|
|
|
|
পরীক্ষার মধ্যেই কাল হয়রানির আশঙ্কা পড়ুয়াদের |
নিজস্ব সংবাদদাতা |
ব্রিগেড ময়দানে কাল, বৃহস্পতিবার তৃণমূলের সমাবেশের জেরে কলকাতা কার্যত অচল হয়ে পড়বে বলেই মনে করা হচ্ছে। তাতে সাধারণ মানুষ তো বটেই, বিশেষ করে স্কুল-কলেজের পড়ুয়াদের ব্যাপক ভোগান্তির আশঙ্কা থাকছে। ওই দিন অনেক স্কুল ও বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা রয়েছে। বিএ, বিএসসি পার্ট ১ এবং স্নাতকোত্তর স্তরের পরীক্ষা আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। পরীক্ষা রয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়েও। ওই সব পরীক্ষা পিছিয়ে যাবে কি না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই বিষয়ে মঙ্গলবার পর্যন্ত কোনও
সিদ্ধান্ত নিতে পারেননি।
মধ্য কলকাতার ক্যালকাটা গার্লসে তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ষাণ্মাসিক পরীক্ষা রয়েছে বৃহস্পতিবার। স্কুল-কর্তৃপক্ষ সেই সব পরীক্ষা পিছিয়ে দিতে রাজি নন। স্কুলের অধ্যক্ষা বাসন্তী বিশ্বাস বলেন, “পরীক্ষা শেষ হলে বেলা ১১টার মধ্যে স্কুল ছুটি দিয়ে দেওয়া হবে। গত সপ্তাহেই অভিভাবকদের তা জানিয়ে দেওয়া হয়েছে। কোনও ভাবেই পরীক্ষাসূচি বদল করা সম্ভব নয়।”
পরীক্ষা নেই। কিন্তু একটা কাজের দিন নষ্ট করতে রাজি নয় পার্ক সার্কাসের মহাদেবী বিড়লা গার্লস হাইস্কুল। তবে ওই স্কুলের অধ্যক্ষা মালিনী ভগত জানান, বেলা সাড়ে ১১টায় অর্ধেক ছুটি দেওয়া হবে। স্কুলবাস এবং অভিভাবকদেরও সে-কথা জানিয়ে দেওয়া হয়েছে। বেলা ১২টায় ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বৌবাজারের লোরেটো ডে স্কুলও। কিন্তু ওই সময়ে মধ্য কলকাতার বিভিন্ন রাস্তা যানজটে প্রায় অবরুদ্ধ থাকবে বলে আঁচ করছে পুলিশ। ফলে স্কুলপড়ুয়াদের বাড়ি ফিরতে ভোগান্তির একশেষ হবে বলে মনে করছেন অনেক অভিভাবকই। অভিভাবকদের দুশ্চিন্তা সত্ত্বেও আগেভাগে ছাত্রীদের ছুটি দিতে রাজি নন মডার্ন হাইস্কুলের অধ্যক্ষা দেবী কর। তিনি বলেন, “রোজকার মতো বৃহস্পতিবার বেলা আড়াইটেতেই ছুটি হবে। আগের অভিজ্ঞতা থেকেই অনেক ভেবেচিন্তে ছুটি না-দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ছাত্রীদের কোনও অসুবিধা হবে না।”
তবে রাস্তায় বেরিয়ে ছাত্রদের যাতে বিপাকে পড়তে না-হয়, সেই জন্য বৃহস্পতিবার স্কুল ছুটি রাখার সিদ্ধান্ত নিয়েছেন আচার্য জগদীশচন্দ্র বসু রোডের সেন্ট জেমস স্কুলের কর্তৃপক্ষ। বৃহস্পতিবারের বদলে শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। শহরের সরকারি স্কুলগুলো অবশ্য নিয়মমতো খোলা থাকবে বলে সরকারি স্কুলের শিক্ষক সংগঠনের তরফে জানানো হয়েছে।
এ সপ্তাহেই অধিকাংশ কলেজে প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। কোনও কোনও কলেজের কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই দিন ছাত্রছাত্রীরা ক্লাসে আসবেন কি না, সেটা তাঁরা নিজেরাই ঠিক করে নেবেন।
|
বিধি-নিষেধ কী করা যাবে না |
• ব্রিগেডে প্লাস্টিক বর্জ্য ফেলা
• ভিক্টোরিয়ার ৩ কিমির মধ্যে খোলা উনুনে রান্না
• ভিক্টোরিয়ার চারপাশের রাস্তায় বা ময়দানের সবুজে গাড়ি পার্কিং
• প্রকাশ্যে ধূমপান কী করতে হবে
• ময়দান পরিচ্ছন্ন রাখতে যথেষ্ট শৌচাগারের ব্যবস্থা
• তিন দিনের মধ্যে ময়দান সেনা কর্তৃপক্ষকে ফিরিয়ে দেওয়া
• খুঁটি পোঁতার গর্ত বালি দিয়ে ভরানো
• ৬৫ ডেসিবেলের মধ্যে মাইক
|
হাইকোর্ট, সেনা কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের নির্দেশ |
|
|
|
|
|
|