গুলিবিদ্ধ বালক ও তরুণী |
ক্যানিংয়ে কংগ্রেসের উপরে হামলায় অভিযুক্ত তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
জমি-জায়গা নিয়ে গোলমালের জেরে কংগ্রেসের লোকজনের উপরে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের হাটপুকুরিয়া গ্রামে। জখম হয়েছেন ৩ জন। তাঁদের মধ্যে গুলি লেগেছে দু’জনের।
|
|
--নিজস্ব চিত্র। |
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এলাকার একটি জমির দখল নিয়ে দু’পক্ষের বিবাদ চলছিল কিছু দিন যাবত। তারই সূত্র ধরে এ দিন যুব কংগ্রেসের ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের সভাপতি ইউসুফ ঘরামিকে তৃণমূলের কিছু লোক মারধর করে বলে অভিযোগ। তাঁকে বাঁচাতে ছুটে আসেন আশপাশের লোকজন। সে সময়ে স্থানীয় এক তৃণমূল নেতা সঙ্গী-সাথীদের নিয়ে বোমা-গুলি ছুড়তে থাকেন বলে অভিযোগ। নুর হোসেন নামে বছর চোদ্দোর এক বালক এবং সেরিনা খাতুন নামে এক তরুণীর গুলি লাগে। তাদের ভর্তি করা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে। ইউসুফের চিকিৎসা চলছে ক্যানিংয়েই। কংগ্রেসের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।কংগ্রেস নেতা অর্ণব রায় বলেন, “একটি জমির দখল নিতে চেয়েছিল তৃণমূলের লোকজন। আমাদের দলের ছেলেরা বাধা দেওয়ায় পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে।” কংগ্রেস নেতার আক্ষেপ, “রাজ্যে জোট সরকার চলছে। অথচ নিচুতলার কংগ্রেস কর্মীরা তৃণমূলের হাতে আক্রান্ত হচ্ছেন। এটা অত্যন্ত লজ্জার ও দুঃখের।” |
|
এই ঘটনার প্রতিবাদে আজ, শনিবার জয়নগর লোকসভা কেন্দ্র এলাকায় (ক্যানিংও এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত) ‘কালাদিবস’ পালনের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই লোকসভা কেন্দ্রের যুব কংগ্রেস সভাপতি ইব্রাহিম মোল্লা। জখম কংগ্রেস নেতাকে দেখতে দলের সাংসদ মৌসম বেনজির নুর শনিবার ক্যানিংয়ে আসবেন বলেও জানিয়েছেন ইব্রাহিম।
ক্যানিং ১ ব্লক তৃণমূল সভাপতি শৈবাল লাহিড়ি অবশ্য বলেন, “ঘটনাটি অরাজনৈতিক। এর সঙ্গে আমাদের দলের কেউ জড়িত নয়।” জমি-জায়গা নিয়ে বিবাদের জেরেই গোলমাল বলে জানিয়েছেন তিনি। |
|