টুকরো খবর

ছাত্রীদের উপস্থিতি কম থাকায় পরীক্ষায় বসার অনুমতি দেননি কলেজ কর্তৃপক্ষ। এর প্রতিবাদে অধ্যক্ষা-সহ শিক্ষা কর্মীদের ঘেরাও করে রাখল ছাত্রীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ ফর উইমেন-এ। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, নির্দিষ্ট সংখ্যক ক্লাস না করায় কয়েকজন ছাত্রীকে পরীক্ষায় বসতে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। আর তাতেই ওই ছাত্রীরা খেপে ওঠে। মঙ্গলবার সকালে কলেজের অধ্যক্ষা নির্ঝরিণী চক্রবর্তী ও অন্য শিক্ষাকর্মীদের ঘেরাও করে রাখে। নির্ঝরিনীদেবী বলেন, “নিয়মিত ক্লাস না করে এই ধরনের অন্যায় আবদার করলে কি মানা যায়? অনেক বুঝিয়ে ছাত্রীদের বললাম, আগামী ক্লাসগুলো ঠিকমতো করতে। বুধবার শিক্ষকদের সঙ্গে আলোচনা করে ওদের পরীক্ষায় বসতে দেওয়ার অনুমতির বিষয়টিও দেখা হবে।” এ দিকে অধ্যক্ষা নরম হওয়ায় বিক্ষোভকারী ছাত্রীরা ঘেরাও তুলে নেয়।


মন্দিরা মণ্ডল
মেয়ের জন্মদিন, তাই বাবা গিয়েছিলেন মেয়েদের জামা ও অনুষ্ঠানের বাজার করতে। দুই বোন খেলছিল বাড়ির সামনে। হঠাৎই পাঁচিল ভেঙে ঘটনাস্থলেই মৃত্যু হল মন্দিরা মণ্ডল (৯) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর। আর যার জন্মদিন, চিত্রা মণ্ডল নামে পঞ্চম শ্রেণির সেই ছাত্রী গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে বারাসতের নিবেদিতা পল্লিতে। পুলিশ জানায়, চিত্রার জন্মদিনের জন্য কেনাকাটা করতে বাজারে গিয়েছিলেন বাবা চিত্ররঞ্জন মন্ডল। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বাড়ির সামনে বোন মন্দিরা ও আর এক বন্ধুর
সঙ্গে খেলছিল চিত্রা। বর্ষায় নিজেদের বাড়ির পাঁচিলটিরই অবস্থা যে খারাপ, তা লক্ষ করেনি কেউ। হঠাৎ পাঁচিল ভেঙে পড়লে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় মন্দিরা। হাত-পা ভেঙে যায় চিত্রার। বুকেও আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বারাসত হাসপাতালে ভর্তি করেন স্থানীয়েরা। মা রমাদেবী বলেন, “সবে মেয়ের জন্মদিনের পায়েস রাঁধছি। ওদের খেতে দেব, আশীর্বাদ করব। সব কেমন এলোমেলো হয়ে গেল।”

ইঞ্জিন ভ্যানের সঙ্গে বাসের ধাক্কায় মৃত্যু হল এক জনের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মিনাখাঁর মালঞ্চ তালতলার বাসন্তী রোডে। পুলিশ জানায়, মৃতের নাম ভাগ্য সর্দার (৫৫)। জখম অবস্থায় মিনাখাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছিল সন্দেশখালির বয়ারমারির বাসিন্দা ওই ব্যক্তিকে। পরে মারা যান ইঞ্জিন ভ্যানের ওই যাত্রী। ভ্যানের আরও চার যাত্রী জখম হন। তাঁদের চিকিৎসা চলছে। পুলিশ জানায়, বেলা ১১টা নাগাদ ভ্যান রিকশায় চেপে জনা সাতেক যাত্রী যাচ্ছিলেন মিনাখাঁর দিকে। উল্টো দিক থেকে আসা একটি বাস তাতে ধাক্কা মারে। দুর্ঘটনার পরে বাস নিয়ে পালিয়ে যায় চালক।

মোবাইল সংস্থার কয়েক লক্ষ টাকা সরঞ্জাম চুরির অভিযোগে এক ঠিকাদারকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, বসিরহাটের চৌমাথার ওই বাসিন্দার নাম ইন্দ্রনীল মুখোপাধ্যায়। মঙ্গলবার তাঁকে বসিরহাট এসিজেএম আদালতে তোলা হয়। চুরি যাওয়া যন্ত্রপাতির মূল্য প্রায় ৭ লক্ষ টাকা, জানিয়েছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে মেশিন উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ইন্দ্রনীলের কাছ থেকে ঘর ভাড়া নিয়ে অফিস চালাচ্ছিল ওই মোবাইল সংস্থা। রবিবার রাতে সংস্থার লোকজন দেখে, দরজার তালা ভাঙা। ভিতরে দু’টি মেশিন নেই। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ।

বেড়াচাঁপায় টাকি রাস্তার হাল খুবই খারাপ। প্রায়ই ছোটখাট দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ। এলাকাবাসীর দাবি, রাস্তার গর্তে জল জমে আরও দুর্গতি হচ্ছে তাঁদের। রাস্তা সারাইয়ের দাবি জানিয়েও সুফল মেলেনি বলে ক্ষোভ জমেছে তাঁদের মধ্যে। খারাপ রাস্তায় গাড়ি চালানোর ফলে গাড়িরও ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন চালকেরা। বিশেষ করে, বেড়াচাঁপা থেকে যে রাস্তাটি বাদুড়িয়ার দিকে গিয়েছে, সেটির হালই বেশি খারাপ। সংশ্লিষ্ট দফতর সূত্রের খবর, বর্ষা একটু কমলেই মেরামতির কাজ শুরু হবে।

দক্ষিণ ২৪ পরগনার কুলপি পঞ্চায়েত সমিতির উদ্যোগে মঙ্গলবার শিশু ও নারীপাচার রোধ, বাল্যবিবাহ ও পণপ্রথার বিরুদ্ধে এক কমর্শালার আয়োজন করা হয়েছিল। এদিন কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক (রাজস্ব) নিরঞ্জন শাণ্ডিল্য।

চোরেদের উপদ্রব বাড়ছে, এই অভিযোগে মঙ্গলবার পথ অবরোধ করলেন ইছাপুর লাইন বাজারের ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, বাজারে প্রায় দুশোটি দোকান আছে। পাহারার জন্য পুলিশকে বারবার বলা হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। তার প্রতিবাদেই অবরোধ। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।
Previous Story South Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.