|
|
|
|
এটিএম-কাণ্ডে দেখা হবে সিসিটিভির ফুটেজ |
নিজস্ব সংবাদদাতা |
এটিএম কাউন্টারে খেলনা পিস্তল দেখিয়ে এক গ্রাহকের টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে শুক্রবার রাতে গ্রেফতার হয়েছিলেন পৌলমী কুশল নামে এক মহিলা। অভিযোগ অস্বীকার করেন পৌলমী। ঘটনার তদন্তে তাই ওই কাউন্টারের ক্লোজড সার্কিট টিভির ফুটেজ খতিয়ে দেখবে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, ওই রাতে শিখা সাহা নামে এক মহিলা পূর্ব যাদবপুর থানার সন্তোষপুরে এটিএম কাউন্টারে যান। শিখাদেবী পুলিশে অভিযোগ করেন, টাকা তোলার সময়ে পৌলমী তাঁকে পিস্তল দেখিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করেন। পৌলমীকে গ্রেফতার করে দেখা যায়, পিস্তলটি ‘খেলনা’। তাঁকে জামিনে ছাড়া হয়। পৌলমীদেবী জানান, এটিএম কার্ড বার করার সময়ে ছেলের জন্য কেনা খেলনা পিস্তলটিও ব্যাগ থেকে বার করেছিলেন তিনি। তাঁর দাবি, অফিস থেকে তাঁর অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে বলে জানানো হয়েছিল। কিন্তু এটিএমে কার্ড ঢুকিয়ে তিনি দেখেন, সেই টাকা আসেনি। তাই কাউন্টারের মধ্যেই অপেক্ষা করছিলেন। কোনও ভাবেই তিনি ছিনতাইয়ের চেষ্টা করেননি বলেও পৌলমীর দাবি।
যদিও রবিবার পুর্ব যাদবপুর থানার মুকুন্দপুরের গ্রিন পার্কের বাসিন্দা শিখা সাহা বলেন, “আমার সঙ্গে ওই মহিলার কোনও শত্রুতা নেই। উনি ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন বলেই পুলিশে অভিযোগ করি। আমি টাকা তোলার পরে পৌলমী আমাকে ফের মেশিনে কার্ড ঢোকাতে বলেন। সঙ্গে তখন ওই পিস্তলটি ছিল।”
এ দিন সোনারপুর থানার নবশ্রী বাজারের বাসিন্দা পৌলমী বলেন, “আমি যা বলার পুলিশকে বলেছি। আমার ছ’বছরের ছেলে খুব অসুস্থ। টাকার প্রয়োজন ছিল বলেই ওই রাতে এটিএম কাউন্টারে গিয়েছিলাম। কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে।” এক পুলিশ অফিসার জানান, দুই মহিলাই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। প্রকৃত বিষয়টি জানতে সিসিটিভির ফুটেজ যাচাই হবে। |
|
|
|
|
|