|
|
|
|
মাঠের বাইরের বিতর্কে চাপে মহাতারকা |
দীপেন্দুকে ফোরলানের ই-মেল, ‘মেসিদের বিরুদ্ধে ছন্দ পেয়েছি’ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতার স্মৃতি ভোলেননি দিয়েগো ফোরলান। ভোলেননি কলকাতার এক ফুটবলারকে।
জাতীয় দলের প্রাক্তন তারকা দীপেন্দু বিশ্বাসকে ফোরলান ই মেলে জানালেন, আর্জেন্তিনার বিরুদ্ধে ম্যাচটায় ভাল খেলার পরে তিনি এখন অনেক আত্মবিশ্বাসী। আগের ফর্মে খেলতে পারছিলেন না কেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন বিশ্বকাপের সেরা ফুটবলার, “আসলে ক্লাব ফুটবল খেলার পরে দু’মাস হয়ে গিয়েছে। মরসুম শেষ। মাঝে প্র্যাক্টিস হয়নি। তাই ভাল খেলতে পারিনি। তবে শেষ ম্যাচটায় খারাপ খেলিনি। মনে হয়, পরের ম্যাচে ভাল খেলব।”
কলকাতায় খেলতে আসার সময় ফোরলানের দলে ছিলেন দীপেন্দু। তাঁর খেলা দেখে প্রশংসা করেছিলেন ফোরলান। বলেছিলেন, “তুমি ইউরোপে খেলতে পারতে! আমার সঙ্গে যোগাযোগ রেখো।” প্রথমে যোগাযোগ থাকলেও, ব্যক্তিগত জীবনে চাপে থাকার জন্য মাঝে যোগাযোগ রাখেননি ফোরলান। দীপেন্দু এ দিনই ভবানীপুর ক্লাবে যোগ দিলেন। প্র্যাক্টিসে যোগ দেওয়ার আগেই তিনি মেল করেন ফোরলানকে। তার উত্তর চলে আসে কিছুক্ষণের মধ্যেই।
|
আজ কোপায় প্রথম সেমিফাইনালে
উরুগুয়ে: পেরু (সকাল ৬:১৫) |
|
|
|
|
|