টুকরো খবর

দেড় দশক আগে দুর্ঘটনা থেকে দার্জিলিং মেল রক্ষা করে এত দিনে সুবিচার পেতে চলেছেন উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ভক্তিয়াডাঙি গ্রামের যুবক প্রদীপ সিংহ। মঙ্গলবার শিলিগুড়িতে ওই যুবক প্রদীপ সিংহকে নিয়ে রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করেন শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা। তখনই রেলমন্ত্রী প্রদীপকে চাকরির আশ্বাস দেন। ওই যুবকের সমস্ত কাগজপত্র এবং পুরো ঘটনার শোনার পরে রেলমন্ত্রী তাঁকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। রেলের আধিকারিকদেরও বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। ওই যুবক বলেন, “আমার পরিবার অত্যন্ত দুঃস্থ। একটা চাকরির জন্য রেলের বহু দফতরে ঘুরেছি। কিছু হয়নি। আজ, মনে হচ্ছে পরিশ্রম সার্থক হল। রেলমন্ত্রী ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।” উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দূর শিক্ষা বিভাগের অধীনে রাষ্ট্র বিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রের বাড়িতে বাবা-মা ছাড়া তিন ভাই এবং এক বোন রয়েছে। বাবা একটি ছোট চা বাগানের শ্রমিক। ভক্তিয়ারডাঙি গ্রামে রেল লাইনের পাশেই তাঁদের বাড়ি। ১৯৯৬ সালের ২৮ অগস্ট সকালে চতুর্থ শ্রেণির প্রদীপ বাড়ি থেকে কিছুটা দূরে রেল লাইনে মস্ত বড় ফাটল দেখতে পান। কিছুক্ষণের মধ্যেই ওই রেলপথ দিয়ে নিউ জলপাইগুড়িগামী দার্জিলিং মেল যাওয়ার কথা। বছর বারোর প্রদীপের বুঝতে অসুবিধে হয়নি যে কী হতে চলেছে। এদিন নিউ জলপাইগুড়িতে রেলের অতিথি নিবাসের সামনে দাঁড়িয়ে প্রদীপ বলেন, “আমার পরনে লাল গামছা ছিল। খেত থেকে পাটকাঠি তুলে এলে গামছা টাঙিয়ে দিই। দূর থেকে সেটা দেখে দার্জিলিং মেলের চালক ট্রেন থামিয়ে দেন। লাইন সারিয়ে ট্রেন চলাচল শুরু করা হয়।” সরকার তখনই প্রদীপকে ওই ঘটনারয় পুরস্কৃত করেন। চাকরির জন্য প্রদীপ রেলের দ্বারস্থ হন। কাজ না-হওয়ায় ডেপুটি মেয়রের কাছে যান।

মঙ্গলবার ১১ ঘণ্টা দেরিতে বিকেল ৫টা নাগাদ গৌড় এক্সপ্রেস ট্রেন মালদহে ঢুকলে বিক্ষোভ দেখান বালুরঘাটের যাত্রীরা। মালদহ টাউন স্টেশনের ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা। শেষে রেল কর্তৃপক্ষ মালদহ থেকে বালুরঘাট পর্যন্ত ডিএমইউ ছাড়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা ঘেরাও তুলে নেন। রেল সুত্রে জানা গিয়েছে, বধর্মানের কাছে রেল লাইনে বিভ্রাটের জেরে মঙ্গলবার ভোর ৬টা ১৫ মিনিটে বদলে গৌড় এক্সপ্রেস মালদহ টাউন স্টেশনে পৌঁছয়। প্রতিদিনই গৌড় এক্সপ্রেস মালদহে পৌঁছানোর পরে ওই ট্রেনের ৭টি কামরা লিঙ্ক এক্সপ্রেস হয়ে বালুরঘাট যায়। এদিন রেল কর্তৃপক্ষ বালুরঘাট লিঙ্ক এক্সপ্রেস বাতিল করার কথা ঘোষণা করলে যাত্রী বিক্ষোভ শুরু হয়। মালদহ টাউন স্টেশনের ম্যানেজার দিলীপ চৌহান বলেন, “গৌড় এক্সপ্রেস দেরীতে পৌঁছানোর জন্য বালুরঘাট লিঙ্ক এক্সপ্রেস বাতিল করা হয়েছিল। এর ফলে বালুরঘাটের ৭টি কামরার যাত্রীরা আটকে পড়েছিলেন। যাত্রীদের দাবি মেনে ৭টি কামরার একটি ডিএমইউ ট্রেন দিয়ে বালুরঘাটের সমস্ত যাত্রীদের পাঠানোর বাবস্থা করা হয়।

সংগঠনের এক সদস্যকে মারধরের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার কালিয়াগঞ্জে পরিবহণ ধমর্ঘট করল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। ধমর্ঘটের জেরে কালিয়াগঞ্জ থেকে বালুরঘাট, রায়গঞ্জ ও মালদহ রুটে কোনও যাত্রীবাহি বাস ও ট্রেকার না চলায় যাত্রীরা বিপাকে পড়েন। শিলিগুড়ি, রায়গঞ্জ এবং মালদহ থেকে কালিয়াগঞ্জ হয়ে বালুরঘাটেও কোনও যাত্রীবাহি গাড়ি চলাচল করেনি। বিকালে পুলিশি হস্তক্ষেপে ধমর্ঘট তুলে নেওয়া হয়। ওভারটেক করা নিয়ে গত সোমবার তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্য এক ম্যাক্সি ট্যাক্সির চালকের সঙ্গে স্থানীয় এক ছোট গাড়ির চালকের মারপিট হয়। চালক হাসপাতালে চিকিৎসাধীন।

আগুনে পুড়ে ভস্মীভূত হল সুতো কারখানা। মঙ্গলবার ভোরে গঙ্গারামপুর থানার ডিটলহাট এলাকায় ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে জমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই কারাখানায় মজুত করা সুতো-সহ যন্ত্রপাতি পুড়ে যায়। ভোর পাঁচটা নাগাদ কারাখানার নিরাপত্তারক্ষী আগুন লাগার খবর দেন। সম্ভবত শট সার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান।
Previous Story Uttarbanga Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.