টুকরো খবর

মোহনবাগান কোচ ডার্বি আসছেন রবিবার
এ আই এফ এফ যাঁর কোচ হওয়ার আবেদন বাতিল করে দিয়েছিল, সেই স্টিভন ডেভিড ডার্বি মোহনবাগান কোচ হয়ে কলকাতা আসছেন ২৪ জুলাই। মোহনবাগানের তরফে এটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হল। বব হাউটন আসার আগে ভারতের কোচ হওয়ার আবেদন করেছিলেন ডার্বি। এ আই এফ এফ তাঁকে বাতিল করে দেয়। প্রথম দশ প্রাথমিক তালিকায় ছিলেন না ডার্বি। ভারতে কাজ না পেয়ে তিনি সিঙ্গাপুর, মালয়েশিয়ায় কোচিং করান। মূলত গোলকিপার ছিলেন ডার্বি। কোচ হিসেবে বেশি পরিচিত নন। লিভারপুলের জুনিয়র দলে খেলা শুরু করেও বড় টিমে খেলতে পারেননি। এশিয়ায় তাঁর বেশি পরিচিতি ই এস পি এনের টিভি বিশেষজ্ঞ হিসেবে। মর্গ্যানের মতো তিনি অস্ট্রেলিয়ায় থাকলেও ইংল্যান্ডে জন্ম। অভিনব ভাবে সাংবাদিকদের প্রেস বিবৃতিতে বলে দেওয়া হয়েছে, ২৫ জুলাই সাংবাদিক সম্মেলনের আগে ডার্বির সঙ্গে কথা না বলতে। ডার্বি তাইল্যান্ডে পিটার রিডের সহকারী কোচ ছিলেন। ব্রায়ান রবসন কোচ হয়ে এলে তিনি তাঁর সহকারী থেকে যান। কাজ করেন। বাহরিনেও একবার সহকারী কোচ ছিলেন। মাঝে ভিয়েতনাম মহিলা দলেরও।

মুম্বই হামলার জন্য ভারতে আসছে না ব্ল্যাকবান
মুম্বই বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে ভারত সফর আপাতত বাতিল করল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্স। ব্ল্যাকবার্নের মালিক আবার ভারতীয় সংস্থা ভেঙ্কিস। সোমবার সন্ধ্যা পর্যন্ত তারা ব্ল্যাকবার্নের পুণে আসা নিয়ে প্রচুর প্রচার করেছে। সারা ভারত জুড়ে জুনিয়রদের এক টুর্নামেন্ট হচ্ছিল। চ্যাম্পিয়নদের খেলার কথা ছিল রোভার্স তারকাদের সঙ্গে। কিন্তু সন্ধ্যার দিকে ব্ল্যাকবার্ন সরকারি ভাবে জানায়, মুম্বই বিস্ফোরণের জন্য তারা ভারত সফর স্থগিত রাখছে। ফুটবলারদের নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে বলেই এই সিদ্ধান্ত। কয়েক সপ্তাহ পরে আসার কথা ভাবা হচ্ছে। কিন্তু সেটা আসলে বাতিলই। পুণেতে এলে তারাই হত ভারত সফরকারী প্রথম প্রিমিয়ার লিগের ক্লাব। হংকংয়ে এক টুর্নামেন্ট খেলতে যাওয়ার পথে তাদের নামার কথা ছিল ভারতে। এখন ভারতে না এলেও সফরে যাচ্ছে তারা। কয়েক সপ্তাহ পরে ভারত আসার কথা বললেও, তা হওয়া কঠিন। কেননা তখন প্রিমিয়ার লিগ শুরু হয়ে যাবে। ব্ল্যাকবার্ন বিবৃতিতে বলেছে, “নিরাপত্তা আমাদের কাছে বড় ব্যাপার। আমাদের আইন ও নিরাপত্তা বিভাগের পরামর্শে এই সফর আপাতত স্থগিত রাখতে হল।

ইস্ট অধিনায়ককে তুলে নিল মোহনবাগান
দলবদলের বাজারে শক্তিশালী দল গড়ছে মোহনবাগান। আসন্ন ক্রিকেট মরসুমের জন্য সদ্য নক আউট ট্রফি জেতা ইস্টবেঙ্গল অধিনায়ক শিবসাগর সিংহকে তারা তুলে তো নিলই, সঙ্গে কালীঘাট থেকে লক্ষ্মীরতন শুক্ল এবং বাংলার অফ স্পিনার সৌরাশিস লাহিড়ীকে নেওয়াও চূড়ান্ত করে ফেলল। যা অবস্থা, তাতে এ বছর সবচেয়ে শক্তিশালী টিম মোহনবাগানেরই হচ্ছে। কারণ লক্ষ্মী-সৌরাশিস-শিবসাগররা ছাড়াও টিমে থেকে যাচ্ছেন ঋদ্ধিমান সাহা, অভিষেক ঝুনঝুনওয়ালা, সামি আহমেদরা। শুধু স্পিনার ইরেশ সাক্সেনা এ বার যাচ্ছেন কালীঘাটে। কালীঘাটে খুব চমক এ বার নেই। শোনা যাচ্ছে, মোহনবাগানের পেসার একলাখ আহমেদকে নিতে পারে তারা। অন্য দিকে, মুম্বই থেকে একজন বাঁ-হাতি স্পিনার আনতে চলেছে ইস্টবেঙ্গল। এ দিকে, রাজ্য টেবিল টেনিসের বিতর্কিত কর্তা প্রবীর মিত্র ক্রিকেটে ঢুকতে গিয়েছিলেন। কিন্তু তাঁর সিএবি-তে ঢোকা নিয়েও জট পাকিয়েছে। সিএবি-র বার্ষিক সভার আগে মনোনয়ন জমা দেওয়া নিয়ে বিতর্কে প্রবীর। তিনি ও গৌতম বসু দু’জনেই দাবি করছেন, বালক সংঘ ক্লাবের আসল মালিকানা তাঁদের। সিএবি যা নিয়ে আইনি সাহায্য নিচ্ছে।

পাক টিটি দলকে ভিসা দিল না ভারত সরকার
ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ শুরু করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড যখন মরিয়া, ঠিক তখনই ভারতে আসার ভিসা পেলেন না পাকিস্তানের টিটি খেলোয়াড়রা। বুধবার রাজধানীতে জুনিয়র এশিয়া কাপ টেবিল টেনিস মিটে আসার জন্য পাকিস্তান দলকে শেষ মুহুর্তে ভিসা দেয়নি ভারত সরকার। ভারতীয় দলে বাংলা থেকে আছেন সৌরভ সাহা, সৌম্যজিৎ ঘোষ, অনির্বাণ ঘোষ, অনুশ্রী হাজরা, প্রিয়দর্শিনী দাস, অলিকা মুখোপাধ্যায়।

সেপ্টেম্বরে যুবভারতীতে ওপেন অ্যাথলেটিক্স
অ্যাথলেটিক্সের বড় মিট বসতে চলেছে শহরে। আগামী সেপ্টেম্বের (১০ থেকে ১৩) যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে ৫১তম জাতীয় ওপেন অ্যাথলেটিক্স। যার আয়োজক রাজ্য অ্যাথলেটিক্স সংস্থা। মঙ্গলবার এত বড় প্রতিযোগিতার সুষ্ঠু আয়োজনের জন্য সংগঠকরা একপ্রস্থ আলোচনাও সারলেন। আয়োজকদের আশা, ১০ সেপ্টেম্বর প্রতিযোগিতার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতিযোগিতা শুরু
মঙ্গলবার বারবিশা জহর নবোদয় বিদ্যালয়ে শুরু হল ক্লাস্টার লেবেল ক্রীড়া প্রতিযোগিতা। পাশ্রে রাজ্য বিহার এবং পশ্চিমবঙ্গের ১০টি স্কুল এতে অংশ নিচ্ছে। স্কুলের তরফে অনিমেষ পাল জানিয়েছেন, ১৯ জুলাই থেকে তিন দিন ধরে ক্রীড়া প্রতিযোগিতা চলবে। এতে ১০টি স্কুলের মোট ১৭৭ জন ছাত্রছাত্রী অংশ নিচ্ছে। ব্যাডমিন্টন, যোগ ব্যায়াম, দাবা ও টেবিল টেনিস প্রতিযোগিতা হবে।
Previous Story Khela First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.