আয়লা-ধ্বস্ত সুন্দরবন বাঁধ নির্মাণে জমিহারাদের চাকরি
কী ভাবে, ধন্দে রাজ্য
মিহারা লক্ষাধিক পরিবারের লক্ষাধিক মানুষ কোন পথে চাকরি পাবেন? টাকাই বা কোথা থেকে আসবে?
উত্তর এখনও জানা নেই। তবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণামতো আয়লা-বিধ্বস্ত সুন্দরবনে বাঁধ তৈরির জন্য জমিহারা প্রতি পরিবারের এক জনকে চাকরি দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। ফাইল তৈরি হয়েছে। সেচ, ভূমিসংস্কার ও অর্থ দফতর মিলে এ ব্যাপারে পরিকল্পনা তৈরি করবে।
২০০৯-এর ২৫ মে কালান্তক ঘূর্ণিঝড় আয়লা এসে ছারখার করে দিয়েছিল সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল। দু’বছর পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত এলাকায় বাঁধ মেরামতি শুরু হয়নি। গত মে মাসে রাজ্যে নতুন সরকার গঠনের পরে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আয়লা-বিধ্বস্ত সুন্দরবনে বাঁধ মেরামতির জন্য যাঁরা জমি দেবেন, তাঁদের পরিবারপিছু এক জনকে চাকরি দেবে রাজ্য। সেই অনুযায়ী সরকারি ফাইল তৈরি হয়। চাকরি দেওয়ার পথ খুঁজতে ওই ফাইল ইতিমধ্যে তিন দফতরে ঘোরাফেরা করেছে। সমাধান-সূত্র বেরোয়নি।
সমস্যাটা ঠিক কোথায়?
সরকারি নিয়ম অনুযায়ী, জমিহারাদের চাকরির ব্যবস্থা রয়েছে ‘এক্সেমপটেড ক্যাটিগরি’-তে। একটিমাত্র প্রকল্পের জন্য লক্ষাধিক মানুষের চাকরি এতে কী ভাবে সম্ভব, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন তুলেছে অর্থ দফতরও। অন্য দিকে সেচ দফতরের হিসেব মোতাবেক, বাঁধের জন্য ১৪ হাজার একর জমি অধিগ্রহণ করতে হবে। ভূমি দফতরের এক কর্তার বক্তব্য, পশ্চিমবঙ্গে এক একরের মালিক গড়ে ১০-১৫ জন। (সিঙ্গুরের ক্ষেত্রেও সংখ্যাটা তাই)। তার মানে, ১৪ হাজার একর অধিগ্রহণ করতে হলে প্রায় দেড় লক্ষ জমিহারা পরিবারের কমর্সংস্থান করতে হবে। কিন্তু শ্রম দফতরের বর্তমান বিধি মেনে অত লোককে কী করে চাকরি দেওয়া যাবে?
মহাকরণের খবর: এই মুহূর্তে সেচ ও ভূমি দফতরে বহু পদ খালি। তবে সেগুলোয় জমিহারাদের নিয়োগ করা যাবে কি না, তা নিয়ে ঘোরতর সংশয় রয়েছে। প্রশাসনের একাংশের মতে, সুন্দরবনে সেচ, বন, শিক্ষা-সহ বিভিন্ন দফতর কাজ করে। সেখানে জমিহারাদের কাজের সুযোগ তৈরি হতে পারে। কিন্তু সে ক্ষেত্রেও যোগ্যতা ও নিয়মের প্রশ্ন উঠেছে।
তা হলে সুরাহা কী? রাজ্যের শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, “এ ব্যাপারে এখনও কোনও নীতি তৈরি হয়নি। তবে আমার ধারণা, বাঁধ মেরামতির প্রকল্পটি অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ হওয়ায় ‘বিশেষ ঘটনা’ (স্পেশ্যাল কেস) হিসেবে চাকরির ব্যবস্থা করা যেতে পারে। শিলদার বেলায় যেমনটা হয়েছে। শিলদার ইএফআর ক্যাম্পে মাওবাদী হানায় নিহত ২৪ জওয়ানের পরিবারের এক জনকে আগের সরকার চাকরির দিয়েছে ‘স্পেশ্যাল কেস’ হিসেবে।” কিন্তু ঘটনা হল, স্পেশ্যাল কেসের ক্ষেত্রেও সুন্দরবনের ক্ষতিগ্রস্তদের বিপুল সংখ্যাটাই সমস্যা।
আয়লা-বিধ্বস্ত সুন্দরবনে বাঁধ সারাইয়ের জন্য আগের সরকারের তৈরি প্রকল্পে স্থির হয়েছিল, সুন্দরবন পুনর্গঠনে মোট ৭৭৮ কিলোমিটার বাঁধ বানানো হবে। অধিগ্রহণ করতে হবে ১৪ হাজার একর জমি। মোট খরচ ধরা হয় ৫০৩২ কোটি টাকা। প্রকল্পটির জন্য গত দুই অর্থবর্ষে কেন্দ্র দিয়েছে ৫২৫ কোটি টাকা, রাজ্য ১০৭ কোটি টাকা।
অর্থাৎ কাজ শুরুর পক্ষে পর্যাপ্ত টাকা রাজ্য সরকার ও দুই ২৪ পরগনা জেলা প্রশাসনের কাছে মজুত রয়েছে। কিন্তু জমি-জটে আটকে রয়েছে প্রকল্প। গত দু’বছরে অধিগ্রহণ হয়েছে মাত্র ১৪০ একর। ফলে বাঁধ মেরামতি শুরু হয়নি। সেচমন্ত্রী মানস ভুঁইয়ার অবশ্য দাবি, “জমি হাতে পেলে নভেম্বরেই কাজ শুরু করে দেব। কারণ, প্রকল্পের টাকা হাতে আছে।” অন্য দিকে ভূমি দফতরের বক্তব্য: এখন থেকে এক ইঞ্চি জমি অধিগ্রহণ করতে হলেও তা রাজ্য মন্ত্রিসভায় অনুমোদন করাতে হবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সেচ দফতর এখনও অধিগ্রহণের কোনও প্রস্তাব মন্ত্রিসভায় পাঠায়নি।
ফলে পুরো বিষয়টা ঝুলে আছে। সরকারের এক মুখপাত্র এ-ও জানাচ্ছেন, নতুন সরকারের জমি-নীতি এবং চাকরি দেওয়ার ঘোষণায় প্রকল্পের খরচ অনেকটা বেড়ে যাবে। ওই বাড়তি ব্যয়ের দায় কোন দফতর নেবে, তা-ও চূড়ান্ত হয়নি।
তবে সকলেরই আশা, চাকরি দেওয়ার কথা মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করেছেন, তখন তিনি নিশ্চয়ই কোনও পথ বাতলাবেন।
Previous Story Rajya Next Story


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.