|
|
|
|
রায়গঞ্জ থেকে ডালখোলা |
বেহাল রাস্তায় ক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
রায়গঞ্জ থেকে ডালখোলা পর্যন্ত ৩৪ নম্বর জাতীয় সড়ক বেহাল হয়ে পড়লেও তা মেরামতির ব্যবস্থা না-হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বেহাল রাস্তার জন্য প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা এবং যানজট লেগে রয়েছে। বেহাল রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে যাত্রীবাহী বাস, ট্রেকার ও পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়ছে। অ্যাম্বুল্যান্সে করে রোগীদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই রাস্তা দিয়ে নিয়ে যেতেও চরম দুর্ভোগ পোহাতে হয়। রাস্তার ধকল সহ্য করতে না-পেরে রোগীরা আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। বাসিন্দাদের পাশাপাশি অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে সরব হয়েছেন উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত বৃষ্টির পাশাপাশি পুলিশি নজরদারির অভাবে দিনভর জাতীয় সড়কে ‘ওভার লোডিং’ ট্রাক চলাচল করায় রায়গঞ্জ থেকে ডালখোলা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার রাস্তা বেহাল হয়ে পড়ে।
সম্প্রতি বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, জেলাশাসক ও জেলা পরিবহণ আধিকারিকের কাছে লিখিত ভাবে সমস্যার কথা জানালেও কাজ হয়নি বলে অভিযোগ। জেলাশাসক সুনীলকুমার দণ্ডপাট বলেন, “সমস্যার কথা জানি। বিষয়টি নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। খুব শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।” শিলিগুড়ি থেকে রায়গঞ্জ, বালুরঘাট, মালদহ ও কলকাতা রুটে প্রতিদিন ওই রাস্তা দিয়ে কয়েকশো বাস ছাড়াও বিভিন্ন পকেট রুটে ট্রেকার যাতায়াত করে।
রাজ্যের বিভিন্ন এলাকা থেকে সড়ক পথে কোচবিহার, জলপাইগুড়ি-সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় যেতে ওই রাস্তা ব্যবহার করতে হয়। এই রাস্তা দিয়েই প্রতিদিন কয়েক হাজার পণ্যবাহী ট্রাক ভিন রাজ্যে যাতায়াত করে। বেহাল রাস্তার জন্য বারোদুয়ারি এলাকায় ট্রেকার থেকে ছিটকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। খারাপ রাস্তার জন্য বাস এবং ট্রাক উল্টে প্রায়ই অবরুদ্ধ হয়ে পনে জাতীয় সড়ক। উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক চন্দ বলেন, “বেহাল রাস্তারয় বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন। প্রতিদিন বাস, ট্রেকার বিকল হলে যাত্রীদের সমস্যা হবেই। এক সপ্তাহে রাস্তা সংস্কার না-হলে আন্দোলনে নামা হবে।” |
|
|
|
|
|