|
|
|
|
ব্যবসা বাড়াতে উদ্যোগী হিরো হোন্ডা, বাড়ল মুনাফা |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে মুনাফা বাড়ল দেশের বৃহত্তম দ্বিচক্রযান নির্মাতা হিরো হোন্ডার। এই সময়ে সংস্থার নিট মুনাফা ১৩.৪৬% বেড়ে হয়েছে ৫৫৭.৮৯ কোটি টাকা। গত অর্থবর্ষের এই সময়ে তাদের নিট মুনাফা ছিল ৪৯১.৬৯ কোটি। মোট আয়ও আগের বারের থেকে ৩২.৬৮% বেড়ে দাঁড়িয়েছে ৫,৭৭১.৭৪ কোটি টাকা। প্রথম ত্রৈমাসিকে সংস্থা মোট ১৫,২৯,৫৭৭টি যান বিক্রি করেছে। গত বছরে সংখ্যাটি ছিল ১২,৩৪,০৩৯টি।
আর্থিক ফলাফল প্রসঙ্গে সংস্থার এমডি-সিইও পবন মুঞ্জল জানান, আগামী ত্রৈমাসিকগুলিতেও ভাল ফল করা নিয়ে আশাবাদী তাঁরা। গত কয়েক বছর ধরেই সংস্থা এই ভাল ফল ধরে রাখতে সক্ষম হয়েছে। চলতি ২০১১-’১২ অর্থবর্ষে ৬০ লক্ষের বেশি দ্বিচক্রযান বিক্রির লক্ষ্যমাত্র পূরণ করার ব্যাপারেও আশা প্রকাশ করেছেন তিনি। গবেষণা ও উন্নয়নে জোর দেওয়া, অন্যান্য দেশের বাজারে ব্যবসা বাড়ানো এবং চতুর্থ কারখানা গড়ে তোলা নিয়ে সংস্থা উদ্যোগী বলে জানান মুঞ্জল। পাশাপাশি, নিজেদের ভিন্ন ব্র্যান্ড পরিচিতিও তৈরি করার কাজও চালাচ্ছে সংস্থা। মুঞ্জলের দাবি, ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং রবার-সহ বিভিন্ন কাঁচামালের দাম বাড়ায় বর্তমানে পণ্যের মান বজায় রাখার দিকেই বেশি জোর দিচ্ছেন তাঁরা।
অবশ্য এর মধ্যেই আগামী দিনে আরও নতুন মডেল আনতে চায় হিরো হোন্ডা। পাশাপাশি, ক্রেতা সংযোগ বাড়ানোর লক্ষ্যে নতুন পরিষেবা কেন্দ্রও গড়ে তুলতে চায় সংস্থা। কয়েক মাসের মধ্যেই যার সংখ্যা ৫,০০০ ছাড়িয়ে যাবে বলে দাবি করেন মুঞ্জল। গ্রামাঞ্চলে ব্যবসা ছড়াতে ইতিমধ্যেই ১ লক্ষেরও বেশি গ্রামকে ‘হর গাঁও হর অঙ্গন’ প্রকল্পের আওতায় আনা হয়েছে। দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশেও ব্যবসা ছড়িয়ে দিতে উদ্যোগী হিরো হোন্ডা। |
|
|
|
|
|