|
|
|
|
ফার্গুসনকে সতর্ক করছেন টটেনহ্যাম কোচ |
রূপায়ণ ভট্টাচার্য • জোহানেসবার্গ |
ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের মেসো-র বিশ্বাস, ইংল্যান্ডে খেলতে এলে মারাদোনার জামাই সবাইকে টপকে সুপারস্টার হয়ে যেতে পারেন!
ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের মানসপিতার মনে হচ্ছে, ‘বিগ বস’ এ বার আর তুড়ি মেরে ইংলিশ প্রিমিয়ার লিগ জিততে পারবেন না। “পাঁচ-ছ’টা দল এ বার সমান শক্তিশালী।”
ল্যাম্পার্ডের মেসো ও মানসপিতাটটেনহ্যাম হটস্পারের বিখ্যাত কোচ হ্যারি রেডন্যাপ। বিগ বসঅ্যালেক্স ফার্গুসন। মারাদোনার জামাই কে তো সবাই জেনে গিয়েছেসের্গেই আগুয়েরো।
বিশ্বকাপের গন্ধমাখা কয়েকটা বিজ্ঞাপন এখনও রয়ে গিয়েছে জোহানেসবার্গ বিমানবন্দরে। রাস্তায়। মহাত্মা গাঁধী স্কোয়ার ও ম্যান্ডেলা স্কোয়ারে। শুধু শহরের দুটো বিশ্বকাপ স্টেডিয়ামের খরচ তুলতে নাম বদলে দিতে হয়েছে। ফার্স্ট ন্যাশনাল ব্যাঙ্ক আর কোকাকোলা স্টেডিয়াম। চোখে বড় লাগছে দেখতে। বুকেও।
ফাইনাল যেখানে হয়েছিল, সেই স্টেডিয়াম এখন দর্শনার্থীরা টিকিট কেটে দেখতে আসছে। এত ঝকঝকে-তকতকে, মনে হচ্ছে, বিশ্বকাপটা আগের জুলাইয়ে হয়নি। পরের বছর জুলাইয়ে হবে। ট্যুর গাইড মধ্যবয়স্ক ইফ্রেম আমাদের ফাঁকা সকার সিটি স্টেডিয়াম দেখাতে দেখাতে বললেন, “ইনিয়েস্তার একটা মূর্তি স্টেডিয়ামের বাইরে বসানো হচ্ছে। ফাইনালে গোল করার জন্য।” |
|
ইনিয়েস্তা-জাভিকে কোথায় পাবে? এই জুলাইয়ে জো’বার্গ মেতে রয়েছে লুকা মডরিচ, রাফায়েল ফান ডার ভার্ট, পিটার ক্রাউচদের টটেনহ্যামকে নিয়ে। বিমানবন্দরে কাস্টমস দফতরের গেটেই ঝুলছে টটেনহ্যাম ফুটবলারদের ছবি। ভোডাকম টুর্নামেন্ট খেলতে যাঁরা দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকান প্রতিপক্ষ অরল্যান্ডো পাইরেটসের সঙ্গে ফাইনালের আগে ম্যাচ নিয়ে কথা বলবেন কী, হ্যারি রেডন্যাপকে শুধু ইপিএল নিয়েই প্রশ্ন।
ইপিএলের সবচেয়ে আলোচিত চরিত্র, চারটে ক্লাবের টানাটানির কেন্দ্র লুকা মডরিচ কী করবেন?
আগুয়েরো কি টটেনহ্যামে আসবেন? না ম্যাঞ্চেস্টার সিটিতে?
আদেবায়োরের অর্থের দাবি শুনে টটেনহ্যাম কোচ কতটা হতাশ?
শহরের অন্য প্রান্তে এলিস পার্ক স্টেডিয়াম। সেখানকার কনফারেন্স হলে আগুয়েরোর নামটা শুনেই টটেনহ্যাম কোচ বলে দিলেন, “অত টাকা দিয়ে ওকে নিতে পারব না আমরা। অনেক টাকা দাম ওর। ম্যাঞ্চেস্টার সিটির মতো টিম হলে পারতে পারে।” তার পরে মডরিচ প্রসঙ্গ: “ওকে ৩৫ মিলিয়নেও অন্য ক্লাবকে বিক্রি করা উচিত নয়। ওর আরও দাম হওয়া উচিত। আমি হলে ওকে ছাড়ব না। তবে এটা দেখবেন চেয়ারম্যান। এখন পরিস্থিতি লুকার পক্ষেও কঠিন। টটেনহ্যামের পক্ষেও।”
সাংবাদিক সম্মেলন শেষ করে মাঠের দিকে যাচ্ছেন সিড়ি দিয়ে নামতে নামতে। সেখানে ধরলে রেডন্যাপ বললেন, “ফার্গুসনের পক্ষে এ বার লিগের লড়াইটা অনেক কঠিন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে চেলসি, ম্যাঞ্চেস্টার সিটি, লিভারপুল, টটেনহ্যাম, আর্সেনালছটা টিম এখন সমান মানের। যে কেউ জিততে পারে।” কিন্তু অতীত ইতিহাসের বিচারে সেরা টটেনহ্যাম তো এখন চার-পাঁচে থাকলে খুশি। বলে দেখলাম, রেডন্যাপ চটলেন না। বোঝা গেল, কেন তিনি প্রিমিয়ার লিগের সবচেয়ে ঠান্ডা মাথার কোচের এক জন। অচেনা সাংবাদিকেরও কাঁধে হাত রেখে বলেন, “টটেনহ্যাম আর সম্প্রতি কবে চ্যাম্পিয়ন হয়েছে? একটা জায়গা ধরে রাখছে।”
প্রিমিয়ার লিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার কে হতে পারেন? প্রশ্ন করি এবং দেখা যায়, রেডন্যাপ অনেকক্ষণ ধরে ভাবছেন। রুনি, তোরেস, সুয়ারেজ, ফান পার্সিকার নাম বলবেন, ভাবছি। রেডন্যাপ একটাই নাম করলেন চমকে দিয়ে, “ইংল্যান্ডে খেলতে এলে আগুয়েরোই সুপার হিরো হয়ে যেতে পারে। ওর খেলার স্টাইল ইংল্যান্ডে মানাবে।”
একেবারে ফুটবল পরিবারের লোক এই হ্যারি রেডন্যাপ। ছেলে জেমি টটেনহ্যাম, লিভারপুলের সঙ্গে ইংল্যান্ডেও খেলেছেন। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের প্রয়াত মা প্যাট্রিসিয়া আর রেডন্যাপের স্ত্রী সান্দ্রা আবার যমজ বোন। ল্যাম্পার্ডের বাবা ইংল্যান্ডের হয়ে খেলেছেন। ল্যাম্পার্ড নিজে ওয়েস্টহ্যাম ইউনাইটেডে রেডন্যাপের হাতে গড়া। মানসপুত্রকে নিয়ে প্রশ্ন করলে দেখা গেল, রেডন্যাপের তাঁর উপরে এখনও অগাধ আস্থা। রেডন্যাপ বলে গেলেন, “কেন নয়? এখন অনেক ভাল জায়গায়। ইংল্যান্ড টিমেও দাপটে খেলবে।”
প্রিমিয়ার লিগ শুরুর আগে বাক্সপ্যাঁটরা নিয়ে দলগুলো বেরিয়ে পড়ছে বিভিন্ন শহরে। রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, ম্যাঞ্চেস্টার সিটি আমেরিকায়। চেলসি, লিভারপুল মালয়েশিয়ায়। অ্যাস্টন ভিলা হংকংয়ে। টটেনহ্যাম এ শহরে। বার্সেলোনা কর্তারা সেপ্টেম্বরে ভারতে বিপণনের কাজে আসছেন। টটেনহ্যামের কর্তাদের মাথাতেও আছে ভারত। ভারতে কবে এই ক্লাবগুলোকে খেলতে দেখা যাবে? প্রসঙ্গটা তুলতে হল না। টটেনহ্যাম কোচ নিজেই একটা কথা বলে হারিয়ে গেলেন স্টেডিয়ামের ভিড়ে। “আমাদেরও ভারতে এক দিন যেতে হবে।”
গলাটা খুব আন্তরিক। গত জুলাইয়ের বিশ্বকাপের সেই শীত এখন নেই এক বছর পরের জুলাইয়ে জো’বার্গে। উষ্ণতা একটু বেশি। সেই উষ্ণতাই যেন লেগে থাকল টটেনহ্যাম কোচের গলায়। |
|
|
|
|
|