ঝাড়গ্রাম জেলা: মতামত
উন্নয়ন করার জন্য জেলা ভাগের দরকার নেই। সদিচ্ছা থাকলেই হবে। জেলা ভাগ হলে মেদিনীপুর জেলার ঐতিহাসিক গুরুত্ব খর্ব হবে শুধু।
পৃথক জেলা হলে সব দিক থেকেই ঝাড়গ্রামের গুরুত্ব বাড়বে। তবে উন্নয়নের স্বার্থে প্রত্যন্ত নয়াগ্রাম ব্লক ও সংলগ্ন এলাকাকে নিয়ে পৃথক নয়াগ্রাম মহকুমা করা হোক।
এই উদ্যোগ অবশ্যই সাধুবাদ যোগ্য। বিধায়ক থাকাকালীন আমিও ঝাড়গ্রামকে পৃথক জেলার মর্যাদা দেওয়ার জন্য তৎকালীন বাম সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। ঝাড়গ্রাম জেলা হলে সব ক্ষেত্রেই পরিকাঠামোর উন্নয়নের প্রভূত সুযোগ থাকছে।
জেলা ভাগ না করেও অনেক উন্নয়নমূলক কাজ করা যায়। বিদ্যাসাগর-ক্ষুদিরামের ঐতিহ্যপূর্ণ মেদিনীপুর জেলাকে পুলিশের পরামর্শ অনুযায়ী না-ভেঙে আগে জনমত সংগ্রহ করে দেখা হোক, সাধারণ মানুষ কী চান।
ঝাড়গ্রাম আলাদা জেলা হলে সদর হাসপাতালের পাশাপাশি লালগড়, বেলপাহাড়ি ও নয়াগ্রামের স্বাস্থ্য পরিকাঠামোর মানোন্নয়ন হবে। সেক্ষেত্রে ওই এলাকার রোগীদের মেদিনীপুর, কলকাতার প্রতি নির্ভরতা কমবে।
ঝাড়গ্রাম জেলা হবে, এটা ভাবতে ভালই লাগছে। উন্নয়নের স্বার্থে যদি আলাদা জেলা করতে হয় তা হলে সেই সিদ্ধান্ত অবশ্যই স্বাগত। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যেন জেলা ভাগ না হয়।
ঝাড়গ্রাম তো আগেই পুলিশ জেলা হয়েছে। প্রশাসনিক ভাবে পৃথক জেলা হলে অনগ্রসরতার তকমা অনেকটাই কমবে আশা করি। আরও স্কুল, কলেজ, পলিটেকনিক গড়ে উঠবে। কর্মসংস্থানের সুযোগ বাড়বে দিন দিন।
ঝাড়গ্রাম জেলা হলে সব দিক থেকেই ভাল হবে বলে আমি মনে করি। পৃথক জেলা হওয়ার পরে পর্যটন শিল্পের প্রসারে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে ও পানীয় জলের সমস্যা মেটাতে বিশেষ গুরুত্ব দিতে হবে প্রশাসনকে।
Previous Story Medinipur First Page


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.