বৈদ্যবাটি পুরসভা এবং শ্রীরামপুর মহকুমা পুলিশের যৌথ উদ্যোগে এবং স্থানীয় একটি সমবায়ের সহযোগিতায় গত মঙ্গলবার বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কর্মসূচি পালিত হল। সকালে জিটি রোডে শোভাযাত্রা বের হয়। কয়েক কিলোমিটার দীর্ঘ এই পথের দুই ধারে বিভিন্ন ধরনের গাছের চারা লাগানো হয়। শোভাযাত্রায় সামিল হয় স্কুল এবং সংগঠনের কচিকাঁচারা। ছোটদের সঙ্গে পা মেলান বৈদ্যবাটি এবং শেওড়াফুলির বহু মানুষ। সেই সঙ্গে হাজির ছিলেন পুলিশ ও প্রশাসনের একাধিক কর্তাব্যক্তি।
|
ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার ঘটনাটি ঘটে সিঙ্গুর স্টেশনের কাছে। মৃতার বয়স আনুমানিক ২৫ বছর। শেওড়াফুলি জিআরপি দেহটি উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায়। রেল পুলিশ জানায়, ঘটনাস্থলের কাছে লোকজনের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, ওই তরুণী সম্ভবত মানসিক ভারসাম্যহীন এবং ভবঘুরে প্রকৃতির ছিলেন।
|
এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামী এবং শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরে নওগায়। পুলিশ জানায়, মৃতার নাম শম্পা দাঁ (৩৫)। তাঁর সঙ্গে নওগার বাসিন্দা অরূপ দাঁয়ের বিয়ে হয় বছর তেরো আগে। তাঁরা নিঃন্তান। দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয়ে ওই পরিবারে অশান্তি লেগে থাকত। শনিবার রাতে শম্পাকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা যায়। খবরটি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা দাঁ বাড়ির সামনে জড়ো হন। শ্বশুরবাড়ির লোকের অত্যাচারের জেরেই ওই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলে তাঁরা বিক্ষোভ শুরু করেন। শ্রীরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামলায়। পরে, মৃতার বাবা কাজল সরকার থানায় লিখিত অভিযোগ করেন। শম্পাদেবীর স্বামী অরূপ এবং শ্বশুর জয়দেব দাঁকে পুলিশ পরে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পারিবারিক অশান্তির জেরে ওই মহিলা আত্মঘাতী হয়ে থাকতে পারেন। রবিবার শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে দেহ ময়না-তদন্ত হয়। |