দশ ম্যাচেই এ বার লিগ চ্যাম্পিয়ন
মোহনবাগান-ইস্টবেঙ্গলকে বাঁচাতে বলি করা হল ছোট দলগুলোকে।
চূড়ান্ত নাটক। চিৎকার-চেঁচামেচি। সাড়ে তিন ঘণ্টার ম্যারাথন বৈঠকের পর বদলে গেল কলকাতা প্রিমিয়ার লিগের কাঠামো। বড় দলগুলোর খেলার সংখ্যা কমে গেল। ১৬টির বদলে মোহনবাগান, ইস্টবেঙ্গল সমর্থকরা দেখতে পাবেন মাত্র ১০টি ম্যাচ। বিশ্ব ফুটবলে অভিনব ঘটনার মধ্যেই পড়বে। ১০ ম্যাচ খেলেই লিগ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারবে দল।
প্রিমিয়ার লিগ শুরু ১৯ অগস্ট থেকে। নতুন নিয়মের জাঁতাকলে সবচেয়ে বেশি সমস্যায় ছোট ক্লাবগুলোর ফুটবলাররা। আর সুবিধা বড় ক্লাবের ফুটবলারদের। কথায় আছে না, ‘কারও পৌষ মাস তো কারও সর্বনাশ’! নতুন পরিকাঠামো ঠিক এমনটাই হল। মোহন-ইস্টের ফুটবলাররা ৪০টির বেশি ম্যাচ খেলতে পারবে না বলে ফতোয়া দিয়েছে এ আই এফ এফ। তাই কায়দা করে নিজেদের লিগেই বড় দলের ম্যাচ কমিয়ে দিল আই এফ এ।
এ বারের স্থানীয় লিগে মোট সতেরোটি দলের মধ্যে সরাসরি চ্যাম্পিয়নশিপ রাউন্ড থেকে খেলবে মোহনবাগান, ইস্টবেঙ্গল, ইউনাইটেড স্পোর্টস। যেখানে মাত্র দশটা ম্যাচ খেলতে হবে তাদের। মহমেডান-সহ বাকি চোদ্দো দলকে সমান ভাগে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপ থেকে প্রথম চারটে দল পরের রাউন্ডে যাবে। অর্থাৎ এ বার আর ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং ইউনাইটেড স্পোর্টসের মতো বড় ক্লাবের সঙ্গে খেলার সুযোগ হচ্ছে না অনেক ছোট ক্লাবের। এ নিয়েই তীব্র আপত্তি জানাচ্ছে ছোট ক্লাবগুলো।
আসলে বড় ক্লাবের সঙ্গে খেলতে না পারলে স্পনসর পাওয়া নিয়ে টানাটানিতে তীব্র সমস্যায় পড়ে ছোট ক্লাবগুলো। তাই মঙ্গলবারের সভায় নতুন কাঠামো চালু নিয়ে তুমুল তর্কাতর্কি হয় ছোট ক্লাব বনাম আইএফএ-র। প্রতিবাদে এরিয়ান, সাদার্ন সমিতি, কালীঘাটের সঙ্গে সরব হয় মহমেডানও। মহমেডানের কর্তা কামারুদ্দিন বললেন, “ছোট ক্লাবগুলোর সঙ্গে অন্যায় হল। কিন্তু কিছু করারও তো নেই। ফেডারেশন আই লিগের ক্লাবগুলোকে ৪০ ম্যাচে বেঁধে দেওয়ার পর সমস্যায় পড়েছে বড় ক্লাবগুলো। ইস্টবেঙ্গল-মোহনবাগানও অসহায়। তাই বাধ্য হয়ে আই এফ এ-র প্রস্তাব মেনে নিতেই হল।”
তবে আই এফ এ-র প্রস্তাবকে সমর্থন করলেও প্রতিবাদের রাস্তা খোলা রাখা হয়েছে। নতুন কাঠামোয় খেলা শুধু এ বছরের জন্যই বরাদ্দ। পরের বছর এই নিয়ম থাকছে না। এমনকী ডিসেম্বরের মধ্যে নতুন নিয়ম তৈরি করা না হলে দল তুলে নেওয়ার হুমকিও দিয়েছে বেশ কিছু ক্লাব। আই এফ এ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় অবশ্য বললেন, “এই নিয়ম শুধু এ বছরের জন্যই। এ-ও ঠিক করা হয়েছে এ বছর একটা দলই অবনমনে যাবে। কিন্তু পরের বছর দু’টো দলকে প্রিমিয়ার ডিভিশনে তুলে আনা হবে। তখন মোট ১৮টা দলকে দু’ভাগে খেলানো হবে।” তবে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলা কবে থেকে শুরু হবে, সেটা এখনও ঠিক হয়নি।
প্রিমিয়ার লিগের পাশাপাশি আই এফ এ শিল্ডের তারিখও পাকা হয়ে গেল। ১২ অক্টোবর থেকে ২৪ অক্টোবর। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ফেডারেশন কাপের ফাইনাল যাতে কলকাতায় করা যায়, তারও চেষ্টা চলছে পুরোদমে।
এক ম্যাচে ২৬ গোল: মেয়েদের প্রিমিয়ার লিগে বিদ্যুৎ স্পোর্টিংকে ২৬-০ গোলে হারাল ইনকাম ট্যাক্স। কল্পনা রায় (৭), সবিতা সিংহ (৬), মধুমিতা দাস (৫), অপর্ণা সরকার, আদুরি খাতুন (৪) গোলের বন্যা বইয়ে দিলেন।
Previous Story Khela Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.