টুকরো খবর
নার্সের দেহ উদ্ধার
পিজি-র গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগ থেকে রবিবার উদ্ধার হল এক নার্সের ঝুলন্ত দেহ। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, মৃতা সোমা সরকারের (৩০) বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগরে। হাসপাতাল সূত্রের খবর, সোমা বছর দুয়েক আগে এসএসকেএমে যোগ দেন। এ দিনও তিনি নির্দিষ্ট সময়ে কাজে আসেন। পরে বেলা এগারোটা নাগাদ একটি ফাঁকা কেবিনে সোমার দেহটি দেখেন এক কর্মী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যা।

ক্রেনে পিষ্ট শ্রমিক
হাইড্রলিক ক্রেনের চাকায় পিষ্ট হলেন এক শ্রমিক। রবিবার সকালে, সল্টলেকে বিকাশ ভবনের সামনে। মৃত বাপন মণ্ডলের (২১) বাড়ি মুর্শিদাবাদে। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে বাপন খালাসির কাজ করতেন। পুলিশ জানিয়েছে, এ দিন সকালে মেট্রোর স্টেশন নির্মাণের কাজ চলছিল। তখন ওই জায়গায় দাঁড়িয়েছিলেন বাপন। আচমকাই ক্রেনটি নিজের জায়গা থেকে খানিকটা পিছিয়ে এসে ওই শ্রমিককে চাপা দেয়। ক্রেনটি আটক করেছে পুলিশ। তবে ঘাতক ক্রেনের চালক পলাতক।

নয়া স্মার্ট কার্ড চালু
মেট্রো রেলের নতুন স্মার্ট কার্ড কিনতে ব্যাপক ভিড় জমল টিকিট কাউন্টারগুলিতে। মেট্রো রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার (জেনারেল) প্রত্যুষ ঘোষ রবিবার জানান, দুপুর ১২টা থেকে ২৩টি স্টেশনে স্মার্ট কার্ড বিক্রি শুরু হয়। তবে, ট্রেন পরিষেবা শুরু হয়েছে দুপুর ২টো থেকেই। প্রত্যুষবাবু আরও জানিয়েছেন, এ দিন রাত সাড়ে আটটা পর্যন্ত প্রায় সাড়ে ২১ হাজার কার্ড বিক্রি হয়। এ দিন অনেকেই নতুন কার্ড কিনে নেওয়ায় সোমবার অফিসের সময়ে টিকিট কাউন্টারগুলিতে ভিড় কিছু কম হতে পারে। মেট্রো সূত্রে জানানো হয়েছে, শনিবারও প্রায় ৪ হাজার স্মার্ট কার্ড বিক্রি হয়েছে।

পথ-অবরোধ
এলাকায় দুষ্কৃতী-তাণ্ডব ও পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে বি টি রোড অবরোধ করলেন পানিহাটির বাসিন্দারা। রবিবার সকালে এর জেরে ওই রাস্তায় প্রায় পৌনে দু’ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে খড়দহ থানার আই সি শমিত চট্টোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ ওঠে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে বিবেকানন্দ পার্কের বাসিন্দা সমীর গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। গোলমাল শুনে বেরিয়ে আসেন সমীরবাবুর প্রতিবেশী সঞ্জিত ঘোষ ও তাঁর ছেলে সুরজিৎ। দুষ্কৃতীরা পালানোর সময়ে সুরজিতের মাথায় বাঁশ দিয়ে আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক হাসপাতালে ভর্তি। ওই ঘটনার পরেও পুলিশ দুষ্কৃতীদের ধরতে না পারায় ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয়েরা। তাঁদের অভিযোগ, গত দু’মাসে পানিহাটিতে ১২টি দুষ্কৃতী হামলা হয়েছে। গঙ্গার ধারে শ্লীলতাহানি, ছিনতাইও ঘটেছে বারবার।
Previous Story Calcutta First Page


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.