মহিলার মৃত্যু, ভাঙচুর গাড়ি |
নিজস্ব সংবাদদাতা • জয়পুর |
গাড়ি থেকে পড়ে এক মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে হাওড়ার জয়পুরের কাসমলিতে উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় জনতা গাড়িটিকে ভাঙচুর করে। দীর্ঘ ক্ষণ দেহ আটকে বাসিন্দারা বিক্ষোভ দেখান। পুলিশ জানিয়েছে মৃতের নাম রিনা মালি (২৫)। বাড়ি কাসমলি পুকুরপাড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর ৩টে নাগাদ রিনাদেবী ওই ছোট গাড়িতে চড়ে কল্যাণপুরে আসছিলেন। এটি ছিল কুলিয়াঘাট-বাগনান রুটের গাড়ি। গাড়িটিতে ভিড় থাকায় রিনাদেবী পা-দানিতে দাঁড়িয়ে ঝুলতে ঝুলতে আসছিলেন। গাড়ির চালক জোরে ব্রেক কষেন। তারই ঝাঁকুনিতে রিনাদেবী পড়ে যান। আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয় বাসিন্দারা গাড়িটির উপরে চড়াও হন।
ঘটনার পরে পুলিশ আসতে বেশ দেরি করে। ফলে ঘাতক-গাড়ি এবং ওই মহিলার দেহ পুলিশের হাতে তুলে দিতে পারছিলেন না স্থানীয় মানুষ। সন্ধ্যা ৬টা নাগাদ পুলিশ আসার সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন। তাঁদের বক্তব্য, এত দেরি করে কেন পুলিশ এসেছে। একই সঙ্গে বেআইনি ভাবে যে সব ছোট গাড়ি যাত্রিবহণ করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। দেহটি তুলতে বাধাও দেন।
পরে পুলিশই বুঝিয়ে-সুঝিয়ে পরিস্থিতি সামাল দেয়। দেহটি উদ্ধার করে আনে। আটক করা হয় গাড়িটিকেও। উলুবেড়িয়ার এসডিপিও তন্ময় সরকার বলেন, “একই সময়ে জয়পুর থানা এলাকায় অন্য একটি দুর্ঘটনা হয়। সেখান থেকে ফিরে কাসমলিতে যেতে পুলিশের দেরি হয়।” বেআইনি ভাবে যাত্রিবহণ করার বিষয়ে তিনি বলেন, “ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে অভিযান শুরু করা হয়েছে। তা আরও জোরদার করা হবে।” |