টুকরো খবর |
|
দলবিরোধী কাজে কড়া শাস্তির বার্তা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সপ্তাহ দু’য়েক আগে মেদিনীপুরে এক সভায় এসে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী দলীয় কর্মীদের সতর্ক করে বলেছিলেন, “কারও পদই স্থায়ী নয়। দলবিরোধী কাজ করলে শাস্তি পেতেই হবে।” সে দিন রাজ্য সভাপতির পাশেই বসেছিলেন গড়বেতার তৃণমূল নেতা অসীম ওঝা। সভা চলাকালীন অসীমবাবু সভাপতির সঙ্গে কথাও বলেন। তাঁর যে এমন ‘পরিণতি’ হতে পারে, গড়বেতার এই নেতা তার আগাম ইঙ্গিত পেয়েছিলেন কি না জানা নেই, তবে সুব্রতবাবুর সর্তকতা যে শুধু কথার কথা ছিল না, তা স্পষ্ট হয়ে হয়ে গিয়েছে। জেলা তৃণমূলের দুই নেতা কৌসর আলি ও অসীম ওঝাকে ইতিমধ্যেই বহিষ্কার করেছে দল। কৌসর, দলের সংখ্যালঘু সেলের জেলা চেয়ারম্যান ছিলেন। ভোটের পর থেকে জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কোথাও জোর করে সিপিএম কর্মী-সমর্থকদের থেকে অর্থ আদায়, কোথাও বা সালিশি সভা বসিয়ে নানা ‘ফতোয়া’ জারি করা। জেলা নেতৃত্বের কানেও এ সব পৌঁছয়। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে দলের অন্দরে। রাজ্যে পালাবদলের পর তৃণমূলের জেলা সভাপতি হন দীনেন রায়। জোর-জুলুম বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কোর কমিটি গড়া হয়। পাশাপাশি গড়বেতা, পিংলা জন্য গঠিত হয় পৃথক তদন্ত কমিটি। এরাই অভিযোগ খতিয়ে দেখে জেলা কমিটিকে রিপোর্ট দেবে। জেলা তা রাজ্যের কাছে। এ সবের পরেই এই দুই নেতার বহিষ্কার। এ নিয়ে ইতিমধ্যেই জেলা তৃণমূলের অন্দরে জল্পনা শুরু হয়েছে। ‘বহিষ্কৃত’ কৌসর আলি’র বক্তব্য, “দলে ফিরতে চেয়ে আমি নেতৃত্বের কাছে আবেদন করব।” আর অসীম ওঝা বলেন, “দল যে ভাবে বলবে, সেই ভাবেই চলব।” দু’জনেই অবশ্য ঘনিষ্ঠ মহলে অন্য দলে যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। সেই সঙ্গে তাঁদের দাবি, “আমরা কোনও অন্যায় করিনি। বরং অন্যায় হচ্ছে দেখলে প্রতিবাদ করেছি।”
|
দুরন্ত’র এসি বিকল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
একটি কামরার এসি বিকল হয়ে যাওয়ায় রবিবার ৪ ঘণ্টা খড়গপুর স্টেশনে দাঁড়িয়ে থাকল আপ হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস। পরে সাঁকরাইল থেকে একটি এসি কামরা এনে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। এ দিন দুপুরে খড়গপুর স্টেশন ছাড়ার পরেই ওই কামরার এসি বিকল হয়ে পড়ে। যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ট্রেনটিকে খড়্গপুর স্টেশনে ফিরিয়ে আনা হয়। সাঁকরাইল থেকে অন্য একটি এসি কামরা আনার পরে ট্রেনটি যশবন্তপুরের উদ্দেশে রওনা দেয়।
|
গাড়ি উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ওড়িশার বারিপদা থেকে গাড়ি ছিনতাই করে পালাচ্ছিল দুষ্কৃতীরা। রবিবার সকালে গাড়িটি ধরা পড়ল নারায়ণগড়ের মকরামপুরে টোলপ্লাজার কাছে। তবে দুষ্কৃতীদের ধরা যায়নি। টোলপ্লাজার কর্মীরাই গাড়িটি আটকে দেন। ওই গাড়ির সঙ্গেই ছিল আর একটি গাড়ি। তাতেই ৫ জন দুষ্কৃতী ছিল। চুরি যাওয়া গাড়ির চালক সেই গাড়িতে উঠে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ওড়িশা পুলিশ গাড়ি ছিনতাইয়ের কথা জানানোর পরই টোলপ্লাজাকে সতর্ক করে দেওয়া হয়। ছিনতাই যাওয়া গাড়িটি উদ্ধারের পরে ওড়িশা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
|
কোথায় কী |
মঙ্গলবার
জন্মজয়ন্তী: লেখক মুন্সী প্রেমচন্দের ১৩১ তম জন্মজয়ন্তী পালন।
খড়্গপুর রেল ওয়ার্কশপের সভাঘরে। অনুষ্ঠান শুরু বেলা ১১টায়। |
|