|
|
|
|
কড়া নিরাপত্তা পুলিশ পিকেট |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
ফের হামলার আশঙ্কায় পুলিশ ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা কংগ্রেস বিধায়ক কৃষ্ণেন্দু চৌধুরীর নিরাপত্তা বাড়াল। পাশাপাশি তাঁর নিরাপত্তার জন্য পুরসভায় পুলিশ পিকেট বসানো হয়েছে। সোমবার পুরসভার সামনেই কংগ্রেস পুর চেয়ারম্যানের উপরে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার চেষ্টা হয়। ওই ঘটনায় তিনজনকে ধরা হয়েছে। আর কারা জড়িত তা জানতে পুলিশ তদন্তে নেমেছে। এদিন ওই ঘটনায় জনিত সমস্ত দুষ্কৃতীদের গ্রেফতার দাবি করে মহিলা কংগ্রেসের পক্ষ থেকে পুলিশের কাছে স্মারকলিপি দেওয়া হয়। মালদহের পুলিশ সুপার ভূবন মন্ডল বলেন, “ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। দু’জন দেহরক্ষীর পাশাপাশি চেয়ারম্যানের নিরাপত্তার জন্য পুরসভায় পুলিশ পিকেট বসানো হয়েছে।
চেয়ারম্যান যতক্ষণ পুরসভায় থাকবেন ৪ জন কনস্টেবল পাহারা দেবে।”
ঘটনার তদন্তে নেমে পুলিশ অবশ্য বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে। সোমনাথ বিশ্বাস ও তাঁর ভাই কেন বিধায়কের খাসতালুকে হামলা করতে এসেছিল সেটা স্পষ্ট নয় পুলিশের কাছে। কেননা, বিধায়ককে তাঁর এলাকায় সবসময় ২০-২৫ জন অনুগামী ঘিরে থাকেন। হামলাকারীদের কাছ থেকে যে দুটি পাইপগান উদ্ধার করা হয়েছে সেই দুটির মালিক কে তা নিয়েও সন্দিহান পুলিশ। পুলিশসুপার বলেন, “উদ্ধার পাইপগান দুটিতে কোনও গুলি ছিল না। হামলাকারীরা ওই দুটি পাইপগান নিয়ে এসেছিল, না কি তাদের কোমরে গুঁজে দেওয়া হয় তা খতিয়ে দেখা হচ্ছে।” পুর চেয়ারম্যান বলেন, “যা ঘটে, সকলের সামনে। পুলিশ সুপার কী করে জানলেন যে দুষ্কৃতীরা রিভলবার ছাড়া এসেছিল। মুখ্যমন্ত্রীকে সমস্ত ঘটনা জানাব।” |
|
|
|
|
|