কলকাতায় প্রধানমন্ত্রীর কর্মিসভা চায় কংগ্রেস
প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে এনে সভা করার চেষ্টা করছে প্রদেশ কংগ্রেস। আগামী ২২ অগস্ট খড়্গপুর আইআইটি-র এক অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রীর আসার কথা। প্রদেশ কংগ্রেসের এক শীর্ষ নেতা শুক্রবার বলেন, “প্রধানমন্ত্রী কলকাতা ছুঁয়েই খড়্গপুর যাবেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা প্রধানমন্ত্রীর কথা শুনতে চাই। সেই কারণে তাঁকে নিয়ে একটা কর্মিসভা করতে চাইছি।” তবে প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাচার্য জানিয়েছেন, প্রধানমন্ত্রীর দফতর থেকে এখনও এই প্রস্তাবিত সভার ব্যাপারে চূড়ান্ত অনুমোদন মেলেনি। সম্প্রতি প্রদীপবাবু দিল্লি যান। তখন তিনি কলকাতায় কর্মিসভা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছিলেন।
অনুমোদন পাওয়া যাবে ধরে নিয়েই সভা কোথায় হবে, তার ব্যবস্থা করতে এ দিন ব্যস্ত ছিলেন প্রদেশ কংগ্রেসের কিছু নেতা। বৃষ্টির সময়ে খোলা জায়গায় প্রধানমন্ত্রীর সভা করার পক্ষপাতী নন অধিকাংশ নেতাই। কলকাতায় সে ক্ষেত্রে আদর্শ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। কারণ, প্রধানমন্ত্রীর সভায় নির্বাচিত জনপ্রতিনিধি ও প্রদেশ কংগ্রেসের পদাধিকারীরাই থাকবেন বলে স্থির হয়েছে। কিন্তু ওই দিন নেতাজি ইন্ডোর ইতিমধ্যেই ভাড়া হয়ে গিয়েছে বলে প্রদেশ নেতৃত্বকে জানান রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। নেতাজি ইন্ডোর মদনের দফতরের নিয়ন্ত্রণাধীন। কিন্তু প্রধানমন্ত্রীর সভা যাতে নেতাজি ইন্ডোরে হতে পারে, তার জন্য তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হবেন বলে এ দিন প্রদেশ কংগ্রেসের এক সাধারণ সম্পাদক জানিয়েছেন। প্রধানমন্ত্রীর দফতরের সবুজ সঙ্কেত মিললেই প্রদীপবাবু চিঠি দেবেন মমতাকে।
প্রদেশ যুব কংগ্রেস সভানেত্রী ও সাংসদ মৌসম বেনজির নূর জানান, আগামী ২০ অগস্ট প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর জন্মদিনে একটি সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তাতে প্রদেশ নেতাদের পাশাপশি সর্বভারতীয় নেতৃত্বকেও আমন্ত্রণ জানানো হবে। তবে এ ক্ষেত্রেও কোথায় সমাবেশ হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
সভাপতির দায়িত্ব নেওয়ার পরে কংগ্রেস সংগঠনকে ‘মজবুত’ করতে জেলা-সফরও শুরু করবেন প্রদীপবাবু। সেই সঙ্গে জনস্বার্থে কিছু বিষয়কে সামনে রেখে দলকে আন্দোলনমুখী করতে বেশ কয়েকটি কর্মসূচি তাঁরা নিচ্ছেন। প্রদীপবাবু জানান, ৯ অগস্ট তাঁরা ‘শহিদ দিবস’ পালন করবেন।
Previous Story Calcutta Next Story


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.