|
|
|
|
আজ প্রাক বিশ্বকাপে ভারতের সামনে আমিরশাহি |
নবি-মেহতাবরা বলছেন, দুশো ভাগ তৈরি |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
২০১৪ বিশ্বকাপে যোগ্যতা অর্জনের অভিযানে ভারত নামছে আজ, শনিবার। আবু ধাবিতে প্রাক-বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্মান্দো কোলাসোর দলের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি।
ফিফা র্যাঙ্কিংয়ে ১১০ নম্বরে আমিরশাহি। ভারত ১৪৭। তবে কয়েক দিন আগেই ফিফা র্যাঙ্কিংয়ে আরও উঁচুতে থাকা কাতারকে (৯২) তাদের মাটিতেই আম্তর্জাতিক প্রস্তুতি ম্যাচে হারানোয় সুব্রত পাল-রহিম নবি-সুনীল ছেত্রী, ক্লাইম্যাক্স লরেন্সদের আত্মবিশ্বাস অনেকটাই ভাল জায়গায় থাকা উচিত। এখন পর্যন্ত আমিরশাহির সঙ্গে ৯ বার মুখোমুখি হয়েছে ভারত। জিতেছে মাত্র ২ বার। শেষ বার এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আমিরশাহির কাছে ০-৫ হারার নজির আছে ভারতের।
হতে পারে পরিসংখ্যান ঝুঁকে আমিরশাহির দিকেই। কাগজে-কলমেও দু’দলের মধ্যে বিস্তর তফাত। তবে কাতারের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর নবিদের মানসিকতাতেও কিন্তু স্পষ্ট পরিবর্তন। শুক্রবার আবু ধাবি থেকে ফোনে রহিম নবি সাফ বলে দিলেন, “আমরাই জিতব। বিপক্ষে কে আছে, তা নিয়ে বিন্দুমাত্র চিন্তা করছি না। কাতারের বিরুদ্ধে যে ফুটবলটা খেলেছিলাম, সেটা খেলতে পারলে আমাদের কেউ আটকাতে পারবে না।” |
ক্লাইম্যাক্স: প্রথম ম্যাচে নেতৃত্বে |
আত্মবিশ্বাসে টগবগ করছেন মেহতাব হোসেনও। ফোনে বললেন, “দু’শো শতাংশ তৈরি আমরা। এই ম্যাচটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। দলের প্রত্যেক ফুটবলার নিজের সেরাটা দিতে তৈরি।”
প্রাক-বিশ্বকাপের আগে দু’টো প্রস্তুতি ম্যাচের একটাতে জয়, অন্যটা ড্র। তাই শনিবারের আসল লড়াইয়ে জেতার ব্যাপারে তাঁর ফুটবলারদের মতোই আত্মবিশ্বাসী ভারতের কোচ কোলাসো। তাঁর কথায়, “সামান্য হলেও এগিয়ে সংযুক্ত আরব আমিরশাহি। তবে আমরাও চ্যালেঞ্জটার জন্য তৈরি। আমরা এখন স্বপ্নের ফুটবল খেলছি।” সঙ্গে |
|
যোগ করছেন, “প্রত্যেকটা ম্যাচ থেকে আমরা শিখছি, অভিজ্ঞতা অর্জন করছি। আমার দলটা নতুন। এরাই ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ। আমিরশাহি ম্যাচ খেলার জন্য ছেলেরা সবাই মুখিয়ে আছে। প্রচুর পরিশ্রমও করেছে। আমার বিশ্বাস, ওরা নিশ্চয়ই দেশকে গর্বিত করবে।”
কোলাসো এ-ও মনে করছেন, কাতারের বিরুদ্ধে ঐতিহাসিক জয় একেবারে ঠিক সময়ে এসেছে। ভারতের কোচ বলেছেন, “সংযুক্ত আরব আমিরশাহির মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামার আগে ওরকমই একটা শক্তিশালী দলের বিরুদ্ধে খেলে জিততে চাইছিলাম আমরা। কাতারও সংযুক্ত আরব আমিরশাহির থেকে কোনও অংশে কম নয়। ওদের আমরা একদম ঠিক সময় হারিয়েছি।”
আমিরশাহিও এখন ভারতকে হাল্কা ভাবে নিচ্ছে না। তাদের দলের কোচ স্রেকো কাতানেক স্লোভেনিয়া-আগত। তাঁর কথায়, “ভারতীয় দল বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে। ওদের বিরুদ্ধে ম্যাচটা কিন্তু সহজ হবে না।”
জাতীয় দলে কোলাসোর চালু রোটেশন পদ্ধতিতে শনিবারের প্রাক বিশ্বকাপ ম্যাচে ভারতের নেতা হচ্ছেন ক্লাইম্যাক্স লরেন্স। এখন দেখার সুনীল ছেত্রী আর সুব্রত পালের মতো ক্লাইম্যাক্সও ভারতকে সাফল্য এনে দিতে পারেন কি না?
এ দিকে এ দিন আবু ধাবিতেই মোহনবাগানের সঙ্গে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন সুনীল ছেত্রী। চুক্তির কাগজপত্র সেখানেই পাঠানো হয় তাঁর কাছে। |
শনিবারে
প্রাক বিশ্বকাপ ফুটবল-
ভারত: সংযুক্ত আরব আমিরশাহি
(আবু ধাবি, ভারতীয় সময় রাত ৯টা) |
|
|
|
|
|