|
|
|
|
ট্রেন বাড়বে কি না বলেনি মেট্রো, চলবে বাড়তি লঞ্চ |
নিজস্ব সংবাদদাতা |
কলকাতায় যান-সমস্যার যে-কোনও দিনেই এখন সাধারণ মানুষের মূল ভরসা মেট্রো রেল। কাল, বৃহস্পতিবার ব্রিগেড ময়দানে তৃণমূলের সমাবেশের দিনেও যানজট এড়িয়ে গন্তব্যে পৌঁছতে মেট্রোর উপরেই নির্ভর করতে হবে। কিন্তু ওই অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে মেট্রো পরিষেবা বাড়ানো হবে কি না, সেই বিষয়ে মেট্রো-কর্তৃপক্ষ মঙ্গলবার পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিতে পারেননি। আজ, বুধবার এই নিয়ে বৈঠক হবে বলে জানিয়েছেন তাঁরা।
তবে বৃহস্পতিবার যে পাতালপথে ভিড় বাড়বে, মেট্রো-কর্তৃপক্ষও সেটা ভালই জানেন। সংস্থার ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ এ দিন জানান, মেট্রোয় এমনিতেই রোজ প্রায় পাঁচ লক্ষ মানুষ যাতায়াত করেন। কাল কলকাতায় যানবাহনের সমস্যার পরিপ্রেক্ষিতে শহরতলি থেকে আরও অনেক মানুষ শহরে আসার জন্য মেট্রোর উপরেই নির্ভর করবেন। ফলে সাধারণ দিনের তুলনায় ওই দিন মেট্রোয় বেশি ভিড় হতেই পারে।
মেট্রো-কর্তৃপক্ষ এখনও বাড়তি পরিষেবার সিদ্ধান্ত নিতে না-পারলেও জলপথ পরিবহণ নিগম অবশ্য কাল অতিরিক্ত লঞ্চ চালানোর সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গ ভূতল পরিবহণ নিগমের তরফে আশিস ঠাকুর মঙ্গলবার বলেন, “২১ জুলাইয়ের কথা মাথায় রেখে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পাঁচ মিনিট অন্তর লঞ্চ চালানো হবে।” হুগলি জলপথ সমবায় সমিতির তরফে এক কর্তা জানান, সকাল ১০টা থেকে বিকেল ৪টে, প্রয়োজনে ৫টা পর্যন্ত ১০ মিনিট অন্তর চারটি লঞ্চ চালানো হবে। অন্যান্য দিন ওই সংস্থা হাওড়া-বাবুঘাট রুটে দু’টো লঞ্চ চালায়।
ওই দিন সড়কপথে অন্যান্য দিনের মতোই বাস, মিনিবাস, ট্যাক্সি চলবে বলে তাদের বিভিন্ন সংগঠনের তরফে জানানো হয়েছে। কিন্তু যানজট এবং পরিবহণকর্মীরা অনেকেই সমাবেশে যোগ দিতে যাবেন বলে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন বিভিন্ন সংগঠনের কর্তারা। বেঙ্গল বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক দীপক সরকার বলেন, “বৃহস্পতিবার অন্যান্য দিনের মতোই বাস নামানো হবে। তবে যানজটের ফলে এবং সংগঠনের অনেক কর্মী সমাবেশে চলে গেলে পরিষেবা ব্যাহত হতেই পারে।” |
|
|
|
|
|