প্রাক্তন এক কৃতী ছাত্রের দানে নতুন কলেবরে সেজে উঠল হুগলির মগরার ড্যামরা প্রাথমিক বিদ্যালয়। সম্প্রতি উদ্বোধন করা হল ওই বিদ্যালয়ের পুনর্নির্মিত ভবন। উদ্বোধন করেন হুগলি মহসিন কলেজের অধ্যক্ষ শুভ্র মুখোপাধ্যায়। স্কুল সূত্রের খবর, ড্যামরা প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয় ১৯৫৪ সালে। কালের নিয়মে জীর্ণ হয়ে পড়েছিল বিদ্যালয় ভবন। সেটি সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছিল। এই অবস্থায় এগিয়ে আসেন স্কুলেরই প্রাক্তন ছাত্র তথা খন্যানের ইটাচুনা বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোহনলাল ঘোষ। তিনি ওই গ্রামেরই বাসিন্দা। মোহনলালবাবু সাড়ে ৩ লক্ষ টাকা স্কুলকে দান করেন। ওই টাকাতেই নতুন করে তৈরি হয় স্কুলের ভবন। প্রধান শিক্ষক চঞ্চল দাস বলেন, “মোহনলালবাবু এগিয়ে আসায় মস্ত বড় চিন্তা দূর হয়ে গেল। ওঁর দান করা টাকায় তিনটি বড় ঘর তৈরি করা হয়েছে। মোহনলালবাবুর প্রতি আমরা কৃতজ্ঞ।” চঞ্চলবাবু জানান, মোহনলালবাবুর প্রয়াত বাবা রামকৃষ্ণ ঘোষ, মা গৌরীবালাদেবী এবং একমাত্র পুত্র শুভঙ্করের স্মৃতিরক্ষার্থে তিনি ওই দান করেছেন। প্রয়াত শুভঙ্করবাবুও কলেজ-শিক্ষক ছিলেন।
|
মাস খানেক আগে তৃণমূলের বিরুদ্ধে বাড়িতে হামলার অভিযোগ তুলে মহাকরণে সপরিবারে ধর্নায় বসেছিলেন আরামবাগের বাতানল গ্রামের বাসিন্দা সিপিএম সমর্থক তন্ময় বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে রাস্তায় তাঁকে এক তৃণমূল কর্মী নিগ্রহ করেন বলে থানায় অভিযোগ দায়ের করেছেন তন্ময়বাবু। পুলিশ জানায়, অভিযুক্ত চন্দ্রকান্ত ধক ওরফে চাঁদু পলাতক। আরামবাগের তৃণমূল বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা বলেন, “ঘটনাটির খোঁজ নেব। অন্যায় বরদাস্ত করা হবে না।” প্রসঙ্গত, তন্ময়বাবুর বাবা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় সিপিএমের আরামবাগ জোনাল কমিটির প্রাক্তন সদস্য। পরিবারটি সিপিএম সমর্থক। আর এ জন্যই তাঁদের বাড়িতে তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ। অন্য দিকে, ওই দিন বিকালে গোঘাটের কামারপুকুর ডাকবাংলো মোড়ে সিপিএমের একটি বন্ধ কার্যালয়ের তালা ভেঙে তৃণমূল ভাঙচুর চালায় বলে অভিযোগ। এ কথা অবশ্য অস্বীকার করেছে তৃণমূল।
|
ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমি, নিউ দিল্লির সহযোগিতায় এবং ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন-এর তত্ত্বাবধানে ২২ জুলাই বলাগড় উচ্চ বিদ্যালয়ে ‘বিদ্যালয় বিজ্ঞান সচেতনতা শিবির’ আয়োজিত হল। উপস্থিত ছিলেন অধ্যাপক নরেশচন্দ্র দত্ত, আইএমএনএর সম্পাদক অধ্যাপক বিশ্বপতি মুখোপাধ্যায়-সহ বিশিষ্ট ব্যক্তিরা। বসু বিজ্ঞান মন্দিরের প্রাক্তন অধিকর্তা বীরেন্দ্রবিজয় বিশ্বাসের উপস্থিতি অনুষ্ঠানটিকে তাৎপর্যমণ্ডিত করে তোলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় প্রামাণিক তাঁর স্বাগত ভাষণে সকলকে অভ্যর্থনা জানান। অধ্যাপক নরেশচন্দ্র দত্ত দৈনন্দিন জীবন এবং সাহিত্য থেকে নেওয়া দৃষ্টান্তের মাধ্যমে তাঁর বক্তব্যকে আকর্ষণীয় করে তোলেন। সমগ্র অনুষ্ঠানের কেন্দ্রীয় বিষয় ছিল ‘মাই ডে’জ আউট ইন দ্য ওয়ার্ল্ড অফ কেমিস্ট্রি’। অধ্যাপক বিশ্বপতি মুখোপাধ্যায় প্রাত্যহিক জীবনে রসায়নের প্রয়োগ বিষয়টির উপর আলোকপাত করেন। তাঁর বক্তব্যে তিনি মেধাবী ছাত্র-ছাত্রীদের আহ্বান জানান বিজ্ঞানের সাধনায় নিয়োজিত হতে, যাতে এক ঝাক তরুণ বিজ্ঞানী দেশকে উন্নতির শীর্ষে পৌছে দিতে পারে।
|
দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করা হল সিপিআইয়ের আরামবাগ আঞ্চলিক কমিটির সম্পাদক শম্ভু ঘোষকে। শুক্রবার দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সিপিআইয়ের রাজ্য সম্পাদক মঞ্জুকুমার মজুমদার এ কথা জানান। তিনি বলেন, “শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজের জন্য ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” সিপিআই সূত্রের খবর, শম্ভুবাবুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমের অভিযোগ উঠছিল। এ নিয়ে দলীয় নেতৃত্বের কাছে নালিশও জমা পড়ে। বামফ্রন্টে বড় শরিক সিপিএমের বিরুদ্ধে বহু বার মন্তব্য করতে ছাড়েননি শম্ভুবাবু। এ নিয়েও সিপিআই নেতৃত্বকে যথেষ্ট বিড়ম্বনায় পড়তে হয়। দলীয় সূত্রের খবর, এ সবের জেরেই শেষ পর্যন্ত দল ওই নেতাকে সরিয়ে দেওয়া হল। শুক্রবার রাতে এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে শম্ভুবাবু বলেন, “এ বিষয়ে আমাকে কোনও কিছু জানানো হয়নি। এমন কিছু ঘটে থাকলে তবে তো প্রতিক্রিয়া জানানোর প্রশ্ন!” |