|
|
|
|
‘বার্লিন-যাত্রা’য় শুধু ডাবের জল, কথা রাখলেন ভি এস |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
তিনি বলেছিলেন, পুরনো পরিচিত এক নেতার বাড়িতে আমন্ত্রণ রক্ষা করতে যেতে চান। দল বলেছিল, বহিষ্কৃত নেতার বাড়িতে যাওয়া চলবে না। তাঁর যুক্তি, ‘ব্যক্তিগত আমন্ত্রণ’ রাখতে যাবেন। দল তখন গণ্ডি কেটে দিল, গেলেও ওই বাড়িতে খাওয়া চলবে না! তিনি দিব্যি গেলেন এবং ঘুরে এসে দলকে জানালেন, ডাবের জল খেয়ে এসেছেন! দল বারণ করেছিল বলে খাবার মুখে তোলেননি!
এমনই বিচিত্র ঘটনা ঘটিয়ে সিপিএমকে ‘অস্বস্তি’তে ফেলেছেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি এস অচুত্যনন্দন। দল থেকে বহিষ্কৃত নেতা বার্লিন কুনহানন্দন নায়ারের বাড়িতে মধ্যাহ্নভোজের নিমন্ত্রণ ছিল অধুনা রাজ্যের বিরোধী দলনেতার। দলের নিষেধাজ্ঞা মাথায় রেখেই ভি এস সেখানে গিয়ে ডাবের জল খেয়ে ফিরে এসেছেন! মধ্যাহ্নভোজ না-খেয়ে ডাবের জল পানে কোনও শৃঙ্খলাভঙ্গ হয় কি না, এর উত্তর সিপিএমের লেনিনবাদী সাংগঠনিক বিধিতেও নেই!
নায়ার সাংবাদিকতার সূত্রে দীর্ঘ দিন ছিলেন তৎকালীন পূর্ব জার্মানির বার্লিনে। সেই জন্যই নামের আগে ‘বার্লিন’। কিন্তু গত কয়েক বছর ধরে নানা অছিলায় টানা সিপিএমের বিরুদ্ধে বিষোদগার করতে থাকায় কান্নুর জেলা সিপিএম তাঁকে বহিষ্কার করে গত বছর। প্রথম পার্টি কংগ্রেসে কেরলের কনিষ্ঠতম সদস্য হিসাবে প্রতিনিধিত্বকারী এবং এখন অসুস্থ নায়ার খবর পান, দলের একটি অনুষ্ঠানে ভি এস কান্নুরে আসছেন। পুরনো পরিচিত ভি এস-কে সেই দিনই বাড়িতে মধ্যাহ্নভোজের নিমন্ত্রণ জানান প্রবীণ নেতা। কিন্তু খবর পেয়ে বেঁকে বসে কান্নুর জেলা সিপিএম। যে জেলা আবার সিপিএমের রাজ্য সম্পাদক এবং সিপিএমের অন্দরে ভি এসের ঘোর বিরোধী পিনারাই বিজয়নের নিজের তালুক! তারা রাজ্য নেতৃত্বকে জানায়, ওই আমন্ত্রণে বিরোধী দলনেতার সাড়া দেওয়া ঠিক হবে না। এ বার বেঁকে বসেন ভি এস। শেষমেশ রফা হয় এই মর্মে ভি এস যাবেন কিন্তু ভোজ চলবে না! কান্নুরের নারাতে নায়ারের বাড়ি থেকে ফেরা মাত্র রাজ্য নেতৃত্ব ভি এসের কাছে জানতে চেয়েছিলেন, কী হল সেখানে? ভি এস সবিনয় জানিয়েছেন, দলের আপত্তি মাথায় রেখেই তিনি শুধু ডাবের জল খেয়েছেন! অন্য কিছু নয়!
কেরল সিপিএমের এক রাজ্য নেতার কথায়, “এর কী ব্যাখ্যা হয়, জানি না!” তাঁরাও বুঝেছেন, শৃঙ্খলার ‘প্রাচীরে’ আটকে পড়ার পাত্র অচ্যুতানন্দন নন! |
|
|
|
|
|