লর্ডস থেকে ‘লর্ড’
|
১৯৯৯টি টেস্ট ম্যাচের মধ্যে বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বর ‘লর্ড’ ভারত অংশ নিয়েছে ৪৫১টিতে।
সবচেয়ে বেশি ইংল্যান্ডের বিরুদ্ধে (৯৯)।
তার পর ওয়েস্ট ইন্ডিজ (৮৫) অস্ট্রেলিয়া (৭৮), পাকিস্তান (৫৯), নিউজিল্যান্ড (৫০),
শ্রীলঙ্কা (৩৫), দক্ষিণ আফ্রিকা (২৭), জিম্বাবোয়ে (১১) ও বাংলাদেশের (৭) বিপক্ষে।
|
|
ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট
(ভারতের অভিষেক টেস্টও)
২৫-২৮ জুন ১৯৩২, লর্ডস: ইংল্যান্ড ১৫৮ রানে জয়ী। প্রথম ইনিংসে
মহম্মদ নিসার ৫-৯৩। কিন্তু দু’ইনিংসেই ব্যাটিং ভরাডুবি। ১৮৯ ও ১৮৭।
|
রজত জয়ন্তী টেস্ট
১১-১৬ নভেম্বর ১৯৬১, ব্রেবোর্ন: ড্র। জিততে
মরিয়া ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৯ জন
বোলার ব্যবহার করেও ব্যর্থ।
|
সুবর্ণ জয়ন্তী টেস্ট
১-৬ জানুয়ারি ১৯৭৭, ইডেন: ইংল্যান্ড ১০ উইকেটে জয়ী।
শেষ দিন আধ ঘণ্টার
খেলা দেখতেও ইডেন পুরো ভরা ছিল।
|
হীরক জয়ন্তী টেস্ট
৯-১৪ ডিসেম্বর ১৯৮১, চিন্নাস্বামী: ড্র। গাওস্কর ১১ ঘণ্টা ৪৮ মিনিট ক্রিজে থেকে ১৭২।
|
প্ল্যাটিনাম জয়ন্তী টেস্ট
৩-৮ জুলাই ১৯৮৬, এজবাস্টন: ড্র। প্রথম ইনিংসে দু’দলই ৩৯০। |
|