টুকরো খবর

মন্দির ও এক্সচেঞ্জে দুষ্কৃতী হানা
বড়জোড়া ও গঙ্গাজলঘাটি- পাশাপাশি দু’টি থানা এলাকায় বৃহস্পতিবার রাতে চুরির ঘটনা ঘটেছে। বড়জোড়া চৌমাথার কাছে, স্থানীয় বাজার কমিটির কালী মন্দিরের দরজার দু’টি তালা ভেঙে বিগ্রহের অলঙ্কার ও বাসনপত্র নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। অন্য দিকে, গঙ্গাজলঘাটি থানার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে বিএসএনএলের টেলিফোন এক্সেচেঞ্জের অফিসের গ্রিল খুলে কয়েক হাজার টাকার তামার তার চুরি করে দুষ্কৃতীরা। দুটি ক্ষেত্রেই পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। বড়জোড়ায়, বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কের পাশে, বড়জোড়া থানা থেকে কয়েকশো মিটার দূরে কালীমন্দিরে চুরির ঘটনা শুক্রবার সকালে জানা যায়। মন্দিরের পূজারী ভজন নিয়োগী বলেন, “বৃহস্পতিবার রাত প্রায় ৯টায় মন্দিরের দরজায় দু’টি তালা ঝুলিয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম। সকাল প্রায় সাড়ে ছ’টায় মন্দির খুলতে গিয়ে দেখি তালা দু’টি ভাঙা। দরজা খোলা রয়েছে।” তাঁর অভিযোগ, “বিগ্রহের সোনার হার, ২টি টিকলি, ৩টি চোখ ও রূপোর ২টি মুকুট, ২ জোড়া নূপুর, রূপোর সাপ এবং তামা ও কাঁসার বাসনপত্র চুরি গিয়েছে।” তাঁর হিসেবে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের সামগ্রী চুরি গিয়েছে। এই ঘটনায় বড়জোড়া বাজার সমিতিও ক্ষুব্ধ। সমিতির সম্পাদক দীপক লাইয়ের অভিযোগ, “কাছেই থানা। রাস্তার উপরে রাতে পুলিশের টহল থাকার কথা। তা সত্ত্বেও মন্দির থেকে এত অলঙ্কার ও বাসনপত্র চুরি গেল কীভাবে?” মেজিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ‘সুরক্ষিত এলাকার’ ভিতরে বিএসএনএলের টেলিফোন এক্সচেঞ্জের ভিতরেও চুরির ঘটনায় সেই একই ‘নিরাপত্তাহীনতার’ প্রশ্ন উঠেছে। ওই এক্সচেঞ্জের জেটিও অনুরাগ পাশোয়ালের অভিযোগ, “এ দিন সকালে দেখা যায়, একটি জানলার গ্রিল খোলা। ভিতরে রাখা প্রায় ২০০ মিটার তামার মোটা তার চুরি গিয়েছে। ঘটনার কথা পুলিশকে জানিয়েছি।” বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রজা বলেন, “বড়জোড়ার ওই এলাকায় রাতে পুলিশের টহল থাকে। তবে, পুলিশ অন্যত্র টহল দেওয়ার সময় চুরি হয়ে থাকতে পারে। অভিযোগ পুলিশ খতিয়ে দেখছে।”

দুর্ঘটনায় জখম, পথ অবরোধ
দ্রুতগামী গাড়ির ধাক্কায় জখম হল দুই স্কুল ছাত্র। শুক্রবার সকাল প্রায় ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে, ছাতনা থানার চিনাবাড়ি উপরডিহি প্রাথমিক স্কুলের সামনে, বাঁকুড়া-পুরুলিয়া রাস্তায়। স্থানীয় বাসিন্দারা ওই দুই ছাত্রকে উদ্ধার করে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ধাক্কা মারার পর পুরুলিয়ামুখী গাড়িটি পালায়। গাড়িটির চালককে গ্রেফতার এবং ওই এলাকায় হাম্প তৈরির দাবিতে বাসিন্দারা ঘটনার পর থেকে প্রায় চার ঘণ্টা পথ অবরোধ করেন। পরে, পুলিশের আশ্বাসে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কমলপুর নেতাজি হাইস্কুলের চার জন ছাত্র সাইকেলে ওই রাস্তা ধরে স্কুলে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা গাড়িটি তাদের ধাক্কা মেরে চম্পট দেয়। রাস্তার উপরে ছিটকে পড়ে বিনয় পরামানিক ও তার সহপাঠী রাজেশ পতি। তবে, বিনয়ের পায়ের উপর দিয়ে গাড়িটির চাকা চলে যাওয়ায় সে গুরুতর চোট পায়। দুজনের বাড়ি স্থানীয় আমলাতোড়া গ্রামে। দুজনেই ষষ্ঠ শ্রেণির ছাত্র। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ফুটবল প্রতিযোগিতা
বাঁকুড়া পুরসভার উদ্যোগে শুক্রবার থেকে বাঁকুড়া স্টেডিয়ামে আন্তঃ ওয়ার্ড বাঁকুড়া পুরসভা চ্যালেঞ্জ ট্রফির খেলা শুরু হল। এ দিন প্রথম ম্যাচে ১৮ ও ১৬ নম্বর ওয়ার্ডের মধ্যে জয়ী হয় ১৬ নম্বর ওয়ার্ড। পরের ম্যাচে ৮ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে জয়ী হয় ২১ নম্বর ওয়ার্ড। উদ্ধোধন করেন পুরপ্রধান শম্পা দরিপা। তিনি বলেন, “এই শহরের ছেলেদের মধ্যে ভাল ফুটবল প্রতিভা রয়েছে। তাঁদের তুলে আনার জন্য আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি। শহরের ২৩ টি ওয়ার্ডের খেলা হবে।” ম্যাচগুলির সহযোগিতা করছে বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থা। আগামী ৬ অগস্ট এই স্টেডিয়ামেই চূড়ান্ত ম্যাচ হবে।
Previous Story Purulia Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.