টুকরো খবর

পার্থের ফোনে চাকরি ফেরত ৩৫ প্রতিবন্ধীর
কিছু দিন কাজ করানোর পরে একটি বহুজাতিক সংস্থা ৩৫ জন প্রতিবন্ধী যুবককে বসিয়ে দিয়েছিল। শুক্রবার নিজে ওই সংস্থার সঙ্গে কথা বলে তাঁদের চাকরি ফিরে পাওয়ার ব্যবস্থা করলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ দিন দুপুরে একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাত ধরে ওই মূক-বধির যুবকেরা মহাকরণে পৌঁছন। দোতলার করিডরে শিল্পমন্ত্রীর সঙ্গে তাঁদের দেখা হয়। প্রতিবন্ধীদের কষ্ট শুনেই পার্থবাবু তাঁদের ঘরে ডাকেন। সোনারপুরের ওই বহুজাতিক সংস্থায় চাকরি করতেন ওই যুবকেরা। অভিযোগ শুনে ওই সংস্থার এক কর্তাকে মহাকরণে নিজের ঘর থেকে ফোন করেন শিল্পমন্ত্রী। সংস্থার কর্তা মন্ত্রীকে জানান, ওই যুবকদের প্রশিক্ষণের অভাব আছে। প্রশিক্ষণের সময় ওই মূক ও বধির যুবকদের বোঝানোয় সমস্যা দেখা দিচ্ছে। ফোন ধরে রেখে প্রশিক্ষণের ব্যাপারে স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক তথা মূক-বধিরদের শিক্ষকের সঙ্গে কথা বলেন পার্থবাবু। ওই শিক্ষক এই যুবকদের প্রশিক্ষণের দায়িত্ব নেবেন বলে শিল্পমন্ত্রীকে জানান। শিল্পমন্ত্রী সংশ্লিষ্ট বহুজাতিক সংস্থাকে তা জানিয়েও দেন। পার্থবাবু বলেন, “ওই সংস্থা এই যুবকদের চাকরিতে ফিরিয়ে নেবে বলে আমাকে জানিয়েছে। সেই অনুসারে তাঁরা ফের কাজে যোগ দেবেন।” পরে পার্থবাবু ওই যুবকদের নিজের ঘরে বসিয়েই চা খাওয়ান। আপ্যায়নে আপ্লুত হয়ে পড়েন তাঁরা।

কুলপিতে রেশন ডিলার বরখাস্ত
বিপিএল তালিকাভুক্তদের চাল কম দেওয়ার অভিযোগে এক রেশন ডিলারকে বরখাস্ত করেছে ডায়মন্ড হারবার মহকুমা খাদ্য নিয়ামক। দক্ষিণ ২৪ পরগনার কুলপির শ্যামপুর গ্রামের পারুল বালা পাইক নামে ওই ডিলারকে গত ২০ জুলাই বরখাস্ত করা হয়। জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রেশন ডিলারের বিরুদ্ধে দিন কয়েক আগে বিপিএল কার্ডধারীদের কম চাল দেওয়ার অভিযোগ করেন গ্রামবাসীরা। অভিযোগ পাওয়ার পরে তদন্তে নেমেছিলেন মহকুমা খাদ্য নিয়ামক। তদন্তে রেশন ডিলারের কারচুপির বিষয়টি ধরা পড়ে। মহকুমা খাদ্য নিয়ামক সুচন্দন সমাদ্দার বলেন, “এ ব্যাপারে বিস্তারিত তদন্তের জন্য ওই রেশন ডিলারকে বরখাস্ত করা হয়েছে।’’

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে শ্যামনগরের ব্যানার্জিপাড়া-বটতলায়। মৃতের নাম সমীর চৌধুরী (৩৪)। তিনি নতুনগ্রাম এলাকার বাসিন্দা। দমকল গিয়ে দেহটি উদ্ধার করে। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।

গাড়ির ধাক্কায় মৃত্যু
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যবসায়ীর। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার ট্যাঁটরায়। পুলিশ জানিয়ছে, দেবপ্রসাদ পাল (৪২) নামে ওই ব্যবসায়ীর বাড়ি হাসনাবাদের ভেবিয়া কদমতলা এলাকায়। চালক পলাতক।

ট্রাকের ধাক্কায় মৃত্যু
মিনি ট্রাকের ধাক্কায় মৃতু্যু হল এক সাইকেল আরোহীর। শুক্রবার সকালে অশোকনগর থানার শেরপুর মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তি দুলাল পাল (৪৫) কলকাতায় একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তাঁর বাড়ি স্থানীয় ভাটশালা এলাকায়।

প্রচুর গাঁজা উদ্ধার
পাটখেত থেকে প্রচুর গাঁজা উদ্ধার করল বিএসএফ। বুধবার রাত ১১টা নাগাদ বিএসএফের ৩৬ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা বনগাঁয় রামচন্দ্রপুরে একটি পাটখেত থেকে ওই গাঁজা উদ্ধার করে। বৃহস্পতিবার তা বনগাঁ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ এবং বিএসএফ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ১ কুইন্টাল ৩০ কিলোগ্রাম। মূল্য সাড়ে ৬ লক্ষ টাকা।

উন্নয়ন বোর্ড গঠন
সুন্দরবন উন্নয়ন পর্ষদের প্রতিমন্ত্রী শ্যামল মণ্ডল শুক্রবার একটি উন্নয়ন বোর্ড গঠন করেন। তিনি জানান, এই বোর্ড সুন্দরবনের যাবতীয় উন্নয়ন মূলক কাজের দেখভাল করবে। বোর্ডের মোট সদস্যসংখ্যা ৩৩। বোর্ডের চেয়ারম্যান হয়েছেন সাগরের বিধায়ক বঙ্কিম হাজরা এবং ভাইস চেয়ারম্যান পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা। বোর্ডের সদস্যদের মধ্যে রয়েছেন কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়ও।

পথ অবরোধ
অটোচালকদের দৌরাত্ম্যের প্রতিবাদে নিত্যযাত্রীরা অবরোধ করলেন সোনারপুর-হরিনাভি মোড়ে। পুলিশ জানায়, শুক্রবার সকালে আধঘণ্টার অবরোধে দীর্ঘক্ষণ যান-চলাচল বিপর্যস্ত হয়। অভিযোগ, বহু অটোচালক বারুইপুর-গড়িয়া রুটটি দু’ভাগ করে নিয়েছেন। ফলে দু’বার ভাড়া দেওয়ার পাশাপাশি গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে যাত্রীদের।

ধৃত ৮
সোদপুরের স্বদেশি মোড়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া আট দুষ্কৃতীকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, একটি টাটা সুমোয় কয়েক জন যুবককে দেখে সন্দেহ হয়। তল্লাশি চালাতেই ধরা পড়ে দুষ্কৃতীরা। তাদের কাছে পাইপগান, ধারালো অস্ত্র মিলেছে।
Previous Story South Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.