|
|
|
|
ট্রান্সফর্মারে আগুন, শহর অন্ধকার |
নিজস্ব সংবাদদাতা |
রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির জিরাট সাবস্টেশনে কারেন্ট ট্রান্সফর্মারে আগুন লেগে রবিবার বেশি রাতে কলকাতা ও সল্টলেক-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা হঠাৎই অন্ধকারে ডুবে যায়। মাঝরাতের পরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
বিদ্যুৎকর্তারা জানান, রাত সাড়ে ১১টা নাগাদ জিরাট সাবস্টেশনের কারেন্ট ট্রান্সফর্মারে বিস্ফোরণ হয়ে আগুন ধরে গিয়েছিল। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। ওটিই বিদ্যুৎ বণ্টন কোম্পানির সব চেয়ে বড় সাবস্টেশন। ওই সাবস্টেশন থেকে প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয় দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে। সেখান থেকে বিদ্যুৎ পাঠানো হয় সিইএসসি-র কসবা সাবস্টেশনেও। জিরাট সাবস্টেশন থেকেই সল্টলেক, দক্ষিণ ও উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ দেওয়া হয়। সেখানে বিস্ফোরণ ও আগুনের জেরে এক ধাক্কায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ-ঘাটতি দেখা দেয় কসবা সাবস্টেশনে। জিরাটে বিভ্রাটের ফলে বন্ধ হয়ে যায় সিইএসসি-র বজবজ বিদ্যুৎকেন্দ্রের ২৫০ মেগাওয়াটের একটি ইউনিট। গুমোট গরমে গভীর রাতে এই বিদ্যুৎ বিপর্যয়ে ভুক্তভোগী মানুষ সিইএসসি এবং বিদ্যুৎ বন্টন কোম্পানির হেল্পলাইনে বারবার ফোন করলেও কেউ তা তোলেননি বলে অভিযোগ।
বণ্টন কোম্পানি বিকল্প পথে সিইএসসি-কে কিছু বিদ্যুৎ দিতে শুরু করে। প্রায় দেড় ঘণ্টা পরে বিদ্যুৎ ফিরে আসতে শুরু করে। ফের চালু হয় বজবজের বসে যাওয়া ইউনিটও। |
|
|
|
|
|