টুকরো খবর

বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনায় জখম হলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মঙ্গলবার দুপুর ২টো নাগাদ ঘটনাটি ঘটে মাটিগাড়া থানার ৩১ নম্বর জাতীয় সড়কের উত্তরায়ণ উপনগরীর কাছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির অনেকটা পিছনেই ছিল সুব্রতবাবুর গাড়ি। এক বিদেশি পর্যটকের গাড়ি আচমকা ডান দিকে দিকে মোড় নেওয়ায় সুব্রতবাবুর গাড়ির ঠিক সামনে থাকা গাড়িটি দাঁড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণ রাখতে না পেরে মন্ত্রীর গাড়িটি সামনের গাড়িটিকে ধাক্কা মারে। পিছনের গাড়িটিও সুব্রতবাবুর গাড়িতে হাল্কা ধাক্কা দেয়। হাঁটুতে চোট পান সুব্রতবাবু। বাগডোগরা বিমানবন্দরেই প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বিমান ধরে কলকাতায় ফেরেন। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “বড় কিছু ঘটেনি। দু’টি গাড়িকেই আটক করা হয়েছে।”

স্কুলে গিয়ে ১ টা অবধি কোনও শিক্ষক-শিক্ষিকাকে না-পেয়ে ফিরে গেল পড়ুয়ারা। মঙ্গলবার চটহাট হাই স্কুলের এই ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি চাউর হতেই জড়ো হন অভিভাবকদের একাংশ। খবর পেয়ে স্কুলে যান ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সহিদুল হক, স্থানীয় কংগ্রেস নেতা বসির মহম্মদ, পরিচালন কমিটির সদস্য আবদুল খালেক প্রমুখ। কংগ্রেস নেতা বসির মহম্মদ বলেন, “সোমবার কোনও শিক্ষক-শিক্ষিকা স্কুলে আসেননি। এ দিনও শিক্ষক-শিক্ষিকাদের কেউ স্কুলে আসেননি।”

উত্তরবঙ্গকে ট্যাক্স ফ্রি জোন ঘোষণার দাবি জানাল শিলিগুড়ি মার্চেন্টস অ্যাসোসিয়েশন। মঙ্গলবার ওই ব্যবসায়ী সমিতির প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শিলিগুড়িতে দেখা করেন। সেখানে তাঁরা সিকিমের মতোই উত্তরবঙ্গকে ট্যাক্স ফ্রি জোন ঘোষণার দাবি জানানোর পাশাপাশি শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজারের অনিয়ম দূর করার দাবি জানান। দাবি করেন শিল্প পরিকাঠামো গড়ে তোলারও।

শিলিগুড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সার্ধশতবর্ষ উদযাপনে ভারতনগরের এক ক্লাবের সঙ্গে যৌথ উদ্যোগে সামিল শান্তিনিকেতনের ‘এলমহার্স্ট ইন্সটিটিউট অব কমিউনিটি স্টাডিস’। সংস্থা সূত্রের খবর, ২০ জুলাই শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে ওই অনুষ্ঠান হবে। বাল্মিকী প্রতিভা গীতিনাট্য মঞ্চস্থ করবেন শান্তিনিকেতনের শিল্পীরা। এলমহার্স্ট ইন্সটিটিউটের তরফে জানানো হয়েছে, তারা শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গেই নানা কর্মকাণ্ডে যুক্ত হতে আগ্রহী। সেই কারণেই ‘তরুণ তীর্থ’ সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হয়েছে ইন্সটিটিউট।

মঙ্গলবার পাতকাটা ডেঙুয়াঝাড়ে একটি বাসস্ট্যান্ডের শেডের নিচে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ভবেশ রায় (৪৫)। তিনি ওই এলাকার বাসিন্দা। তিনি একাই থাকতেন। তাঁর পরিবারে আর কেউ ছিল না বলেও জানা গিয়েছে। পুলিশের অনুমান, অতিরিক্ত মদ্যপানের জেরেই ঘটনাটি ঘটেছে।

বাড়ির পাশে ডোবায় পড়ে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে শামুকতলা থানার সাউদপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম নিরুপম দাস। খেলতে খেলতে শিশুটি ডোবায় পড়ে যায়।

সাত দফা দাবিতে মহকুমাশাসক দফতরে স্মারকলিপি দিন তৃণমূল পুর কর্মচারী ইউনিয়ন। মঙ্গলবার আলিপুরদুয়ার তৃণমূল পুর কমর্চারী সমিতির কাযর্করী সভাপতি অজিত সুত্রধর জানান, এদিন তাঁরা ৪০ অস্থায়ীকে স্থায়ী করার দাবিতে পুরসভার গেটে বিক্ষোভ দেখান। পরে মহকুমাশাসকের দফতরে সাত দফার একটি স্মারকলিপি জমা দেন।

বৃষ্টিতে শহরের নানা ওয়ার্ডে জল জমে যাওয়ায় মঙ্গলবার দুর্ভোগে পড়তে হল আলিপুরদুয়ার শহরের বাসিন্দাদের। সোমবার রাত থেকে বৃষ্টিপাত হওয়ায় শহরের ২, ৫, ৮, ৯, ১০, ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে এদিন প্রায় দুপুর পর্যন্ত জমা জলে সমস্যায় পড়তে হয়। ১০ নম্বর ওয়ার্ডে একমুখি রাস্তায় জল জমে যাওয়ায় সমস্যায় পড়েন পথচারীরা। কালজানিতে জল বাড়ায় শহরের জল বার হতে সময় নেয়। নদীর জল কমলে শহরের জল নেমে যায়।

ফের চুরি হল আলিপুর দুয়ার শহরের এক মন্দিরে। সোমবার রাতে ঘটনাটি ঘটে শহরের ১০ নম্বর ওয়ার্ডে লোকনাথ মন্দিরে। সোমবার রাতে শহরের ইটখোলা বাঁধের পাড় এলাকার লোকনাথ মন্দিরের গ্রিলের তালা ভেঙে দুষ্কৃতীরা সোনার টিপ-সহ বেশ কিছু জিনিস চুরি করে।
Previous Story Uttarbanga Next Item



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.