনই। এসেছিলেন গৌরমাঙ্গি, সুব্রত পালও। ম্যাচটি ছিল এফপিএ-র প্রয়াত সদস্য দেবাঞ্জন সেনের স্মরণে। সিসিএফসি-র বিরুদ্ধে এফপিএ-র হয়ে খেললেন নবিরা। ব্যারেটো-ভাইচুং না খেললেও ঠায় বসে উৎসাহ দিয়ে গেলেন বাকিদের।
ব্যারেটোর সঙ্গে হাজির ছিলেন উডসন লিমা সিলভা। রিও দি জেনিরো-র ২৭ বছরের মিডফিল্ডার মোহনবাগান কোচের সামনে পরীক্ষায় নামছেন সোমবার সকালে। উত্তীর্ণ হতে পারলে এটাই হবে তাঁর প্রথম বিদেশি ক্লাব। একদমই ইংরেজি জানেন না। তাঁর হয়ে মুখ খুললেন ব্যারেটো, “ফ্লুমিনেসির অ্যাকাডেমি থেকে এসেছে লিমা। এখন খেলে দক্ষিণ ব্রাজিলের স্থানীয় লিগের ক্লাব তাক-এ।” এ বারের মোহনবাগান দল কেমন, জানতে চাইলে অধিনায়ক ব্যারেটো বললেন, “আগের মরসুমের থেকে ভাল। তবে শুধু ওডাফা-সুনীল বা আমার উপর নির্ভর করে নয়, সাফল্য আসবে একটা টিম হিসাবে খেললে।” সোমবারই মোহনবাগানের অনুশীলনে নেমে পড়ছেন ব্যারেটো। তবে থাকবেন না সুনীল-নবি।
সোমবার সকালেই নতুন মরসুমের প্রথম অনুশীলন ইস্টবেঙ্গলের। মর্গ্যান অবশ্য তার আগের দিনই দেখে নিলেন মেহতাব-পেনদের ফিটনেস। টোলগে ওজবে আসছেন রবিবার। পেন এসে গিয়েছেন দু’সপ্তাহ আগেই।
রবিবারের সান্ধ্য আড্ডা পিছনে ফেলে সোমবার থেকেই চিরপ্রতিদ্বন্দ্বী দুই বড় দলের প্রস্তুতিতে দেখা যাবে দুই বন্ধুমর্গ্যান ও ডার্বি-কে।
|
আবার পয়েন্ট ফোর্স ইন্ডিয়ার
সংবাদসংস্থা • বুদাপেস্ট |
মরসুমে নিজের সেরা পারফরম্যান্স করে হাঙ্গারি গ্রাঁ প্রি থেকে ফোর্স ইন্ডিয়াকে ৬ পয়েন্ট এনে দিলেন পল ডি রেস্টা। এগারো নম্বর জায়গা থেকে রেস শুরু করে ব্রিটিশ চালক এ দিন সপ্তম হলেন। এর আগে ডি রেস্টা শেষ বার পয়েন্ট পেয়েছিলেন মালয়েশীয় গ্রা প্রি-তে যেখানে তিনি দশে ছিলেন। ভারতীয় টিমকে অবশ্য এই রেসে পয়েন্ট দিতে পারলেন না দলের এক নম্বর চালক আদ্রিয়ান সুটিল। তিনি শেষ করলেন চোদ্দোয়। সেরা নির্মাতা হওয়ার লড়াইয়ে ফোর্স ইন্ডিয়া আপাতত ২৬ পয়েন্ট-সহ সাত নম্বরে। এ দিকে, দুই চ্যাম্পিয়ন সেবাস্তিয়ান ভেটেল এবং ফার্নান্দো অ্যালোনসোর সঙ্গে টক্কর দিয়ে রেস জিতে নিলেন ম্যাকলারেনের জেনসন বাটন। এ বারের মতো ভেটেলকে দ্বিতীয় এবং অ্যালোনসোকে তৃতীয় স্থানে সন্তুষ্ট থাকতে হল। |
|
|
|
|
|