টুকরো খবর |
|
জাল নিয়োগপত্র, ধৃত ২ বর্ধমানে
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
জাল নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে এসে ধরা পড়ল এক ব্যক্তি। হাসপাতাল সুপারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। যে ব্যক্তি ওই নিয়োগপত্র দিয়েছিল, তাকেও গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনা। পুলিশ জানিয়েছে, বর্ধমানের বিজয়রামের বাসিন্দা চঞ্চল দাস এ দিন নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে আসে। সুপার সুবোধ ভট্টাচার্য বিস্মিত হয়ে দেখেন, চতুর্থ শ্রেনীর ওই নিয়োগপত্রে তিনিই ‘সই’ করেছেন। তবে তাঁর নামের জায়গায় লেখা রয়েছে ‘সুবোধ ভট্ট’। এই সইটি যে তাঁর নয়, বুঝতে পেরেই তিনি পুলিশ খবর দেন। হাসপাতালে গিয়ে চঞ্চল দাসকে গ্রেফতার করে পুলিশ। জেরার মুখে চঞ্চল বলে, ৫৫ হাজার টাকার বিনিময়ে ওই নিয়োগপত্র সে সংগ্রহ করেছে লোকোর বাসিন্দা জনৈক মানিক দে-র কাছ থেকে। তাকেও গ্রেফতার করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস সরকার বলেছেন, “ঘটনাটির তদন্ত করা হচ্ছে। সম্ভবত জাল নিয়োগপত্র তৈরির একটি চক্র রয়েছে। চক্রের চাঁইদের গ্রেফতার করাই আমাদের লক্ষ্য।”
|
ট্রেনের ধাক্কায় জওয়ানের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
মৃতদেহ খুঁজতে গিয়ে শনিবার রেল লাইন ধরে হাঁটার সময়ে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক আরপিএফ জওয়ানের। তাঁর নাম বাবন সিংহ (৫৬)। তিনি পানাগড় আরপিএফ পোস্টের হেড কনস্টেবল। তাঁর বাড়ি বিহারের বক্তারে। খানা জংশন স্টেশনের কাছে তিনি থাকতেন। রবিবার বর্ধমান জিআরপির ওসি আশিসকুমার মজুমদার বলেন, “খানা ও তালিতের মাঝে ট্রেনে কাটা পড়া এক ব্যক্তির দেহ পড়ে রয়েছে খবর পেয়ে বাবন সিংহ সেখানে যান। কিন্তু দেহটি খুঁজে না পেয়ে তিনি নিজের পোস্টের সঙ্গে ওয়াকিটকিতে কথা বলছিলেন। ডাউন রাজধানি এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর দেহটি ময়না তদন্তের পরে আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে।”
|
তালা ভেঙে চুরি
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
রান্নাঘরের তালা ভেঙে মিড-ডে মিলের সামগ্রী চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। শনিবার রাতে বক্তারনগর বাঁধডাঙা প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। বিদ্যালয় কতৃপক্ষ পুলিশকে জানিয়েছেন, রবিবার সকালে গ্রামবাসীদের কাছে খবর পেয়ে তাঁরা স্কুলে এসে দেখেন রান্নাঘরের তালা ভাঙা। রান্নার সব সামগ্রী উধাও। পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।
|
বৃদ্ধার দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। তাঁর নাম অন্নপূর্ণা কোঙার (৮৮)। ঘটনাটি ঘটেছে গলসির মোহরা গ্রামে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ওই বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। থানা সূত্রে খবর, ৯ বছর বয়সে বিধবা হওয়ার পরে তিনি বাপের বাড়িতেই থাকতেন। দু’দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার বিকেলে স্থানীয় একটি পুকুরে তাঁর দেহ দেখতে পেয়ে গ্রামবাসীরা পুলিশে খবর দেন। বৃদ্ধার ভাইপো তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। |
|