টুকরো খবর |
|
এখনই ভারতে তেল রফতানি বন্ধ করছে না ইরান
সংবাদসংস্থা • তেহরান |
ভারতে এখনই তেলের জোগান বন্ধ করার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানাল ইরান। তবে আগামী ক’দিনের মধ্যে তেল বাবদ বকেয়া মেটানোর বিষয়টি নিয়ে ভারত কোনও সমাধানে না-পৌঁছলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সে দেশের অস্থায়ী তেল মন্ত্রী মহম্মদ আলিয়াবাদি। শুক্রবার এ কথা জানান ইরানের রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি-র অন্যতম কর্তা মহসেন ঘামসারি। প্রসঙ্গত, মাসের পর মাস ধরে ইরানের তেল সংস্থাগুলির প্রাপ্য দাম বাকি পড়ে আছে ভারতের কাছে। সে দেশের তেল মন্ত্রক সূত্রের খবর, ইতিমধ্যেই বকেয়া ছাড়িয়েছে ৫০০ কোটি ডলার।
|
দক্ষিণ আফ্রিকায় গাড়ি কারখানা টাটার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দক্ষিণ আফ্রিকার রোসলিনে নয়া কারখানা চালু করল টাটা মোটরস। এখানে যন্ত্রাংশ জুড়ে বাণিজ্যিক গাড়ি উৎপাদন করবে তারা। দেড় বছরে ৩৪,৫০০ বর্গ মিটার জুড়ে গড়ে উঠেছে ১১ কোটি র্যান্ড (৭০ কোটি টাকার বেশি)-এর এই কারখানা। আপাতত বছরে ৩,৬৫০টি ৪-৫০ টন ক্ষমতাসম্পন্ন গাড়ি তৈরি হবে। প্রাথমিক ভাবে হবে দু’টি মডেলের ‘পিক আপ ট্রাক’ তৈরি করবে টাটারা। এ দিন কারখানা উদ্বোধন করেন সে দেশের বাণিজ্যমন্ত্রী রব ডেভিস। ছিলেন টাটা ইন্টারন্যাশনালের এমডি নোয়েল টাটা, টাটা মোটরসের এমডি-সিইও কার্ল-পিটার ফর্স্টার। |
|