জেলা রেশন ডিলার এবং ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আড়াই লক্ষ ভুয়ো রেশনকার্ড চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক সোমিত্র মোহন। শুত্রবার সাংবাদিক বৈঠকে জেলাশাসক বলেন, “এ ব্যাপারে রেশন ডিলার ও ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের সহযোগিতা চাওয়া হয়েছিল। ১৫ জুালাই থেকে এই অভিযান চালানো হয়। আগামী ২৬ জুলাই ভুয়ো রেশনকার্ডদের তালিকা প্রশাসনের হাতে তুলে দেবেন।” এই অভিযান চলবে বলে জেলাশাসক জানিয়েছেন। রেশন ডিলার অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক রবিলাল দাস অবশ্য বলেন, “ভুয়ো কথাটিতে আমাদের আপত্তি আছে।” তাঁর দাবি, “জেলার জনসংখ্যা অনুপাতে রেশন গরাহকদের সংখ্যা ঠিকই আছে। তবে কিছু ক্ষেত্রে মৃত সদস্যের হয়ে ওই সব পরিবারের লোকেরা রেশন তুলতেন। প্রশাসনের চাপে আমরা সেগুলিকে খুঁজে বের করার চেষ্টা করেছি।”
|
এলাকার দুঃস্থ অসহায় পরিবারকে সদস্যদের এক বেলা খাবারের সুনিশ্চিত করতে শুক্রবার নলহাটি ১ পঞ্চায়েত সমিতির বাউটিয়া পঞ্চায়েতে সহায় প্রকল্প চালু করল ব্লক প্রশাসন। নলহাটি ১ ব্লকের বিডিও অচিন্ত্য সিংহ বলেন, “পঞ্চায়েত সমিতির ৯টি পঞ্চায়েতের মধ্যে ইতিমধ্যে ৮টি পঞ্চায়েতে এই প্রকল্প চালু হয়েছে। বাকি ১টি পঞ্চায়েতে খুব শীঘ্রই চালু করা হবে।”
|
মিড-ডে মিল কেমন চলছে তা দেখতে শুক্রবার মারপুরহাট ১ ব্লকের মাসড়া পঞ্চায়েত এলাকায় ১৬টি প্রাথমিক স্কুল ও ২টি হাইস্কুলে যান কেন্দ্রীয় পর্যববেক্ষক দল। রান্নার মান, পড়ুয়াদের উপস্থিতি, পানীয়জলের ব্যবস্থা খতিয়ে দেখছেন তাঁরা। |