সংস্কৃতি যেখানে যেমন
|
• পুরুলিয়া জেলা বিজ্ঞানকেন্দ্রের উদ্যোগে গত ১৭ জুলাই কেন্দ্রের প্রেক্ষাগৃহে হয়েছে বিজ্ঞান ভিত্তিক নাটক প্রতিযোগিতা। জেলার মোট ৮টি নাটক দল প্রতিযোগিতায় যোগদিয়েছিল। জেলা বিজ্ঞানকেন্দ্রের শিক্ষা আধিকারিক কনিষ্ক চক্রবর্তী জানিয়েছেন, প্রতিযোগিতায় প্রথম হয়েছে পুরুলিয়া নজরুল বালিকা বিদ্যালয়। |
|
নির্যান নাটকের দৃশ্য |
তাদের প্রযোজনা ছিল বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে নাটক ‘নির্যান’। দ্বিতীয় হয়েছে পুরুলিয়া বাবলিং বাডস স্কুল। তাদের প্রযোজনা ছিল বৃক্ষ সংরক্ষণ ও বিশ্ব উষ্ণায়ন নিয়ে নাটক ‘পিঁড়ি পিঁড়ি একই সিঁড়ি’। আর তৃতীয় হয়েছে হুটমুড়া হরিমতি বালিকা উচ্চ বিদ্যালয়। তাদের নাটক ছিল অপ্রচলিত ও চিরাচরিত শক্তি নিয়ে নাটক ‘শক্তির কড়চা’।
|
• জেলাশাসকের পরিদর্শন উপলক্ষে বিষ্ণুপুরের খড়িকাসুলি গ্রামে রাজ্য সরকারের ‘সুমঙ্গলম হোমে’ সম্প্রতি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল আবাসিকরা। ওই দিন হোমের দেওয়াল পত্রিকা ‘আরণ্যক’-এর সূচনা হয়। আবাসিকদের লেখায় সমৃদ্ধ পত্রিকাটির প্রশংসা করেন জেলাশাসক মহম্মদ গুলাম আলি আনসারি। উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের মহকুমা শাসক সুশান্ত চক্রবর্তী। আবাসিকরা নৃত্যানুষ্ঠান পরিবেশন করেন।
|
• পুরুলিয়া জগন্নাথ কিশোর কলেজের ৬৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার কলেজে স্মৃতিচারণ অনুষ্ঠান হয়েছে। স্মৃতিচারণ করেন অধ্যক্ষ শ্রীনিবাস মিশ্র, প্রাক্তন অধ্যাপক মৃগাঙ্ক মৌলি উপাধ্যায় এবং বর্তমান অধ্যক্ষ আবু সুফিয়ান। অনুষ্ঠানে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে শীর্ষস্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। |
|