দক্ষিণ কলকাতা: বেহালা
পুর উদ্যোগ |
কর সংগ্রহ কেন্দ্র |
স্বপন দাস |
পাল্টে গেল বড়িশা মার্কেটের মাটির নীচের তলটি। নোংরা, জল জমে থাকা মশার আঁতুর এখন ঝাঁ-চকচকে কর সংগ্রহ কেন্দ্র।
ঠিক ছিল একই ছাদের তলায় সব্জি থেকে আসবাব সবই পাওয়া যাবে। পরিকল্পনা অনুযায়ী মাটির নীচেও একটি তল তৈরি হয়েছিল। প্রথমে ঠিক হয়েছিল সেখানে কাঁচা বাজার বসবে। তা হয়নি। পরে ঠিক হয় ওখানে শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম হবে।
|
|
তা-ও হয়নি। বেহালা ট্রাম ডিপোর কাছে ডায়মন্ড হারবার রোডের হকারদের পুনর্বাসন দেওয়ার কথাও ভাবা হয়েছিল। হকাররা রাজি না হওয়ায় সেই পরিকল্পনাও বাস্তবায়িত হয়নি।
দীর্ঘ দিন রক্ষণাবেক্ষণের অভাবে তলটি বেহাল দশায় পড়েছিল। নিকাশির জল ঢুকে জমে থাকত। মশার আঁতুরও হয়ে উঠেছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সব মিলিয়ে চরম অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছিল। অবশেষে কলকাতা পুরসভার উদ্যোগে এখন ওই তলটির অন্য চেহারা। তৈরি হয়েছে একটি অত্যাধুনিক কর সংগ্রহ কেন্দ্র। এখানে ১২টি কাউন্টারে কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থায় বরো ১৩ ও বরো ১৪-র ৯টি ওয়ার্ডের কর সংগ্রহ করা হবে। নেওয়া হবে অন্যান্য পাওনায়।
|
|
বরো ১৪-র চেয়ারম্যান তৃণমূলের মানিক চট্টোপাধ্যায় বলেন, “ওই জায়গাটি দীর্ঘ দিন ব্যবহার না হওয়ার জন্য খারাপ অবস্থায় ছিল। পুরসভা ওখানে অত্যাধুনিক কর সংগ্রহ কেন্দ্র তৈরির পরিকল্পনা করে। এখন বরো অফিসে দীর্ঘ ক্ষণ লাইনে দাঁড়িয়ে বাসিন্দাদের কর দিতে হয়। নতুন কেন্দ্র চালু হলে দুর্ভোগ
অনেকটাই কমে যাবে। এসে টোকেন নেবেন। ডিসপ্লেতে নম্বর উঠলে কর দেবেন। বসার জায়গাও করা হচ্ছে।”
|
ছবি: পিন্টু মণ্ডল |
|